![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হানিফ: ফেসবুক বন্ধ হয় নি, এগুলা সব মিডিয়ার সৃষ্টি
মখা আলমগীর : জামাত বিএনপির লোকজন বিদ্যুতের খুটি ধরে ধাক্কাধাক্কি করায়, ফেসবুক সংযোগ করা যাচ্ছে না
তারানা হালিম: ন্যাশনাল আইডি ও ফিঙ্গার প্রিন্ট ছাড়া ফেসবুকে আইডি খোলা বন্ধ করতে শক্ত হাতে পদক্ষেপ নেয়া হবে।
ওবায়দুল কাদের: আগামী জুনের মধ্যেই পদ্মা সেতুর মধ্যে দিয়ে ফেসবুক চালাতে পারবেন।
সাহারা খাতুন : ফেসবুক, হ্যা, কি হয়েছে? বই খাতা না সব নীলক্ষেতের ইসলামিয়া মার্কেটে সরাইলাম, আবার কি..
মির্জা পখরুল : বাংলার মাটিতে বিনা বিচারে অসংসদীয়, অগণতান্ত্রিক ,ফ্যাসিবাদী ফেসবুক বন্ধকারীদের বিচার করা হবে।
আই এস: আমরা সফলভাবে ফেসবুক বন্ধ করতে পেরেছি....আল্লাহ হু আকবার।
২| ২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
নীল দলিল বলেছেন: হুম এইটা সত্য হোক, এই প্রত্যাশা
৩| ২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
মোঃ-আনারুল ইসলাম বলেছেন: হা হা :-v :-v
৪| ২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
আরণ্যক রাখাল বলেছেন: খুব মজা পাইছি| বিশেষ করে আইএসের মন্তব্যে!
৫| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০১
শতদ্রু একটি নদী... বলেছেন: তারানা, কাদের আর আইএস পার্ট জোস হইতে। আইএসের বদলে জামাত লিখলেও হইতো।
৬| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪০
rajia বলেছেন: শেষ পর্যন্ত এই ছিলো কপালে! :-(
শেষের টা খুব ভালো হয়েছে!
৭| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৪
খোচা বাবা বলেছেন: :-D
৮| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৮
রক্তিম দিগন্ত বলেছেন: হাহাহা! মজা পাইছি। ওবায়দুল কাদেরেরটা জোস। আশা করি, আমরাও আগামী জুনেই পদ্মা সেতুর উপর দিয়ে ফেসবুকে যাতায়াত করব।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২১
রূপক বিধৌত সাধু বলেছেন: "তারানা হালিম: ন্যাশনাল আইডি ও ফিঙ্গার প্রিন্ট ছাড়া ফেসবুকে আইডি খোলা বন্ধ করতে শক্ত হাতে পদক্ষেপ নেয়া হবে।" ফেক অাইডি নির্মূলে এই কাজটা করা উচিত ।