![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাধারণ একজন মানুষ ,তবে অসাধারণ কিছু করার বিশ্বাস আছে আমার ঃ
শূন্য থেকে শুরু করে এসেছি
তোমার জন্য অনেক গান লিখেছি
আজো সবই তোমার অজানা
সবই আমার না পাওয়া
তবে আজ এসে দেখো কতো ক্লান্ত আমি
একা পথ তবু এই চলেছি আমি
কতো দূরে তুমি বসে আছো কোন শহরে?
খুজেঁ ফিরি নেই তুমি আছে স্মৃতি মনে।
আছে স্মৃতি মনে
শুধু নেই তুমি।
কতোটা কাছে পেতে চাই তোমাকে
দূরে থেকেও তৃষ্ণা আছে মনে
তুমি সেই দিনের কথা ভুলে যেওনা
আমি আসবো বলেছি, হারাবো না।
কতোটা দূরে আমি
মনে হয় পৌঁছে গেছি
এইতো আছো পাশে
সপ্ন দেখি এই, সারারাত তোমাকে নিয়ে।
২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৮
শেখ হাসনাত জামান শুভ্র বলেছেন: ধন্যবাদ :-)
২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২১
বাংলার নেতা বলেছেন: অসাম
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৯
ইন্দ্রনীল উচ্ছ্বাস বলেছেন: শুভ্র ভাই ভালো লিখেছ :-)
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৫
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ সুন্দর।