নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদ্ভুত মুগ্ধমানব

তার ছেড়া

Vagabond

তার ছেড়া › বিস্তারিত পোস্টঃ

আমার স্বপ্ন বিলাস

২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৯

আমি দাড়িয়ে দাড়িয়ে তাকে দেখছি । তার গাঢ় কাজল দেয়া চোখ দুটো একবারের জন্য হলেও আমার দিকে পরছেনা ।গল্পে মশগুল হয়ে আছে ।আমি ভিতর ভিতর অস্বস্তি বোধ করছি ।গত সাত দিন ধরে আমি একে ফলো করছি ।কিন্তু আমাকে পাত্তা দেয়ার কোন লক্ষনই নাই তার মাঝে ।শেষ পর্যন্ত আর থাকতে পারলাম না ।তার কাছে গিয়ে বললাম, "ক্স্কিউজ মি, আপনার নাম কি ****" সে বলল, "হ্যাঁ ।কি সাহায্য করতে পারি ?" আমি তাকে আমার মনের কথা খুলে বললাম ।তার উত্তরটা যদি "না" হয়, সেই ভয়ে আমার চোখ প্রায় ভিজে গেল ।সে বলল, "হুম, আমি লক্ষ্য করেছি, আপনি আমায় ফলো করছিলেন ।কিন্তু দেখুন, আমার.…" আমি তাকে কথা শেষ করতে দিলাম না ।কি জানি আবার কোন অলুক্ষনে কথা শুনতে হয় ।তাই আমি তার হাত ধরলাম ।তারপর বললাম, " জান, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি ।প্লিজ আমাকে ইগনোর কোর না ।" সে সুন্দর একটা হাসি দিয়ে বলল, "পাগল একটা !দাও, তোমার ফোন নাম্বারটা দাও ।" আমি খুশিতে ভূষি হয়ে আমার নাম্বারটা দিলাম ।কি এক রোমান্ঙ্চকর মুহূর্ত ।আমার হাত পা কাপছিল ।



এরপরে কয়েকদিনে অনেক কথাই হল ।অত শত আপনাদের শুনতে হবে না ।আমি এবার যা বলি তাই শুনেন ।একদিন আমি আর সে সিড়িতে বসে কথা বলছি ।আমি ওর ঘাড়ে মাথা দিয়ে আছি ।চারপাশে কেউ নেই ।আমি হঠাৎ আমার দু হাত দিয়ে তার মুখখানি ধরলাম ।তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম ।সে তার সুন্দর হরিণীর চোখ দুটো বন্ধ করে ফেলল ।এরপর













… ধুর বাল ! শেষ হইবি হ, এই সময়ই স্বপ্ন শেষ হওয়া লাগে ।





তবে সত্যি আমি সেই মেয়েকে ভালোবেশে ফেলেছি ।বার বার তার কথা মনে পড়ছে ।তাকে ছুঁতে ইচ্ছা করছে ।তাকে দেখতে ইচ্ছা করছে ।এটা কোন ধরণের সাইকোলজি, স্বপ্নের মানুষকে সত্যি ভালোবেসে ফেলা !আমি সত্যি তাকে ভালোবেসে ফেলেছি ।ওহ সিট, তার নামটাই তো শোনা হল না ..…!!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৫

প্রিন্স হেক্টর বলেছেন: শুভকামনা। লিখে যান। পাশে পাবেন। :)

২| ২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

তার ছেড়া বলেছেন: অনেক এবং অসংখ্য ধন্যবাদ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.