![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন সিষ্টেম সাম্যাবস্থায় থাকা কালে যদি এর কোন নিয়ামক পরিবর্তন করা যায় তবে সিষ্টেমের অবস্থান এমন ভাবে পরিবির্তিত হবে যেন সেই নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়
আপডেটঃ ৩০ ঘন্টা পার হইল।
প্রথম ধাক্কাটা খাচ্ছি এখন। দেখা যাক কি হয়
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৪
সিস্টেম বলেছেন: মতিঝিল শাহাবাগে যুদ্ধ হয় নাকি! তার থেকে আরো কঠিন যুন্ধ ভাইরে। নেপোলিয়ন ১০০ বার চেষ্টা কইরা যুদ্ধে জিতছিল। আমি পারি নাই। হাল ও ছাড়ি নাই। সারে ৩ ঘন্টা হইল। দেখা যাক
২| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৮
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: কিসের যুদ্ধ ।
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯
সিস্টেম বলেছেন: বড় কঠিন যুদ্ধ রে ভাই। দোয়া রাখেন। যেন এইবার সফল হইতে পারি। শরীরের প্রতিটি রক্তবিন্দুর সাথে যুদ্ধ।
৩| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪২
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: সাব্বাস......বেটা আব্বাস......
চালায়ে যান......সহজ ব্যাপার.....আমি এই নিয়া ১০-১২ বার ছাড়ছি.....
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫০
সিস্টেম বলেছেন: আসেন ভাই সহযোদ্ধা হই।
৪| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭
তোমোদাচি বলেছেন: বিড়ি ছাড়বেন??
৩ ঘন্টাতেই যে অবস্থা ৩ দিন টিকবে কি না সন্দেহ!!
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫২
সিস্টেম বলেছেন: ভাই আমি চেইন স্মোকার। প্রতি ৪০ মিনিট পর পর আমার খাইতে হয়। আর ১৫ মিনিট পরে ৪ ঘন্টা হইব। কম কথা! মুখটা পান্সে লাগতেছে। সেইটা দূর করার উপায় কি?
৫| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৮
তিক্তভাষী বলেছেন: আমি তিনবছরের বেশী পার করেছি।
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৪
সিস্টেম বলেছেন: আমারে একটা কথা বলেন ভাই, ইচ্ছা টা ছুটবে কত দিন পরে?
৬| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৫
তিক্তভাষী বলেছেন: টেম্পটেশন অনেকদিন পর্যন্ত থাকে। আমি একবছর পরেও এটা অনুভব করেছি। বিশেষ করে নিজ ব্রান্ডের সিগারেটের গন্ধ হলে।
ইচ্ছাশক্তি অটুট রাখতে হবে।
মুখ পানসের জন্য চিউয়িং গাম নিন।
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩
সিস্টেম বলেছেন: সিভিট খাচ্ছি। এই পর্যন্ত চার টা খাইয়া ফেলছি
৭| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৫
আমি ইহতিব বলেছেন: অভিনন্দন ও শুভ কামনা। যুদ্ধে জয়ী হন এই কামনা করি।
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৫
সিস্টেম বলেছেন: ধন্যবাদ ভাই। পারতেই হবে
৮| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২
নানাভাই বলেছেন: সাব্বাশ রয়াল বেংগল বাঘের বাচ্চা!
চালাইয়া যাও....।
আমি আছি পিছনে, তুমি পারলে, আমি ও পারমু!!!
২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৪
সিস্টেম বলেছেন: আসেন ভাই সহযোদ্ধা হই
৯| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৮
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: নিকোবেট বলে একটা প্যাচ বা চুইংগুাম পাওয়া যায়,খুজে দেখেন পান কিনা।
২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৪
সিস্টেম বলেছেন: এইটা খাইলে কি হয়
১০| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৪
অশান্ত পৃথিবী বলেছেন: আমি ও যুদ্ধে নামা চেষ্টা চালাচ্ছি । আজ কাল করতে করতে শুরু করতে পারিনি ।
আমার প্রধান সমস্যা হচ্ছে বন্ধুরা ।
আপনার জন্য শুভ কামনা।
২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৫
সিস্টেম বলেছেন: কাল সন্ধায় আড্ডাই দিতে যাই নাই।
১১| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৫
নস্টালজিক বলেছেন: পারবেন ইনশাল্লাহ! ইচ্ছাশক্তিটাই আসল!
আমি প্রচুর সিগারেট খেতাম! ঘুমাতে যাওয়ার আগে, ঘুম থেকে উঠে!
৪ মাস হয়ে গেছে! একটাও খাইনাই! আমি পারলে আপনিও পারবেন!
প্রতিজ্ঞায় অবিচল থাকেন!
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩০
সিস্টেম বলেছেন: ধন্যবাদ সহযোদ্ধা।
১২| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯
লেখোয়াড় বলেছেন:
পারবেন না, আমি চ্যালেঞ্জ জানিয়ে গেলাম।
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩২
সিস্টেম বলেছেন: পারতে যে হবেই। শুধু পেরেই খ্যান্ত দিবো না, অন্যকে উদ্ভুদ্ব করব না খাওয়ার জন্য। যান কথা দিলাম
১৩| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৮
নষ্ট শয়তান বলেছেন: ভাই এক কাম কইরেন না। জাষ্ট এক কান বিড়ি খান, ভাই না। বিড়ি ছাড়বেন ক্যা। অ ভাই, ছাইড়েন না
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪
সিস্টেম বলেছেন: বিড়ি হল অনেকটা মীরজাফরের মত।একে ত্যাগ করতে হবে
১৪| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৬
ইনফা_অল বলেছেন: আপনাকে পারতেই হবে।
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৫
সিস্টেম বলেছেন: অবশ্যই। ধন্যাবাদ
১৫| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:১১
কালোপরী বলেছেন: good effort
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৫
সিস্টেম বলেছেন: থ্যাঙ্কু
১৬| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫১
শ্রাবণ জল বলেছেন: শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৫
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
কিসের আন্দোলন
মতিঝিল নাকি শাহাবাগ ?