![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাধারণ একজন মানুষ ,তবে অসাধারণ কিছু করার বিশ্বাস আছে আমার ঃ
আমার প্রতিভা ছিলো বহুমুখী, বিভিন্ন বিষয়ে ছিলাম আমি পারদর্শী ।জ্ঞান, শ্রেষ্ঠত্ব, সংগ্রামের বিভিন্ন অংশে করেছি আমি গমন। কিন্তু সমাজ আমার মূল্য দিতে জানে না, আমার প্রতিভা বিকাশের পথ করে দেয় না, আমার কর্মক্ষেত্র বিস্তর করার বিন্দুমাত্র প্রচেষ্টা কেউ করেনা।
আমি কাঁদি, অবহেলিত হয়ে আমার বৃহৎ কাজের ক্ষুদ্রতম প্রচেষ্টা নিয়ে দাড়িয়ে থাকি অনুমতি দাতাদের প্রাজ্ঞণে। লাভ হয়না, আমার মুখের উপর দরজা বন্ধ করে দেয়া হয়। বলা হয়, "এ দিয়ে সম্ভব নয়, আরো ভালো চাই "।
কিন্তু আমি জানি, আমার কাজের নূন্যতম মূল্যায়ন তারা করেনি।
এভাবেই প্রতিভা আমার অঙ্কুরেই বিনষ্ট হয়, সুযোগের অভাবে।
বড়লোকের ঘরে জন্মাই নি বলে সুযোগ পাই না । টাকার জোড়ে হেরে যাই, ক্ষমতার জোড়ে হেরে যাই। বিদেশেও মূল্যায়ন হয়না আমার, আমিও কেমন বোকা! দেশী কুকুরের ভাত নেই, আবার!
আমি জানি আমি মারা গেলেও কারো কোনো ক্ষতি নেই, কারন এমন অনেকেই আছে আমার মতো, তীলে তীলে মরছে। কেউ খোজ রাখে না।
(এমনি করে হতাশ আমাদের শতশত প্রতিভাবান ,ভবিষ্যতে যারা হতে পারে অনেক বড় ব্যক্তিত্ব, কিন্তু সুযোগ কোথায় ?
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৫
শেখ হাসনাত জামান শুভ্র বলেছেন: হয়তোবা কখোনোই না! :-)
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৭
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: প্রকৃত অভিজ্ঞরা আত্মবিশ্বাসী হয় ।কখনো হতাশ হয় না । তারা জানে একদিন তার অভিজ্ঞতার মূল্যায়ন হবেই । সঠিক পথে থাকলে সবুরে মেওয়া ফলবেই ।
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৯
শেখ হাসনাত জামান শুভ্র বলেছেন: ক্ষমা করবেনদ, আত্মবিশ্বাসী কিন্তু এখন বেচে নেই এমন হতভাগাদের সংখ্যাও কিন্তু কম নয় স্যার !!
৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪৭
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আমিও আপনার পরিস্থিতি পেরিয়ে এসেছি বলেই বলছি বেঁচে থাকলে একদিন আমার কথার প্রমান পাবেন ।
৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪৯
শেখ হাসনাত জামান শুভ্র বলেছেন: আমি অবশ্যই আপনার মন্তব্যের সম্মান করছি। এবং সকল আত্মবিশ্বাসীদের জয় কামনা করছি। ধন্যবাদ, স্যার।
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৩
ফান তুফান বলেছেন: হয়তো কখোনো হবে...