![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শালা
কুত্তা
বিলাই
ইন্দুর
বান্দর
লেজ কাটা শিয়াল
খাটাশের বাচ্চা
শুয়ার
টিকটিকি
বান্দির বাচ্চা
রাস্তার পুলা
তোর শালা জন্মের ঠিক নাই
বাকি গুলো খুজে পাচ্ছি না পরে পেলে গালি গুলা আপনাদের সামনে তুলে ধরব ।
আমি সব সময় যে সব পোস্ট দেই আজ তার ভিন্ন করেছি , সব সময় যুক্তিক কথা গুলো আপনাদের সামনে তুলে ধরি কিন্তু দুঃখের বিষয় কেও তা দেখেও দেখে না কোন কোমেন্স আসে না---> আমার এক বন্ধু বলল যে গালি লিখে দাও দেখবে সবাই কত আগ্রহ নিয়ে দেখবে এখন তো দেখছি সত্য ভাল কথা কেও দেখে না খারাপ কথায় সবাই হাজির ।
এখন যদি বলি এক গরিব মা খাবার পাচ্ছে না আসেন আমরা সবাই সেই মায়ের সন্তান হয়ে তার মুখে খাবার তুলে দিতে চেষ্টা করি কেও আসবেন না যানি আর যদি বলি কাল হরতালে চলে আসেন ইট নিয়ে গাড়ি ভাঙ্গব বেসির ভাগ এসে পরবেন টাকার কথা শুনলেতো কথায় নাই ।
আসেন দেশ কে ভালবাসি, দেশের মানুষ কে ভালবাসি ,ভাল কথা গ্রহন করি অন্য সব বরজন করি ।
©somewhere in net ltd.