নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই এম নাথিং, আই নো নাথিং, আই ডু নাথিং আই হ্যাভ নাথিং

সিস্টেম

কোন সিষ্টেম সাম্যাবস্থায় থাকা কালে যদি এর কোন নিয়ামক পরিবর্তন করা যায় তবে সিষ্টেমের অবস্থান এমন ভাবে পরিবির্তিত হবে যেন সেই নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়

সিস্টেম › বিস্তারিত পোস্টঃ

কোন কথা ছাড়া কিভাবে মেয়েদের কথা বলার জন্য আকর্ষণ করানো যেতে পারে ;)

০৩ রা নভেম্বর, ২০১০ ভোর ৬:১৭

আমার জানা মতে এখন পর্যন্ত আমাদের দেশে মেয়েরা ছেলেদের সাথে আগ বাড়িয়ে কথা বলতে আসে না। তাই বলে এটা ভাবা উচিত হবে না যে তাদের কথা বলতে ইচ্ছা করে না। ;) তারা যে আগ বাড়িয়ে কথা শুরু করতে পারে না এই তাদের নিকট অধিক পীড়াদায়ক একটা ছেলে থেকে। মেয়েরা মনে করে আপনি যদি পুরুষ হন এবং সৎসাহস থাকে কথা বলার তাহলে আমার সাথে কথা বলুন।

তাহলে মেয়েরা কি সিগন্যাল দিয়ে থাকে যদি সে কথা বলতে চায়। এটা অনেক পুরুষই হয়ত জানেন না কি সেই সংকেত :(

এটাই সেই গোপন ব্যাপার! কি সেই সংকেত! যে মেয়েটি আপনার সাথে কথা বলতে আগ্রহী এবং কোন সময় সেটা। যদি আপনি একটা সংকেত পেয়ে যান তাহলে আপনি শুরু করতে পারেন সেই সময়।

আসুন দেখি কি সেই সংকেত কখন সেই মুহুর্ত।



মনে রাখবেন পুরুষের শরীরের একটা অংগই অধিকাংশ মেয়েদের মন লিকুইড (melt )করে। কি সেটা? আপনি যা ভাবছেন সেটা নয়। এটা আপনার চোখ। অতএব আপনাকে প্রথম পদক্ষেপ হিসাবে খুব ভাল মানের শক্তিশালী একটা আই কন্টাক্ট করতে হবে। এটা কোন ব্যাপারই না আপনি দেখতে ভাল কি খারাপ। যদি আপনার ভাল, শক্ত সুদৃড় একটি দৃষ্টি,

একটি আই কন্টাক্টই মেয়েটিকে নাড়া দিতে সক্ষম হবেন।

অধিকাংশ পুরুষই এই যায়গায় ভুল করেন। আপনি তাকান হয়ত তার পায়ের দিকে অথবা বুকের দিকে অথবা দৃষ্টি ফিরিয়ে নেন। আর আকর্ষনের রাস্তায় মাটি চাপা দিয়ে দেন। একথা সত্য সবাই আই কন্টাক্ট করতে পারে না। তবে প্র্যকটিসে সাফল্ল্য অনিবার্য। ;) যদি মেয়েটি আপনার থেকে কিছুটা দুরেও থাকে সমস্যা হবে না। দরকার শুধু একটি ফুল আই কন্টাক্ট (যেটাকে বাংলায় আমরা চোখাচোখি বলি)। অবশ্যই তাকে একটা হাসি ও উপহার দিবেন। হাসিটা ঠাট্টা মুলক না বা তাচ্ছিল্য ভাব থাকা চলবে না। একটা নির্মল হাসি যেটাকে বলে। লক্ষ রাখেন আপনার আই কন্টাক্টে রাগী বা ভয়ভিতি মুলক যেন না হয়।

ব্যাস ! অনিবার্য এখনই কেমিষ্টি শুরু হয়ে গেছে মেয়েটির মনে। এমনিতেই মেয়েদের এন্টিনা অনেক সার্প। মেয়েটির মনে চিন্তা শুরু হয়ে গেছে তাকে একজন অবসার্ভ করছে। একথা মনে হবার পর একটা মেয়ের পক্ষে নরমালি রিএ্যাক্ট না করে কোন উপায় নেই।



আরেকটা ব্যাপার মনে রাখবেন অধিক সুন্দরী মেয়েরা অনেক কম ডেট করে বা ছেলেদের সাথে কম কথা বলে। কারন অল্প কিছু মানুষ এত সুন্দরিদের সাথে আই কন্টাক্ট করতে পারে । কিংবা পারেই না।



এখন আসল কথা, আপনি এখন কিভাবে বুঝবেন মেয়েটি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক। আই কন্টাক্ট হবার পর আপনি সাথে সাথে খবর পেয়ে যাবেন যদি মেয়েটির ইচ্ছা থাকে কথা বলার। মেয়েটি সোজা উল্টা দিকে ঘুরবে এবং একটু সরে যাবে, সে একটা হাসি দিতে পারে। এবং ঘুরে তাকাবে। এখানে একটা ব্যাপার, মেয়েটি যদি আপনার দৃষ্টি কোমল ভাবে না নেয় অথবা রাগী দৃষ্টি হিসাবে নেয় এটি হবে না। আপনি তার মুখে বিব্রতভাব পাবেন। মানে সে কথা বলতে ইচ্ছুক নয়।



আরেকটা সংকেত আপনাকে খেয়াল করতে হবে, সেটা হলো সে যদি তার চুল অথবা কানের দুল অথবা অন্য কোন জুয়েলারি নিয়ে নাড়াচাড়া করে, অথবা কাপড় ঠিক করে, এপ্রোচটা এমন হবে যে সে যে স্লিম এটা প্রমান করতে চাইবে। এটা পজিটিভ সাইন আপনার জন্য। সে আপনার এপ্রোচে ইনটারেষ্ট পাচ্ছে এবং যতটা সম্ভব নিজেকে সুন্দর করার চেস্টা করছে।

তাহলে মেয়েটি বলছে যে আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক।

এবং আপনার উচিত কথা বলার শেষ পার্টটুকু কমপ্লিট করা। কোন একটা টপিক দিয়ে কথা শুরু করা। ;)



মন্তব্য ৭৮ টি রেটিং +৪৪/-৭

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১০ ভোর ৬:৪৩

লীলাবতী বলেছেন: আই কন্টাক্ট আসলেই কার্যকরী।

ভাই আপনাকে এ ব্যাপারে অনেক অভিজ্ঞ মনে হচ্ছে....।

০৩ রা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৯

সিস্টেম বলেছেন: অভিজ্ঞ নই, আসলে এটা কেমনে যেন হয়ে যায়। তবে কথা বলতে যাই নাই কখনো।

২| ০৩ রা নভেম্বর, ২০১০ ভোর ৬:৪৯

সমসাময়িক ভাবনা বলেছেন: ভালই বলেছেন ...একজন প্রমান ও দিয়ে দিছেন .. :D :D
@ লীলাবতী : আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে এই লেখাটিকে আরো সমৃদ্ধ করেন ...।

০৩ রা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫১

সিস্টেম বলেছেন: ভালই হয়

৩| ০৩ রা নভেম্বর, ২০১০ ভোর ৬:৫৫

িমবন বলেছেন: আজকাই টেরাই মারুম দেখা যাক কি ঘটে?
রাত্রে ফলাফল দিমু।
দোয়া কইরেন ভাই।

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ৮:৫৮

সিস্টেম বলেছেন: আপডেট কি জানাবেন

৪| ০৩ রা নভেম্বর, ২০১০ সকাল ৭:০২

রেড ওয়াইন বলেছেন: কথা সত্য!

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ৮:৫৮

সিস্টেম বলেছেন: হুমম। কথা সত্য!

৫| ০৩ রা নভেম্বর, ২০১০ সকাল ৭:০২

আগডুম বাগডুম বলেছেন: কিন্তু মেয়েদের চোখের দিকে তাকাতে গেলে একেবারে কলজে পর্যন্ত পুড়ে যায় যে! :(

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ৮:৫৮

সিস্টেম বলেছেন: :(

৬| ০৩ রা নভেম্বর, ২০১০ সকাল ৭:০৪

সাঈফ শেরিফ বলেছেন: ভাল ভদ্রভাবে নিজের পছন্দের বিষয়টি জানানোটা আশা করি সুশীল সমাজ ও নারীবাদী মহলে "ইভ টিজিং" এর সংজ্ঞাভুক্ত নয়। সমস্যা হল বাঙালি ছেলেরা অস্থির প্রকৃতির এবং মেয়েরা ধীর, স্থির, রক্ষণাত্মক।

রাস্তা ঘাটে প্রথম দর্শনে ভাল লেগে যাওয়াটা একটা তাৎক্ষণিক জৈব রাসায়নিক প্রক্রিয়া, যেটাকে অগ্রাহ্য, অবজ্ঞা করতে শেখাটা ছেলেদের জন্য অত্যন্ত জরুরি। কথা বলতে গিয়ে শোনা গেল, মুখের ভাষা এমন,

"আপনি না কইলেন কাল বাড়ি যাইবেন"। জৈব রসায়নের ভূত ছুটে যাবে।

কিন্তু, কর্ম, শিক্ষা বিবিধ ক্ষেত্রে যেখানে স্বাভাবিক যোগাযোগের বেলায় বরং একটা মানুষের গতি বিধি, চাল চলন আরো ভাল ভাবে বুঝা যায়। এক্ষেত্রে

অথবা দৃষ্টি ফিরিয়ে নেন। হল সবচেয়ে কার্যকরী পন্থা। পুরুষ মাত্রই অহেতু আগ্রহ দেখাবে, কথা বলতে চাইবে, অপ্রয়োজনীয়ভাবে আই কন্টাক্ট করবে। কিন্তু এর ব্যতিক্রমে আপনি আপনার ব্যক্তিত্ব দিয়ে আর দশটা পুরুষের থেকে আলাদা এটা প্রমাণ করতে পারলেই, কেল্লা ফতে। কথা বলার সময় নিজে থেকে, নিজেই আগে বিদায় নিবেন। নূন্যতম ভাল লাগাগুলোকে শূণ্যতা দিয়ে উষ্কে দিবেন। আরো দুটো জিনিস। ১. সম্বোধনে ভুলেও তুমিতে না যাওয়া (জুনিয়র হলেও), ২. চ্যাটিং যতটা পারেন ইংরেজিতে চালিয়ে যান। ইংরেজিতে আবেগ প্রকাশের সুযোগ খুব কম থাকে। টানা দু'দিন ইংরেজিতে খুব ফরমাল কথা বলার পর, হঠাৎ একদিন সুন্দর করে বাংলা বলে ফেললে ভয়াবহ শর্ট সার্কিট হবার কথা। কোন ছেলে ১০ দিন তার আবেগ, পছন্দ আড়াল রেখে যোগাযোগ চালিয়ে যেতে পারলে, "তাত্ত্বিকভাবে" ওপাশে একটা বড় সড় প্রতিক্রিয়া হবার কথা। এখানে মেয়েরা তাদের সাথে কোন ছেলের ব্যবহার, ভাষা গুণ বুঝে ধারণা করে আর দশটা মেয়ের সাথে ছেলেটির যোগাযোগের স্বরূপ কেমন? খুব নির্মমভাবে ব্যক্তিত্বের কেপি টেস্ট নিতে চায় মেয়েরা।

যোগাযোগ এবং আগ্রহের ব্যাপারে এইসব রিভার্স থিউরি পরীক্ষিত নয়। তবে চাইলে যাচাই করে দেখতে পারেন।

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ৯:০১

সিস্টেম বলেছেন: অনেক ভাল লাগলো। ধন্যবাদ।

৭| ০৩ রা নভেম্বর, ২০১০ সকাল ৭:২০

অদ্ভুত বলেছেন: এইটা গতকাল সকালে দিলে কি হইতো :(

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ৯:০২

সিস্টেম বলেছেন: মিস হয়ে গেল নাকি কিছু? ;)

৮| ০৩ রা নভেম্বর, ২০১০ সকাল ৭:৪২

উম্মু আবদুল্লাহ বলেছেন: "কোন কথা ছাড়া কিভাবে মেয়েদের কথা বলার জন্য আকর্ষণ করানো যেতে পারে?"

এটা এমন কোন জরুরী বিষয় নয় যে এজন্য গবেষনা করতে হবে। এই বিষয়কে উপেক্ষা করার বোধটুকু যেদিন আসবে সেদিন দেখবেন মেয়েদের সাথে সহজ হওয়াটা কঠিন কিছু নয়। আর আপনার পারাটাই মুখ্য।

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ৯:০৪

সিস্টেম বলেছেন: পুরুষরা মেয়েদের না বুঝে ডোমিনেট করার প্রাকটিস বহুদিন ধরে করে আসছে। এই জন্যই ইভটিজিং এর এত প্রাদুর্ভাব ।

৯| ০৩ রা নভেম্বর, ২০১০ সকাল ৭:৫৯

সত্যচারী বলেছেন: ভাই কঠিন জিনিস, আপনি অনুমতি দিলে মহাখালি রেল গেটে একদিন ক্যাম্বাসিং করতাম ছাই।
:P :P B-)) B-)) B-)) B-))

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ৯:০৫

সিস্টেম বলেছেন: ক্যাম্বাসিং এর দরকার নাই। শুধু জেনে রাখুন।

১০| ০৩ রা নভেম্বর, ২০১০ সকাল ৮:২৫

মুহাম্মাদ নুরুজ্জামান বলেছেন: ইসস.. আজ আমার ভার্সিটি তে ক্লাশ নাই। থাকলে আজই ট্রাই মারতাম...

অনেক ধইন্যা..

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ৯:০৮

সিস্টেম বলেছেন: হুমম সব সময় করে বেরালে লুইস খ্যাতি পাবার সম্ভাবনা নাকচ করা যায় না। যাকে ভাল লাগে তকে করুন শুধু।

১১| ০৩ রা নভেম্বর, ২০১০ সকাল ৯:১৪

রাসেল আমার নাম বলেছেন: িমবন বলেছেন: আজকাই টেরাই মারুম দেখা যাক কি ঘটে?
রাত্রে ফলাফল দিমু।
দোয়া কইরেন ভাই।

ভাই সাবধান, যেই দিনকাল পরসে, শেষমেশ আবার ইভটিজার হিসাবে পাবলিসিটি পাইয়েন না যেন। =p~ =p~

আর লেখক সাহেব কে ব্যাপক অভিজ্ঞ মনে লইল এই লাইন এ। পিএইচডি আসে নাকি? ;) ;) ;)

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ৯:০৯

সিস্টেম বলেছেন: হমম ভাইডি সাবধান। ব্যাপক অভিজ্ঞতা নাই তবে, কিছুটা জানি আর কি ;)

১২| ০৩ রা নভেম্বর, ২০১০ সকাল ৯:৩২

অাহেমদ হাসান বলেছেন: এই গুলো কইরা ধরা খাইয়া গেছি। পোলাপাইনরে কেন ধরা খাওয়ার বুদ্ধি দেন---

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ৯:১০

সিস্টেম বলেছেন: শুনে ভাল লাগলো ;)

১৩| ০৩ রা নভেম্বর, ২০১০ সকাল ৯:৪০

বিজ্ঞান বলেছেন: "অাহেমদ হাসান বলেছেন: এই গুলো কইরা ধরা খাইয়া গেছি। পোলাপাইনরে কেন ধরা খাওয়ার বুদ্ধি দেন "


ভাইডি , পুরাই কি গলায় ঝুইলা গেছে =p~ =p~ =p~ =p~

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ৯:১১

সিস্টেম বলেছেন: ভাইডি , পুরাই কি গলায় ঝুইলা গেছে =p~ =p~ =p~ =p~

১৪| ০৩ রা নভেম্বর, ২০১০ সকাল ১০:১২

বুবলা বলেছেন: আমি তো বিয়ে করে ফেলেছি - বিয়ের আগে টিপস টা পেলে আরো বেশি কাজে লাগত এখন টেস্ট করাটা একটু মুসকিল

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ৯:১২

সিস্টেম বলেছেন: হা ভাই এখন আর দরকার নাই, ভাবী শুনলে খবর আছে কিন্তু

১৫| ০৩ রা নভেম্বর, ২০১০ সকাল ১১:২৮

শোভন এক্স বলেছেন: ভালো আই কন্টাক্ট হলেই যে মেয়েদের ভালো লাগে আমার তা মনে হয়না। ধরুন আমি কোন মেয়ের চোখের দিকে তাকালাম, অথচ মেয়েটার আমাকে দেখেই পিত্তি জ্বলে গেলো। তখন এই আই কন্টাক্ট কি তার কাছে চরম বিরক্তিকর লাগবেনা? এটা আসলে ডিপেন্ড করে আপনাকে দেখে মেয়েটার কেমন লাগবে তার উপর। আর এটা শুধু মেয়েদের জন্য না, ছেলেদের ক্ষেত্রেও একি ব্যাপার। মেয়েদেরকে যে মাঝে মাঝে কি পরিমান অসহ্য লাগতে পারে সেই অভিজ্ঞতা আমাদের কম-বেশী সবারই আছে।

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ৯:১৬

সিস্টেম বলেছেন: এটা আশেপাশের আবহাওয়া পরিবেশ, এবং মেয়েটির তখনকার মানসিক অবস্থার উপরও ডিপেন্ড করে। আর আপনাকে দেখেই যদি কোন মেয়ের পিত্তি জ্বলে যায় তাহলে অন্য কোন সমস্যা আসে। সেটার দিকে নজর দিন।

১৬| ০৩ রা নভেম্বর, ২০১০ দুপুর ১:৪২

রাজিব খান০০৭ বলেছেন: আপনি কয়টারে পটায়ছেন?

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ৯:১৮

সিস্টেম বলেছেন: এটা জানা কি খুবই জরুরী? ;)

১৭| ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১০:৫৭

শূণ্য উপত্যকা বলেছেন: বড় কথা স্মার্ট থাকতে হবে। চোখের দিকে থাকিয়ে বেকুবের মত হাসলে চলবে না।তবে আমার অভিজ্ঞতায় আমি যা দেখি তা হল মেয়েদের সাথে প্রথম থেকেই ভনিতা ছাড়া সহজ ভাবে আলাপ শুরু করলে তারা ভাল সাড়া দেয়। আর মেয়েদের সিক্সথ সেন্স ভাল। তারা আপনার চোখের দিকে থাকিয়েই বুঝতে পারে আপনার উদ্দেশ্য সৎ না অসৎ।

০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১২:০৮

সিস্টেম বলেছেন: জী, এর জন্যই তো চোখাচোখি ;)

১৮| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১২:২২

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: গাধার মত কথাবার্তা শুনলেই মেজাজ খারাপ লাগে।


মাইনাচ

০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ১১:৫৫

সিস্টেম বলেছেন: হুমম! তাই না! আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি। আপনি কি অনেক সুন্দরী নাকি?

১৯| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১২:৩৭

মাহবু১৫৪ বলেছেন: +++++

০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ১১:৫৫

সিস্টেম বলেছেন: ++++++

২০| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১২:৪১

এক্স বলেছেন: লুইচ্চাদের দৃষ্টি থেকে বাঁচার জন্যও তারা কাপড় ঠিক করে. শুধু আই কনট্যাক্টে কি হবে দাদা, আমার তো মনে হচ্ছে ফিজিক্যাল কনট্যাক্টও দরকার...

০৪ ঠা নভেম্বর, ২০১০ দুপুর ১২:০০

সিস্টেম বলেছেন: দরকার তবে ফার্স্ট মিটে না। ব্যাপার টা ফিজিক্যাল কনট্যাক্ট না বলে
জাস্ট শর্ট টাচ বলেন। বাট এটা অনেক পরের দিকের ব্যাপার ;)

২১| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১২:৪৯

সীমানা পেরিয়ে বলেছেন: আহা বেশ বেশ বেশ.......:)

০৪ ঠা নভেম্বর, ২০১০ দুপুর ১২:০০

সিস্টেম বলেছেন: :)

২২| ০৪ ঠা নভেম্বর, ২০১০ ভোর ৬:১২

ফারহান আহমেদ বলেছেন: সীমানা পেরিয়ে বলেছেন: আহা বেশ বেশ বেশ.......

০৪ ঠা নভেম্বর, ২০১০ দুপুর ১২:০৩

সিস্টেম বলেছেন: হুমম

২৩| ০৪ ঠা নভেম্বর, ২০১০ দুপুর ১২:২২

ফুলপাতা বলেছেন: Human behavior does not follow any such straight-forward rule!! does not matter whether there is boy or girl!! the most complex phenomenon in this world is human behavior!! physics chemistry maths onek kothin bishoy shohoj hoye jay ai karone je they have some rules.......

সমঝে?

০৪ ঠা নভেম্বর, ২০১০ বিকাল ৩:১৮

সিস্টেম বলেছেন: its not a rule just a technique। Human behavior similar like a child। and we follow some technique to lough a child. think such a way

২৪| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১:১০

ওদা ভাই বলেছেন: গরম সময়ে চরম পোষ্ট...

পিলাস ++

০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১:১৫

সিস্টেম বলেছেন: 8-| 8-|

২৫| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১:২১

সব যদি আজ বদলে যেত বলেছেন: বস এতদিন কই আছিলেন?

কিন্তু চোখের দিকে তাকাইতে ভয় করে যে!
ঐ যে কবিতায় আছে না, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাস।

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৩:১১

সিস্টেম বলেছেন:
কবি গুরু বলেছেন:::

মুক্ত কর ভয়,
আপনার মাঝে শক্তি ধর।
নিজেরে কর জয়।

২৬| ০৫ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:৪৬

রাজসোহান বলেছেন: ধরা খাওয়ায়ন্না পোস্ট X(

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৩:১০

সিস্টেম বলেছেন: তাই নাকি! হে হে

২৭| ০৬ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:০৯

মৈত্রী বলেছেন: আমাগো গোপন ট্রিক্সগুলা এভাবে জনসম্মুখে প্রকাশ করার মানে কি?? :) :D ;) =p~

প্লাস!!

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৩:১২

সিস্টেম বলেছেন: ধন্যবাদ।

আর করবো না। ;)

২৮| ০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১২:০৬

রুদ্রপ্রতাপ বলেছেন: আইচ্চা, টেরাই কৈরা দেহি :)

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৩:১০

সিস্টেম বলেছেন: আমি কইয়া দিমু কইলাম। B-)

২৯| ০৮ ই নভেম্বর, ২০১০ রাত ২:৪২

মুভি পাগল বলেছেন: পুরাই ষঈত্য

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৩:১২

সিস্টেম বলেছেন: :)

৩০| ১৬ ই নভেম্বর, ২০১০ রাত ১১:১৮

শূণ্য উপত্যকা বলেছেন: ঈদ মোবারক। শুভেচ্ছা।

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৩:০৯

সিস্টেম বলেছেন: ঈদ মোবারক।

৩১| ১৯ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:২৩

মিতুল চৌধুরী বলেছেন: এই টনিক আমরা শিখতে পারিনা। আপনি এই পর্যন্ত কয়টা মেয়েকে পটাইছেন ভাই?

২১ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৩

সিস্টেম বলেছেন: আমারটা দিয়া আপনের কিতা হবে :||

৩২| ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৪৫

জারনো বলেছেন: অনেক গবেষণা করেছেন মেয়েদের মনভূবন নিয়ে। কতজন মেয়ের দিকে আপনি সফল আই কন্টাক্ট করতে পেরেছেন এ যাবৎ? গত বছরে আপনার সাফলতা এবং বিফলতা কত শতাংশ। আপনার তথ্য উপাত্ত পেলে মাঠে নেমে পড়বো ইনসা আল্লাহ

২১ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৭

সিস্টেম বলেছেন: গত বছরের সফলতা ভাল ;)

৩৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:১৫

হাসান যোবায়ের বলেছেন: মনে রাখবেন পুরুষের শরীরের একটা অংগই অধিকাংশ মেয়েদের মন লিকুইড (melt )করে। কি সেটা? আপনি যা ভাবছেন সেটা নয়। =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০১ লা মার্চ, ২০১১ রাত ২:০০

সিস্টেম বলেছেন: :| :| :-P :P

৩৪| ২৩ শে মার্চ, ২০১১ দুপুর ১২:৩৫

মগজ ধোলাই বলেছেন: thik thik thik

২৯ শে মার্চ, ২০১১ রাত ৩:৪৪

সিস্টেম বলেছেন: :)

৩৫| ০৩ রা মে, ২০১১ রাত ১:৪২

মানুষ হীন কেউ বলেছেন: হা হা হা হা .........ভালো বলছেন।নারী ঘটিত বিষয়ে আপনার উত্তর উত্তর সাফল্য কামনা করি। ;)

৩৬| ১০ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫৪

শরিফুল ইসলাম সীমান বলেছেন: ইস সিরে... কিছুদিন আগে দেখলে তো এতোদিন ২০/৩০খান লাভ ষ্টোরির জন্ম হয়া যাইতো মনে করেন... :P :P :P :P

৩৭| ১০ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫৯

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: হা হা হা। সেই বয়স কি আর আছে :|

৩৮| ১০ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০৯

কবি রাজ বলেছেন: অসাধারণ !

আই কন্টাক্ট খুব ভাইটাল।যে ছেলে এটাই যত দক্ষ,সে তত ইজিলি মেয়ে পটাতে পারে।

৩৯| ২১ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:৩৬

মোহাইমিনুল ইসলাম বাঁধন বলেছেন: অহনই ইট্টূ ট্রাই মাইরা দেখতাসি। ++++

৪০| ২৫ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:৫৫

Observer বলেছেন: ;) ;)

৪১| ২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:১১

জামিল আহমেদ জামি বলেছেন: বিজ্ঞান বলেছেন: "অাহেমদ হাসান বলেছেন: এই গুলো কইরা ধরা খাইয়া গেছি। পোলাপাইনরে কেন ধরা খাওয়ার বুদ্ধি দেন"
:) :) =p~ =p~ =p~


কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: "গাধার মত কথাবার্তা শুনলেই মেজাজ খারাপ লাগে।"
:P :P :P :P :P

৪২| ০৯ ই আগস্ট, ২০১২ রাত ৮:১৯

আদরসারািদন বলেছেন: ভাই, চ্রম হইচে। পেলাচ দেওনের ক্ষ্যামতা থাকলে দিতাম

৪৩| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চ্রম!!!!

৪৪| ২৭ শে মে, ২০১৭ রাত ৮:২২

সেলিব্রেটি বলেছেন: ভাই অসাধারণ মারাত্নক একটি সিস্টেম পোস্টটি পড়ে ভালোলাগলো আশা করি আরো কিচ্ছু পাবো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.