![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজ্ঞানী আইনস্টাইন ব্যাক্তিগত জীবনে ছিলেন খুবই রাগী এবং রসিক ।তার জীবনে অনেক হাসির ঘটনা রয়েছে ।এর মাঝে উল্লেখযোগ্য কিছু নিছে তুলে ধরলাম।
¤ আইনস্টাইন ব্যাক্তিগত জীবনে কিছুটা অহংকারী ছিলেন ।তিনি কাউকে হিসাব করতেন না। কিন্তু তাঁর ঘরে মাত্র দুই জনের ছবি তাঙানো ছিল ।একজন হলেন স্যার ম্যাক্সওয়েল এবং স্যার আইজ্যাক নিউটন ।
¤ তিনি অনেক মেয়ে ঘেষা মানুষ ছিলেন ।তাঁর ৫০ বছর বয়সেই মোট আট জন গার্লফ্রেন্ড ছিল ।
¤ তার একটা শখ ছিল বেহালা বাজানো ।এই বেহালা বাজানো নিয়ে একটি মজার ঘটনাও রয়েছে ।একবার এক বিজ্ঞান সম্মেলনে তিনি সম্মেলন শুরুর পূর্বে বেহালা বাজালেন ।এক সাংবাদিক পরের দিন পত্রিকায় লিখল, " বেহালাবাদক আইনস্টাইন নাকি বিজ্ঞানীও !"
¤ তিনি তাঁর জীবদ্দশায় ইসরায়েলের প্রেসিডেন্ট হবার প্রস্তাব পান ।কিন্তু তিনি সরাসরি বলে দেন " আমি বিজ্ঞানের কিছুই বুঝি না, সেখানে একটা দেশের কি বুঝবো ? "
¤ একবার এক পার্টিতে তিনি একজন যুবতী মেয়েকে পটিয়ে ফেললেন ।কথোপকথোনের এক পর্যায়ে মেয়েটি তাকে জিজ্ঞাসা করে " আপনি কি করেন? " তিনি বলেন, " আমি পদার্থ বিজ্ঞানের ছাত্র " তখন মেয়েটি বলে, " হি হি হি ।আপনি এই বৃদ্ধ বয়সেও ছাত্র ! আমি তো গত বছরই পদার্থ বিজ্ঞা থেকে পাশ করলাম !"
¤ একবার তাকে থিওরী অব রিলেটিভিটি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন, " আপনি যদি একটা সুন্দরী মেয়ের পাশে এক ঘন্টা বসে থাকলে মনে হবে আপনি মাত্র দশ মিনিট বসে ছিলেন, আর যদি আগুনের পাশে দশ মিনিট বসে থাকেন তাহলে আপনার মনে হবে আপনি এক ঘন্টা হল বসে আছেন ।এটাই আপেক্ষিকতা ।"
¤ আইনস্টাইনের প্রথম থিসিস টি ছিল মাত্র ৮ লাইনের । (তখনকার যুগে এক একটা থিসিস হইত বই এর সমান। ) তার উপরের লেভেলের স্যার তাকে বলেন, " এত ছোটতে হবে না, আরো বড় কর ।" তখন তিনি সেই থিসিসে মাত্র আর একটি লাইন যোগ করেন ।পরবর্তীতে তাঁর সেই স্যার ,যার আন্ডারে আইনস্টাইন গবেষণা করছিলেন, তিনিঅই আইনস্টাইনের আন্ডারে পেটেন্ট জমা দিতেন ।
এই হল আমাদের মহাবিজ্ঞানী আইনস্টাইন ।
২| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৯
রিমন রনবীর বলেছেন: প্লাস। ধন্যবাদ দিয়ে লজ্জা দেন প্লিজ
৩| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৯
তার ছেড়া বলেছেন: ধন্যবাদ ভাই ।
৪| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫০
তার ছেড়া বলেছেন: ধন্যবাদ ভাই । :p
৫| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫১
তার ছেড়া বলেছেন: ধন্যবাদ ভাই । :p
৬| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: তাঁর ৫০ বছর বয়সেই মোট আট জন গার্লফ্রেন্ড ছিল ।
৭| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৩
তার ছেড়া বলেছেন:
৮| ০৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
ঘুড্ডির পাইলট বলেছেন: প্লাস দিলাম খুব ভালো লেগেছে
৯| ০৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
তার ছেড়া বলেছেন: ধন্যবাদ ভাই
১০| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৯
ভূতাত্মা বলেছেন: তার একটা শখ ছিল বেহালা বাজানো। এটাই বেশি মজার!!
ব্লগিং এর ক্ষেত্রে একটা সাজেশন থাকবে- রিপ্লাইগুলো আলাদাভাবে দেবার চেষ্টা করবেন, আলাদা কমেন্ট না করাটাই বেটার।
১১| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৯
তার ছেড়া বলেছেন: আপনার সাজেশনের জন্য অসংখ্য ধন্যবাদ ।কিন্তু একটু বুঝিয়ে বলবেন কি কমেন্ট আর রিপ্লাই এর মাঝে ফারাক কোথায় ?আর আমি রিপ্লাই এরি বা আনসার দিব কেমন করে ?
১২| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৪
প্রিন্স হেক্টর বলেছেন: ভালোই লেখছো। কাইল দেখপার পারি নাই, স্যরি। + দিছি
১৩| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৮
তার ছেড়া বলেছেন: Tnx vaia.
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৫
দায়িত্ববান নাগরিক বলেছেন: পড়লাম! দারুন !