নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার মতো

নীল দলিল

নীল দলিল › বিস্তারিত পোস্টঃ

অনিবন্ধিত সিম দেশ ও জাতির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৬

আজকাল মোবাইল ফোন অপারেটরদের যেকোনো বিজ্ঞাপনের নিচে , একটা কথা লেখা হচ্ছে,
"অনিবন্ধিত সিম দেশ ও জাতির জন্য ক্ষতিকর" ।,
মন্ত্রী পরিষদের নতুন সদস্য তারানা হালিমের পীড়াপিড়িতে তারা এইরকম গা বাচানো , নিজেরা বুঝে না বুঝে লিখে দিচ্ছে ।

ঠিক একই রকম ভাবে সিগারেটের গায়ে ও লেখা থাকে , একই রকম কিছু সতর্কবাণী, যেগুলো আসলে মানুষ থোড়াই কেয়ার করে ।
দেখুন , সিগারেটের গায়ে কিন্তু এই রকম লেখা থাকার পরও মানুষ দেদারছে স্মোক করছে , আমার মনে হয় না , শুধু এই লেখা দেখে কেউ সিগারেট খাওয়া অফ করে দিছে অথবা দিবে ।

আমি যতটুকু জানি , মোবাইল ফোন কোম্পানীগুলো বিজ্ঞাপন নিয়ে রীতিমত গবেষণা করে এবং প্রতিটা বিজ্ঞাপনে প্রতি সেন্টিমিটার জায়গার জন্য পত্রিকা কে পে করতে হয় , প্রতি সেকেন্ডের জন্য ইলেক্ট্রনিক মিডীয়াকে পে করতে হয় ।

বাঙ্গালীর সমস্যা হলো কি জানেন??
বাঙ্গালী এবং পরিবেশ সূত্রে আমারও সমস্যা হচ্ছে, আমাদেরকে যে বড় বাশ দেয়, আমরা তাকেই ভালোবাসি বেশি । তাই বাশ দেয়া অপারেটরদের উপকার করার জন্য বলতেসি ,

ভাই এইসব লেইম বিজ্ঞাপনী সাহিত্যিক ভাষ বাদ দিয়ে, যাদের সিম নিবন্ধিত নয় , তাদেরকে ফোন দেন, দিয়ে কাস্টমার কেয়ারের সুকন্ঠী আপুদেরকে বলতে বলেন,
স্যার , আপনার সিম টি যদি এক ঘন্টার মধ্যে নিবন্ধন না করান, তাহলে আপনার আউটগোয়িং কল অফ হয়ে যাবে, এতটুকু বলে ফোন রেখে দিন.........

আমি বললাম, কাজ হবে।
এই জাতি ,
"শক্তের ভক্ত , নরমের জম ।"

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১২

সুমন সোহান বলেছেন: খুবই ভালো লাগলো। ধন্যবাদ।

২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৪

নীল দলিল বলেছেন: স্বাগতম । ভালো থাকবেন ।

২| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৬

রক্তিম দিগন্ত বলেছেন: শেষ দিকটায় এসে না হেসে পারলাম না… :D :D

কথাটা অবশ্য ঠিক বলেছেন। এটাই করা উচিত।

২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৫

নীল দলিল বলেছেন: হুম, বড় বড় মানুষের মাথায় এইসব ছোট ছোট জিনিস আসে না ।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩৩

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: কোম্পানিগুলো ব্যবসা করতে চায় দেশের উন্নতি নয়। "অনিবন্ধিত সিম দেশ ও জাতির জন্য ক্ষতিকর" একথাটি সম্ভবত টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের চাপেই লিখেছে। কোম্পানিগুলো এমন কোন কাজ করবে না যাতে তাদের কাস্টমার কমে যায়। বোঝেনই তো...

২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৭

নীল দলিল বলেছেন: তারানা হালিম, নিশ্চয় তাদের বিজ্ঞাপনের ভাষা কি হবে সেইটা বলে দেয় নাই , এইটা প্রতিটা সিম কোম্পানির থিংক ট্যাংক এর বুদ্ধি। আগে একজন শুরু করেছে , বাকিরা দেখে দেখে লেখা শুরু করেছে , ভিন্ন ভাষায় ।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তবে সিম বন্ধ করা শুরু হলে ঠিকই পাবলিক লাইনে আসবে। দেখা যাক এপ্রিল পর্যন্ত।

২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৮

নীল দলিল বলেছেন: এইরকম পরিকল্পনা এর আগে আরও অনেকবার নেয়া হয়েছিল , কিন্তু প্রতিবারই সময় ক্ষেপন হয়েছে এবং সিম কোম্পনি গুলো আপনার আইডী নামের মতো করে , তালগাছ টা নিজের করে রেখেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.