![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভি খুব দ্রুততার সাথে রাস্তা পাড় হল ।রাস্তার
ওপাশে দাড়িয়ে আছে রুনা ।অনেকদিন পর রুনার
সাথে অভির দেখা হল ।রুনা ভাবতে পারছে না এত
কিছুর পর ও অভি তাকে কেন ডাকলো ।
প্রায় মাস খানেক আগের কথা ।রুনাযেখানে যেত,
অভি ও তার পিছু পিছু যেত ।রুনা ক্লাশের
যে বেন্চে বসত অভি ঠিক তার পরের বেন্চটাতে বসত
রুনাকে দেখার জন্য ।একদিন রুনাকে সে প্রোপোজ
করে বসল ।তাদের মধ্যে কথোপকথনটা ছিল
এইরকম.…
-রুনা, এইদিকে আসো ।তোমার সাথে আমার কিছু
ইম্পরট্যান্ট কথা আছে ।
-কি বলবে তারাতারি বল ।
-আসোলে আমি তোমার প্রেমে পড়ে গেছি ।
-তো আমি কি করব ?আর
তুমি ভাবলে কিভাবে যে তোমার মত একটা থার্ড
ক্লাশ, লো কোয়ালিটির ছেলেকে আমিলাভ করব ?
-ভালোবাসা কি টাকা দিয়ে হয় ?
-তোমার কি যোগ্যতা আছে আমায় ভালোবাসার ।দূর
হও আমার চোখের সামনে থেকে ।
এরপর অভি মাথা নিচু করে চলে যায় ।এই
কয়েকমাসে রুনা আর অভিকে দেখেনি ।কিন্তু আজ
কেন সে আবার রুনাকে এই পার্কে ডাকলো ?
অভি রুনার কাছে এসে বলল, "কেমন আছো রুনা ?"
উত্তরে রুনা বলল,
"ভনিতা না করে কি বলবে তারাতারি বলে বিদায় হও
।" এরপর অভি যা বলল তা শুনে রুনার
শিড়দাড়া বেয়ে ভয়ের শীতল স্রোত নেমে গেল ।রুনার
কাছে ভালোবাসায় প্রত্যাখিত হয়ে অভি এক
মাফিয়া সিন্ডিকেটে যোগ দেয় ।কাল অভির
কাছে হুকুম এসেছে একটা মেয়েকে তাদের
হাতে তুলে দিতে হবে ।বিনিময়ে সে পাবে ৩৫০০০
টাকা ।আর সেই মেয়েটি হল রুনা ।এটাই অভি চাইছিল
।রুনাকে ওদের হাতে তুলে দিতে পারলেই অভির
মাফিয়া জীবন সার্থক ।সে তার অপমানের
প্রতিশোধ নিতে পারবে ।অভি আরো কিছু
বলতে যাচ্ছিল, কিন্তু এর আগেই চার জন
ছেলে রুনার পাশে এসে দাড়ায় ।তাদের প্রত্যেকের
হাত পকেটে ।বোঝা যাচ্ছে পকেটে ওদের পিস্তল ।
একজন এসে রুনার মুখে রুমাল চেপে ধরে ।রুনার
পৃথিবী ঝাপসা হয়ে আসছিল ।সে বুঝতে পারছিল
তাকে একটা কারে তোলা হচ্ছে ।সে চিৎকার করার
চেষ্টা করে ।কিন্তু গলা দিয়ে কোন আওয়াজ বের হয়
না ।শেষ বারের মত সে তার চোখ খোলার
চেষ্টা করে ।ঝাপসা চোখে সে দেখতে পায়
অভি আকাশের দিকে মুখ করে অট্টহাসি হাসছে ।তার
হাতে একটা কালো রংয়ের বস্তু চলে আসলো ।
বস্তুটি অভি তার নিজের মাথার ডান সাইডে ধরল ।
এরপর রুনার চোখ বন্ধ হয়ে এল ।হালকা অচেতন
মনে সে শুধু একটি "ঠাস" শব্দই শুনতে পেল ।এরপর
চারদিক নিরব আর অন্ধকার ।
২| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৯
তার ছেড়া বলেছেন: ধুর ভাই, আঙুর একটা ফল হইল নাকি ! ওইডা তো শেয়ালে খায় ! (বড় একখান হাসির ইমো হইবে)
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩১
প্রিন্স হেক্টর বলেছেন: প্রেমের গল্প-কবিতা ভাল্লাগেনারে ভাই, জানেনই তো আঙ্গুর ফল টক

লিখে যান ব্রো