নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদ্ভুত মুগ্ধমানব

তার ছেড়া

Vagabond

তার ছেড়া › বিস্তারিত পোস্টঃ

Mythology(2) - Aphrodite and Adonis {a myth of love and death}

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪২

এই মিথটি অনেক জনপ্রিয় এবং এর দ্বারা প্রাচীন গ্রীসের ঋতু পরিবর্তনের ধারণা পাওয়া যায় । Adonis শব্দটি চলে এসেছে এই মিথ থেকেই । বর্তমানে Adonis শব্দটি পুরুষদের সৌন্দর্যের সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করা হয় । ঘটনায় যাওয়ার আগে পরিচয় পর্বটা সেরে ফেলা যাক । Aphrodite ভালোবাসা এবং মিলনের দেবী । স্বভাবে অত্যন্ত লুচু এবং সমকামীও বটে । তার প্রেমিকের সংখ্যা অগণিত । Adonis ছিলেন পৃথিবীর রাজা Cyprus(cinynes) এবং রুপবতী Myrrha(smyrna) এর একমাত্র পুত্র । বিস্ময়ের ব্যাপার হল , Myrrha ছিলেন Cyprus এরই কন্যা । পিতা Cyprus কন্যার রুপে মুগ্ধ হয়ে কন্যাকেই বিয়ে করেন !

*

Adonis এর এই অদ্ভুত জন্ম পরিচয় Aphrodite এর কানে যায় । তিনি ব্যাপারটা দেখার জন্য পৃথিবীতে চলে আসেন । তখনও Adonis তার মায়ের গর্ভে । Aphrodite যখন Myrrha কে দেখলেন তখন তিনি Myrrha এর রুপে ঈর্ষান্বিত হলেন এবং ফন্দি আটেন কিভাবে Cyprus এবং Myrrha কে আলাদা করা যায় । তিনি রাজার মনে সন্দেহ ঢুকিয়ে দেন যে Myrrha এর গর্ভের সন্তান তার ঔরসজাত নয় । রাজা রেগে Myrrha কে হত্যার জন্য ছুটে যান । এদিকে Aphrodite একটু অনুশোচনা করেন এবং Cyprus চলে আসার আগেই তাকে একটা গাছে পরিণত করে দেন যেটা বর্তমানে Myrrh tree নামে পরিচিত ।

*

Myrrh tree থেকে জন্ম হয় Adonis । Adonis এর সৌন্দর্য দেখে দেবী Aphrodite প্রেমে পড়ে যান । তখন তিনি Adonis কে একটি বাক্সে লুকিয়ে রেখে পাতালের রাণী Persephone(মৃত্যুর দেবী) এর কাছে কয়দিনের জন্য রেখে দেন এবং বাক্সটি খুলতে নিষেধ করে স্বর্গে চলে যান । কিন্তু Persephone নিষেধ অমান্য করে বাক্সটি খুলে শিশু Adonis কে দেখতে পান এবং প্রেমে পড়ে যান । ফলাফল , তিনি Adonis কে Aphrodite এর নিকট ফিরিয়ে দিতে অস্বীকার করেন । Aphrodite ক্ষুব্ধ হয়ে যান এবং পাতালে চলে আসেন Adonis কে ফিরিয়ে নিতে । এসময় Persephone এবং Aphrodite এর মাঝে Adonis কে নিয়ে তুমুল ঝগড়া শুরু হয় । {একারণে Adonis কে জীবন মৃত্যুর মাঝামাঝি যুদ্ধের প্রতীক ধরা হয়} দেবতা জিউস ভালোবাসা এবং মৃত্যুর দেবী এহেন তর্ক দেখে বিব্রত হয়ে যান । তিনি এই তর্কের অবসান ঘটাতে একটা মধ্যস্থতা করে দেন । নিয়ম করে দেন যে , বছরের ছয়মাস Adonis থাকবে দেবী Persephone এর নিকটে এবং বাকি ছয়মাস থাকবে দেবী Aphrodite এর নিকটে । কিন্তু তবুও এতে Persephone খুশী হতে পারলেন না । তিনি Adonis কে বর দেন , যেদিন Adonis দৈহিক মিলন করবে সেদিনই তার মৃত্যু হবে এবং সে এই পাতাল রাজ্যে তার কাছে স্থায়ীভাবে থাকবে । মজার ব্যাপার হল Adonis যে ছয়মাস পাতালে থাকতেন সে ছয়মাস পৃথিবীতে থাকত প্রচুর ঠান্ডা এবং যে ছয়মাস তিনি স্বর্গে থাকতেন সেই ছয়মাস থাকত বসন্ত কাল ! {গ্রীসের দুই ঋতু আবির্ভাবের মিথ এটাই}

*

Adonis বড় হলেন । Adonis আর Aphrodite এর প্রেম মিলনে রুপ নেয় । এতে Aphrodite এর আরেক প্রেমিক Ares(যুদ্ধ বিগ্রহের দেবতা) কষ্ট পান । তিনি Adonis এর উপর রেগে যান এবং তার প্রেমিকা Aphrodite এর সাথে দৈহিক মিলনের প্রতিশোধ নেয়ার মনস্থির করেন । তিনি ঘোষণা দেন , Adonis এর ভাগ্যে রয়েছে নির্মম মৃত্যু এবং সেটা তার প্রিয় জিনিসগুলোর জন্যেই হবে । বলে রাখা ভালো যে Adonis শিকার করতে সবথেকে বেশি ভালোবাসত । Aphrodite এই কথাটি জানতেন । Ares এর এই কথায় তার Persephone এর ভবিষ্যবাণীর কথা মনে পড় যায় এবং Adonis কে শিকারে না যাওয়ার জন্য অনুরোধ করেন । কারণ Aphrodite , Adonis কে হারানোর ব্যাথা সহ্য করতে পারবেন না । কিন্তু দক্ষ শিকারী Adonis , Aphrodite এর কথা কানেই নিলেন না এবং চলে গেলেন শিকারে । Aphrodite বিষন্নবদনে চলে আসলেন স্বর্গে ! এদিকে ভাগ্যের নির্মমতায় সেদিনই Adonis মারা যান এক বন্য শূকরের আক্রমণে ! Adonis জানতেই পারেনি , ঐ বন্য শূকরটা প্রকৃতপক্ষে ছিলেন দেবতা Ares !

*

এদিকে মুমূর্ষু Adonis এর করুণ কান্না শুনতে পান Aphrodite । তিনি ভয় পেয়ে যান । তাড়াতাড়ি করে তার হংসরথে চড়ে ছুটে আসেন Adonis এর কাছে । কিন্তু ততক্ষণে Adonis এর মৃত্যু হয়েছে । তিনি কাঁদতে থাকেন এবং Adonis এর মৃতদেহ কোলে তুলে নেন । Adonis এর ক্ষত থেকে রক্ত পড়ে জায়গাটা ভেজা ছিল । Aphrodite তার ভালোবাসার স্মারকস্বরুপ এই ভেজা মাটিকে Windflowers(বনফুল) এ পরিণত করে দেন । এরপর Adonis এর রক্ত থেকেই সৃষ্টি হয় পৃথিবীর সবথেকে সুন্দর ফুল Anemones . Adonis এর আত্না চলে যায় পাতালরাজ্যে । কিন্তু Aphrodite সত্যিই Adonis কে অনেক ভালোবাসতেন । তিনি কেঁদে কেঁদে জিউসের কাছে Adonis এর প্রাণ ভিক্ষা চাইতে থাকেন । একসময় জিউসের মন নরম হয় এবং তিনি Adonis কে জীবিত করেন । আবার Adonis আগের মত ছয় মাস পাতালে এবং ছয় মাস স্বর্গে থাকা শুরু করেন । ফলে বছরের ছয় মাস শীত এবং ছয়মাস বসন্ত থাকে !

*

আজ বসন্তের প্রথম দিন । মিথ অনুযায়ী আজ Adonis স্বর্গে চলে গিয়েছেন ।

**

Myrr tree দেখতে এই লিংকে যানঃ Click This Link



Anemones ফুল দেখতে চাইলে এই লিংকে যানঃ Click This Link

**

some info are collected from "metamorphosis part X"

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: জানলাম।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১০

তার ছেড়া বলেছেন: জানাতে পেরে ভালো লাগছে :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.