নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছেঁড়া পাতা

যত দোষ, নন্দ্য ঘোষ !

সাঈদ অমি

সাঈদ অমি › বিস্তারিত পোস্টঃ

অবলোকন

০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫২

শুরুতেই মোর ফুরাল কালি, হারাল লেখার ভাষা;

লিখিব কি করে, পাইনি আমি, পাইনি যাহার দিশা ।

রুপ শুরু যাহার কৃষ্ণকেশে, পদ অঙ্গুলে শেষ,

রঙের মাঝে রঙ্গিন সে এক, নতুন সমাবেশ ।

গুরুর হাতের শেষের কবিতা, চন্দ্রেরই দেবদাস,

বোধহয় মোর, তাহারই জন্য, হবেই উপহাস ।

চন্দ্রমুখের হাসিতে তাহার, জগত যেন হাসে,

জল ছেড়ে যেন পদ্ম সকল, হাওয়ার দোলায় ভাসে ।

উপমা দিলে যে কৌতুক হবে, বলছিনা আমি মিছে,

হুরদের রানী হওয়ার দাবি, শুধুই তাহার আছে ।

.

অঙ্গ তাহার দুলিলেই বুঝি, ফোঁটে গোলাপ ফুল,

ফাগুনের গোলাপ, সকলই যেন, তাহারই গহনা দুল ।

মনের ভুলেতে দৃষ্টি আমার, পড়িলে তাহার পায়ে,

বিনি আলতার রঙ্গিন পা-দুটি, আমার দিকেই চাহে ।

রঙ নেই, তবু রঙ্গিন তনুতে, সূর্য না দেয় আলো,

সে যেন তাহাকে আপন করিছে, বাসিতেছে যেন ভালো ।

চক্ষু তাহার নিষ্পাপ হাসি, যেন হাসিতেছেই সর্বদা,

তাহাতে চক্ষু রাখিলেই দেখি, চরম গোলক ধাঁধা ।

দেখিনাই কভু তাহার মুখেতে, দিতে আমি চন্দন,

সুন্দর, তবু সুন্দর, সেরা সুন্দর তাহার বদন ।

.

হাসিওনা আমি বলিতেছি যাহা, নয় যেন কিছু মিছে,

বিবরণে মোর বিশ্বাস কর, অনেক বাকি আছে ।

তাহাকে দেখিলে, দেখিতে যে পাই, বিশ্বের সব রুপ,

তাহাকে গড়িতে মাটি লাগিছে, কিছু লাগিছে ধুপ ।

এখন বুঝেছি, গুরু, কেন লিখেছেন সেই গানে,

নেই অপরাধ কেহ যদি চাহে, কাহারও বদন পানে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.