নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার মতো

নীল দলিল

নীল দলিল › বিস্তারিত পোস্টঃ

তোমার না পাওয়া আমি

১৬ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৮

কাল প্লাবনের নোংরা জল হয়ে এসে দেখে গিয়েছিলাম তোর আঙ্গিনা পার হবার সময়, এলো চুল আর বাকা টিপ নিয়ে ঘরের দুয়ারে বসে কোথায় যেনো চোখ আটকে , কি যেনো ভাবছিলে ???

বৃষ্টী পড়ছিলো সেদিন অঝোরে, কি ভেবে যেনো জানালা খুলে আবছা জলে চোখ ভিজিয়েছিলে তুমি । চোখ , নাক ঠোট চুয়ে যে জল মাটি চুয়েছিলো , তার পুরোটাই কি বৃষ্টির ছিলো ??

সুখে আছিস তো খুব, ভবিষ্যতের দুশ্চিন্তা নেই , যা আছে কেবল অতীতের অত্যাচার । সেই দূর্ভাবনা ও কিছু আবেগ মিশ্রিত রক্ত যে এড্রেনালিন বইয়ে দিয়ে গলা ধরে আসে তোর , সেই অভ্যাস টা ফেলতে পারছিস না, তাই তো ??

ছুড়ে ফেলিস না । অনেক সুখের ভীড়ে, মাঝ বিকেলে চায়ের কাপ হাতে , মায়াবী শীতে , শখ করে যদি একটু কাদতে ইচ্ছে করে , তবে বালিশটা ভিজিয়ে দিস , আমার কাধ মনে করে জড়ীয়ে ধরে ।

আমিই আক্ষেপ তোমার, না পাওয়া তোমার , ব্যার্থ আরাধনা তোমার, শত সুখের মাঝে ১% কার্বন মনো অক্সাইড।
বড়জোর অস্বীকার করবে তুমি , তবুও ভুলতে পারবে কি ??

আমি কিছু না পেয়েই অসহায় আর তুমি সব পেয়েও অসহায় ।

হা হা হা হা হা হা ......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.