নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদ্ভুত মুগ্ধমানব

তার ছেড়া

Vagabond

তার ছেড়া › বিস্তারিত পোস্টঃ

31st December এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

আজ ৩১ ডিসেম্বর । গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসেবে বছরের শেষ দিন । আসুন , জেনে নেই এই দিন সর্ম্পকে বিশেষ কিছু তথ্য ।
.
খ্রীষ্টপূর্ব ৪৬ সালে রোমান সম্রাট সর্বপ্রথম ৩১ ডিসেম্বরকে বছরের শেষ দিন হিসেবে উদযাপন করেন । কারণ তিনি জানুয়ারীর এক তারিখকে বছরের প্রথমদিন হিসেবে ঘোষণা করেছিলেন । জানুয়ারীকের বছরের প্রথম মাস হিসেবে ঘোষণা করার পিছনে একটা মিথ রয়েছে । রোমান ধর্মে দরজা এবং প্রবেশদ্বারের দেবতার নাম Janus . এই দেবতার মাথার সামনে এবং পিছনে উভয় দিকেই মোট দুটি মুখ ছিল । সম্রাট জুলিয়াস সিজার অনুভব করেন যে , January মাসটি এই দুমুখো দেবতা Janus এর নামানুসারে এবং যেহেতু Janus অর্থ দরজা , তাই জানুয়ারীই বছরের প্রবেশদ্বার হওয়ার যোগ্য । সবথেকে করুণ ব্যাপার হল , সম্রাট সিজার ৩১ ডিসেম্বর রাত উদযাপন করেন ইহুদী হত্যা করে ।
.
৩১ শে ডিসেম্বর পৃথিবী জুড়ে একটা উত্‍সবের দিন , যদিও একেকটা জায়গায় নাম ভিন্ন ভিন্ন । অনেক নামের মধ্যে সর্বাধিক প্রচলিত নামগুলো হল , New years eve , Saint Sylvester's day , 31st december .
.

এটি প্রথমবার উদযাপিত হয় ১৯০৪ (মতান্তরে ১৯০৭) সালে , নিউইয়র্কের টাইমস স্কয়ারে ।
.
ইতিহাসের এইদিনের কিছু বিশেষ ঘটনার মাঝে অন্যতম কিছু ঘটনা জেনে নিন ।
*. ২০০৯ সালের এই দিনে একই সাথে ব্লু মুন (পূর্ণচন্দ্র) এবং চন্দ্রগ্রহণ হয় ।
* ২০০৪ সালের এই দিনে তত্‍কালের সর্বোবৃহত্‍ উঁচু দালান , তাইপেই ১০১ খুলে দেয়া হয় ।
* ১৮৭৯ সালের এই দিনে থমাস আলভা এডিসন অফিশিয়ালী তার Incandesent lighting bulb প্রদর্শন করেন ।
* ১৬০০ সালের এই দিনে বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয় ।
.
এই দিনটির কিছু ধর্মীয় গুরুত্বও রয়েছে ।
* খ্রীস্টানরা এই দিন পালন করে Feast day হিসেবে ।
* ক্যাথলিকরা এই দিন পালন করে Pope Sylvester I দিবস হিসেবে ।
* ইস্টার্ন অর্থোডক্সরা অবশ্য এটা December 31 হিসেবেই উদযাপন করেন ।
.
আন্তজার্তিক কিছু নামঃ
* আজারবাইজানে International Solidarity Day
* আমেরিকায় First Night
* ফিলিপাইনে Last Day of the Year
* জাপানে Ōmisoka
* ইসরায়িলে Sylvester day
* স্কটল্যান্ডে Auld Year's Night
* পশ্চিমা খ্রীষ্টধর্ম প্রধান দেশ গুলোতে The seventh of the Twelve Days of Christmas
* আমেরিকা আরো কিছু দেশে The sixth day of Kwanzaa
.
অনেক জ্ঞান দিলাম । ধৈর্য্য ধরে পড়ার জন্য ধন্যবাদ । শুভ হোক নতুন বছর ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৩

আজমান আন্দালিব বলেছেন: ধন্যবাদ।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৭

তার ছেড়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.