নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার মতো

নীল দলিল

নীল দলিল › বিস্তারিত পোস্টঃ

প্রেমপত্র

২২ শে মে, ২০১৫ ভোর ৫:১৪

(ভোর ৫ টা, ২১ শে মে)

‪#‎১_প্রেমপত্র‬

নাগরিকতমা,

গ্রীষ্মের ভোরে নতুন আমের মুকুলের শুভেচ্ছা । জানি তুমি ঘুমাচ্ছ । ঘুমন্ত তুমি অনেক সুন্দর , জাগিয়ে তোলে সৌন্দর্য নষ্ট করবো না, তাই কি-বোর্ড নিয়ে লিখতে বসা ।
এই সেই গ্রীষ্ম, যেখানে ,
সারাদিন রোদের ছড়াছড়ি , ঠিক যেমন আমাদের আমুদে কাজের ব্যাস্ততা ।শেষ বিকেলে আহ্লাদি রাগের মতো আকাশের মুখ কালো করে থাকা, যেমনটা তুমি করো , তারপর সকল দুঃখ বিসর্জন দিয়ে কাল বৈশাখীর হানা , সন্ধ্যার পর পর, "আমি তুমিহীনতায় ভুগছি" বলে যেভাবে কেঁদে উঠো অনেকটা তার মতো । তারপর ......

তারপর আর কি ...! সারারাত ধরে ক্ষতিপূরণ করি তোমার ভালোবাসার । কত শত অভিযোগের অভিযোগ বাক্স, সমাধান বাক্স সব আমি । এতো অভিযোগের পরও যে পড়ে আছো আমাকে নিয়ে । যত নোংরা জলই হোক, ডুব দেয়ার জন্য হাসের দলের কাছে ওইটাই যে একমাত্র শান্তি । তুমি এখনে হাঁস আর আমি যে ভালোবাসার নোনা জল, তোমার শীতল চোখ জোড়া আমাকে সে কথাটিই জানান দিয়ে যায় ।

খুব বেশি চাওয়া পাওয়া নেই আমার। জীবনের হালখাতায় শুধু দেনার হিসেব লেখা, তোমার কাছে ও খুব বেশি চাওয়া নেই । প্রথম যেদিন আমাদের কথা হয়েছিলো , সেদিন তোমাকে পাখি বলে ডেকেছিলাম । পাখির মতোই উড়ো, কখনো তোমার পায়ে শিকল বেঁধে দিবনা । শুধু দিনের শেষে আবীর আকাশে আমার হৃদয়ে বানানো তোমার নীড়ে ফেরো, এই প্রতীক্ষা।

ভালোবাসি তোমার ঐ তুলতুলে হাত, মিষ্টি হাসি, ছেলেমানুষি আর পৃথিবীর এতো নির্মমতার ভীড়েও তোমার কোমল মনটাকে। সাথে থেকো । প্রতিশ্রুতি দিচ্ছি , জীবন ভরে মুকুল হয়ে থাকা স্বপ্নগুলোকে থোকা থোকা আমের মতো করে পাকিয়েই ছাড়বো ।। সেই সময়টূকু দিও শুধু ।।

ভালোবাসি খুব ।

ইতি,
তোমার "মাথা ব্যাথার ওষুধ"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.