নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তারকা

মোহাম্মদ আনোয়ার

গনতন্ত্র নিপাত যাক, স্বৈরাচার মুক্তি পাক,

মোহাম্মদ আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ঈমাম মাহাদী এবং ঈসা (আঃ) এর যুদ্ধাস্ত্রের বিষয়টি কি যুক্তি বিদ্যা দিয়ে ব্যাখ্যা করা যায় ? :

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২২



কেয়ামতের পূর্বে ঈমাম মাহাদী এবং ঈসা (আঃ) পৃথিবীতে আসবেন । তারা ও তাদের অনুসারীগণ অশ্বে চড়ে ঢাল, তলোয়ার ইত্যাদি দিয়ে যুদ্ধ করবেন। প্রশ্ন হচ্ছে, এই আধুনিক মারনাস্ত্রের যুগে তারা অশ্বে চড়ে ঢাল, তলোয়ার দিয়ে কেন যুদ্ধ করবেন ? এগুলো দিয়ে যুদ্ধ করে কি তারা শত্রুকে পরাজিত করতে পারবেন ? যদি পরাজিত করতে না পারেন, তাহলে মনে কৌতুহল জাগে, পবিত্র কোরআনে আল্লাহ্ অত্যাধুনিক মারনাস্ত্র বাদ দিয়ে কেন অশ্ব, ঢাল, তলোয়ার ইত্যাদির কথা বলেছেন ?

বিজ্ঞানী আইনস্টাইনকে একবার প্রশ্ন করা হয়েছিল, ‘তৃতীয় বিশ্বযুদ্ধ কবে নাগাদ শুরু হতে পারে’ ? উত্তরে তিনি বলেছিলেন, “তৃতীয় বিশ্বযুদ্ধ কবে নাগাদ শুরু হতে পারে আমি তা’ জানিনা, তবে আমি এটা বলতে পারি যে, চতুর্থ বিশ্বযুদ্ধে মানুষ লাঠিসোটা নিয়ে যুদ্ধ করবে”।

বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যেকোন সময় তৃতীয় বিশ্বযুদ্ধ (ভয়াবহ পামানবিক যুদ্ধ) বেঁধে যেতে পারে। তাতে মানব জাতির সিংহভাগই ধ্বংস হয়ে যেতে পারে।এই ধ্বংস এতোটাই ভয়াবহ হতে পারে যে, পৃথিবীতে কোন বৈজ্ঞানিক প্রযুক্তি এমনকি আধুনিক প্রযুক্তি বা মারনাস্ত্র তৈরী করার মতো কোন মানুষও বেঁচে থাকবেনা !!!!!!! তখন আইনস্টাইনের তথাকথিত ‘লাঠিসোটা’ অর্থাৎ অশ্ব, ঢাল, তলোয়ার ইত্যাদি দিয়ে যুদ্ধ করা ছাড়া আর উপায় কি ? অর্থাৎ কেয়ামতের পূর্বে মুসলমানদের যুদ্ধাস্ত্র সম্পর্কে কোরআনের আয়াতের সত্যতা প্রমানিত হবে।

বিজ্ঞানী আইনস্টাইন কোরআন পড়ে ঐ মন্তব্য করেছিলেন না-কি গাণিতিক হিসাব-নিকাশ করে শুধুই ভবিষ্যৎ বানী করেছিলেন, আমি সেই বিতর্কে যাবনা। আমি শুধু এতটুকুই বলবো, তাঁর ভবিষ্যৎ বানী যদি সঠিক হয়, তাহলে মানব জাতির জন্য কেয়ামতের পূর্বেও আরেকটি কেয়ামত (তৃতীয় বিশ্বযুদ্ধ) অপেক্ষা করছে এবং যুক্তি অনুযায়ী তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত না হওয়া পর্যন্ত ঈমাম মাহাদী এবং ঈসা(আঃ) পৃথিবীতে আসবেন না। তাহলে মনে প্রশ্ন জাগে, ইসলামের শত্রুদের বিরুদ্ধে ঈমাম মাহাদী এবং ঈসা (আঃ) এর যুদ্ধ ই কি চতুর্থ বিশ্বযুদ্ধ, যেটির কথা বিজ্ঞানী আইনস্টাইন আগেই বলে গেছেন ??????? !!!!!!!

(বিঃ দ্রঃ- আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যা অনুধাবন করেছি, তা-ই লিখেছি। ভুল-ত্রুটি আল্লাহ্ ক্ষমা করুন, আমিন)।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪

চাঁদগাজী বলেছেন:



যেইযুগে এই রূপকথা বলা হয়েছিল, তখনকার মানুষ ঢাল তলোয়ার, বর্শা, ঘোড়া ইত্যাদি যুদ্ধের অংশ হিসেবে দেখেছে; ওদের জ্ঞান অতটুকুই ছিলো

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩২

মোহাম্মদ আনোয়ার বলেছেন: ‘রূপকথা’ বলতে আপনি কি বুঝিয়েছেন, একটু খুলে বলবেন কি ?

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যুক্তি অকাট্য !!
তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তার পরবর্তীতে
লাঠিসোটা এমনকি ঢাল তলোয়ারেই যুদ্ধ হবার কথা।
সুতরাং এটা রূপকথা বললে ভুল হবে। বাস্তবতা এটাই

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

কে ত ন বলেছেন: ঢাল তলোয়ার বর্শার কথা কি রাসূল (স) বলেছেন? বলে থাকলে তার ব্যখ্যা হবে এরকমঃ
- ঢাল তলোয়ার এগুলো বলতে যুদ্ধাস্ত্রের কথা বুঝিয়েছেন। সেই যুগে উনি তো আর ট্যাঙ্ক, ফাইটার, ফ্রিগেটের নাম বলতে পারতেন না।
- এখনকার অস্ত্রশস্ত্রের কাজও ঢাল তলোয়ারের মতই। এসল্ট রাইফেল = তলোয়ার, কামান = শাবল/বর্শা, বাঙ্কার/ভেস্ট = ঢাল।
- যুদ্ধ যুদ্ধই। সেটা ঢাল তলোয়ার দিয়ে হলে যা, লেজার/গামা দিয়েও তাই।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:


কে ত ন বলেছেন, " ঢাল তলোয়ার বর্শার কথা কি রাসূল (স) বলেছেন? বলে থাকলে তার ব্যখ্যা হবে এরকমঃ
- ঢাল তলোয়ার এগুলো বলতে যুদ্ধাস্ত্রের কথা বুঝিয়েছেন। সেই যুগে উনি তো আর ট্যাঙ্ক, ফাইটার, ফ্রিগেটের নাম বলতে পারতেন না। "

-সেই যুগে, "তলোয়ার" শব্দ দিয়ে আজকের এটম বোমা, ঢাল বলতে মিসাইল থামানোর মিসাইল, ঘোড়া বলতে মিসাইলকে বুঝায়েছেন, মনে হয়! রূপকথার সাথে রূপকথার ভাঁজ দেয়াই সঠিক।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৬

মোহাম্মদ আনোয়ার বলেছেন: আমি আপনার মন্তব্যের জবাব দিব, তার তাগে আপনি স্পস্ট করে লিখুন, ‘রূপকথার গল্প’ বলতে আপনি কী বুঝিয়েছেন ?

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এগুলো নিয়ে বেশী গবেষণা না করে বর্তমান ঈমান, আমল ঠিক রাখুন...

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৬

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ মোহাম্মদ আনোয়ার-জনাব, এই একবিংশ শতাব্দীর পৃথিবীতে বাস করে চৌদ্দশ বছর আগের আরব্য কল্পকাহিনী এখনো বিশ্বাস করেন কিভাবে ?

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২০

রাজীব নুর বলেছেন: এই পোষ্টে আমি একটা মন্তব্য করেছিলাম, গতকাল।
এখন দেখছি মন্তব্যটি নেই।
ঘটনাটা কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.