![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজাকার আমাদের দেশে থাকা মানে হচ্ছে আমাদের কলোঙ্ক এদের ফাঁসি হচ্ছে এক মাত্র শাস্তি শুধু ৫ রাজাকার নয় সব রাজাকার কে ফাঁসিতে ঝুলানো হক ।
কিন্তু যারা আমাদের এতো সুন্দর দেশ উপহার দিলো তাদের কি দিতে পারছি বা পারলাম সেটা কি একবার ভেবে দেখেছেন । পরার জন্য কাপুর পাচ্ছে না, খাবার পাচ্ছে না , অর্থের জন্য মাটি কাটা,রিক্সা চালানো থেকে আরও ছোট কাজ করে আসছে । সেটা কি আমাদের লজ্জা নয় ???
আপনারা ভাবতে পারেন সরকার তো তাদের ভাতা দিচ্ছে আরও অন্য সেবা দিচ্ছে তাই নয় কি ?????
কিন্তু আপনি হয়তো জানেন বা জানেন না মুক্তিযুদ্ধের সময় একেকটি সেক্টরে এক জন করে দায়ীত্ব পালন করেছে তারা যুদ্ধের সময় যারা শহিদ হয়েছেন এবং যারা গাজি হয়ে ফিরে মারা গেছেন তার দলের সদ্যসদের সরকারি খাতায় নাম লিখেছেন আবার অনেকে হয়তো পারেন নাই । যাদের নাম আসে নাই আপনিকি মনে করেন তারা সরকারি ভাতা পাবে । পাবে না তাই বলে কি তাদের আমরা সন্মান দিব না । তাই বলে কি একটু খাবারের আশাতে আমরা তাদের ভিক্কা করতে দিব ?
রাজাকারদের তো এই দুনিয়াতে হক আর মরার পর হক আল্লাহ তাদের শাস্তি দিবেন কিন্তু যাদের কষ্টের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি তারা যদি কষ্টে দিন যাপন করে তাহলে এর চাইতে বড় পাপ আর কিছু হতে পারে না এই দেশের জন্য ।।।।
তাই শাহবাগে রাজাকারদের ফাঁসির দাবির পাশাপাশি মুক্তিযুদ্ধাদের যাদের নাম আসে নাই তাদের যেন মৃত্যুর আগে একটু মুখে হাসি ফুটাতে পারি , সে কাজটি আমাদের কাধে তুলে নিতে হবে ।।( চলবে )
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯
আজরাইল ভাই বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২১
পিশানব বলেছেন: ...আমরাও চাই ...তবে....সেইসাথে...সকল দল...স্বচ্ছ....আন্তর্জাতিক মান ....দুর্নীতি......ছাত্রলীগ....ব্ল্যা..ব্ল্যা...=ছাগু, রাজাকার