![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হোঁদল রাজা বললো ডেকে
বুদ্ধু রাজা আজকে থেকে,
করবোনা আর যুদ্ধবাজী
তুই যদি ভাই থাকিস রাজী !!!! ????
এর পরের লাইনগুলো যেন কী ছিলো ????
২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
মোহাম্মদ আনোয়ার বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৯
শরিফ নজমুল বলেছেন: রাজায় রাজায় (আবদার রশীদ)
হোঁদল রাজা বলল ডেকে
বুদ্ধু রাজা আজকে থেকে
করব না আর যুদ্ধবাজী
তুই যদি ভাই থাকিস রাজী।
বুদ্ধ বলে বেশ তো হোঁদল
আজ থেকে আরে নয় কো কোদল
লাভ টা কি বল লড়াই করে
লোক মেরে আর নিজেই মরে।
হোঁদল বলে তার চেয়ে ভাই
সাগর পারে চল না বেড়াই
বালুর ঢিবি সাজিয়ে নিয়ে
খেলব দুজন ঘর বানিয়ে।
বুদ্ধ বলে চল তবে ভাই
সাগর পাড়েই সময় কাটাই
বালুর ঢিবির ঘর বানাব
দুইজনে বেশ বাদাম খাব।
হোঁদল বলে বালুর ফাকে
মস্ত যদি কাকড়া থাকে
হঠাত এসে কামড়ে দিলে
তখন যদি গজায় পিলে?
বুদ্ধ বলে কিম্বা ধরো
ঢেউ এলো এক মস্ত বড়
তখন যদি ঢেউ এর সাথে
পটল তুলি দুইজনাতে?
হোঁদল বলে তার চেয়ে ভাই
চল না খানিক যুদ্ধ লাগাই
বুদ্ধ বলে চল তবে ভাই
যুদ্ধ করেই সময় কাটাই।
ছুটলো কামান গোলাগুলি
লাগলো ভীষন যুদ্ধ
নিপাত গেল হোঁদল রাজা
নিপাত রাজা বুদ্ধ।