![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিনের এক বিকেলে, তোমার চোখে জল দেখেছি। সেকথা আমি কত রাত একা একা ভেবেছি, আর জানিনা, কেন এত কষ্ট পেয়েছো তুমি........................
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাকে হয়তো কারোরই মনে নেই।
আমি অ- নে- ক অ- নে- ক দিন পরে ব্লগে এসেছি।
সামনেই পূজোর ছুটি ( স্কুল/ককেজ)।
তাই চিন্তা করেছি এই ছুটিতে ফ্যামিলি নিয়ে ( ছেলে,মেয়ে আর আমরা দুজন) ভারত ভ্রমনে যাবো।
গতকাল ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়েছি। আগামী ১৮ তারিখ হাতে পাবো ইনশাআল্লাহ।
আমি এর আগে কখনো ভারত যাইনি। তাই কোনো অভিজ্ঞতা নাই।
আমার সম্ভাব্য ঘোরার তালিকায় রয়েছে
১. কোলকাতা
২. দার্জিলিং
৩. আগ্রা
৪.দিল্লী
৫. রাজস্থান
৬. দিঘা
৭. কাশ্মীর
আমার বাজেট ১,৫০,০০০/- (দেড় লক্ষ)
ভিসা খরচ ছাড়া।
আপনারা যদি আপনাদের পরামর্শ জানান, তাহলে আমার ভ্রমন অনেক সহায়ক হবে।
আমি আশা করবো আপনাদের মুল্যবান পরামর্শ আমাকে দেবেন।
সবাই ভালো থাকবেন।
বি:দ্র: আমি রওয়ানা হবো বরিশাল থেকে।
২| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ৭:০১
ঢাকাবাসী বলেছেন: চারজনে দেড় লাখে হবেনা, আরো যোগ করেন, দার্জিলিংটা বাদ দিন। ট্রেনে ভ্রমন করুন, সব ট্রেনের টিকিট কোলকাতার ডালহৌসীতে অবস্হিত 'ফেয়ারলী প্যালেস' থেকে পাসপোর্ট দেখিয়ে অগ্রীম কাটুন। ভারতে ট্রেনের টিকিট পাওয়া কঠিন তবে বিদেশীদের জন্য রিজার্ভ থাকে যা আমাদের রেল মন্ত্রী জানেইনা! প্লেনে খরচ অনেক বেশী।
১২ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২৫
মোঃ সফিকুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ, বলেনকি, ২ বাচ্চা সহ ৪ জনে দেড় লাখে হবেনা, তাহলেতো মার্কেটিং এর টাকায় কম পরে যাবে।
টিকেটের পরামর্শের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৭
আখেনাটেন বলেছেন: দার্জিলিং ও কাশ্মির তালিকা থেকে বিনা বাক্যব্যয়ে কর্তন করতে পারেন। কারণ এই দুই জায়গায় এখন ভয়াবহ ক্যাচাল চলছে। জীবনের নিরাপত্তা আগে।
এর পরিবর্তে শিমলা-মানালি তালিকায় ফেলতে পারেন।
দীঘার চাইতে দেশে এসে কক্সবাজার মুফতে ঘুরে আসতে পারেন। বেশি ভালো লাগবে। পারলে পুরী যান। সাথে ভুবনেশ্বর। বেশ কিছু ঐতিহাসিক মন্দির দর্শন করতে পারবেন। তবে এগুলো দিল্লীর উল্টোদিকে হবে। আপনি যেহেতু ভারতের উত্তর দিকে যাচ্ছেন সেহেতু সবগুলো স্পট উত্তর দিকে হওয়ায় বেটার। এতে সময় ও খরচ কমে যাবে।
যেমন ধরুন কলকাতা-দিল্লী-আগ্রা-লখনৌ-দিল্লী-মানালি/শিমলা-রাজস্থান(জয়পুর-উদয়পুর-জয়সলমীর-বিকানর-আজমীর)-দিল্লী-কলকাতা-শান্তিনিকেতন-কলকাতা-বরিশাল।
ভালো থাকুন। ভ্রমণ সুন্দর হোক।