নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজরাইল ভাই

তোমার অতীত,তোমার বর্তমান শেস হবে ভবিষ্যৎতে ।।

আজরাইল ভাই

অনিরাপদ এলাকা

আজরাইল ভাই › বিস্তারিত পোস্টঃ

আমি মুসলিম

০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

আমি মানুষকে ভালবাসি, আমি মানুষ ঠিক সেই কারনে । ভালবাসা আছে তাই পৃথিবীটা টিকে আছে । মানুষকে ভালবাসার মতো ভাল কাজ আর হয় না ।



আমরা যখন কোন বিপদে পরি আমরা তখন মানুষের কাছেই ছুটে যাই ।।আবার কেও বিপদে পরলে মানুষ সবার আগে এগিয়ে আসে ।



কেও যদি বিপদে পরে তখন মানুষ রাই ছুটে আসে তখন তো ধর্ম দেখেন না.



সবারি ধর্ম আছে । আর সবারি নিজের ধর্ম পালন করার অধিকার আছে । আমরা তাতে কোন প্রকার বাধা দিতে পারি না ।



আমি মুসলিম নিজে কে ধন্য মনে করি , যে আমার ধর্ম আমাকে মানুষকে ভালবাসতে শিক্ষা দিয়েছে কারও ধর্মে আঘাত করার শিক্ষা আমার ধর্মে নাই । আমাদের নবী করিম (সাঃ) সব ধর্মের মানুষকে ভালবাসতেন আর ঠিক সেই কারনে তিনি মহান ।

আমাদের নবীজি তো সব ধর্মে মানুষকে ভাল বাসতেন,,তবে আমরা তাতে না কেন ।।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬

টুটুল২০০৮ বলেছেন: আমি মুসলিম হিসাবে নিজে কে ধন্য মনে করি ।
লেখাটার জন্য ধন্যবাদ। এদেশের মুসলিম বুদ্ধিজীবীরা আজ এই কথাটা বলার সাহস কিংবা মুসলিম হিসাবে নিজেদের পরিচয় দিতে চান না । তারা পরিচয় দেন তারা ধর্ম নিরেপক্ষ । মরার পর ফেরেশ্তারা তাদের ধর্ম নিরপেক্ষতা বের করে দেবে। চিন্তা করবেন না ।

০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

আজরাইল ভাই বলেছেন: ভাল বলেছেন.. এমনটা হবার কথা ছিল না কিন্তু সেটাই দেখতে হচ্ছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.