নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তারকা

মোহাম্মদ আনোয়ার

গনতন্ত্র নিপাত যাক, স্বৈরাচার মুক্তি পাক,

মোহাম্মদ আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

" হে ইসরাইল, তোমার সীমানা নীল নদ হইতে ফোরাত পর্যন্ত " !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

০৯ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩৫



" হে ইসরাইল, তোমার সীমানা নীল নদ হইতে ফোরাত পর্যন্ত " !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
জানেন কি, যুক্তরাষ্ট্র কেন বিশ্বব্যাপী যুদ্ধ করছে ? বিগত দুটি বিশ্বযুদ্ধে এবং অন্যান্য কারণে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা যখন শোচনীয়, চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, তখন তাদেরদিকে অর্থনৈতিক সাহায্যের হাত বাড়িয়ে দেয় মহান রাষ্ট্র (যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে) ইসরাইল !!!!!!!!!!!!। ইসরাইল যুক্তরাষ্ট্রকে বিপুল পরিমানে আর্থিক সাহায্য প্রদান করে। ইসরাইলের আর্থিক সহযোগিতায়ই যুক্তরাষ্ট্র অন্ধকার বিদিশা থেকে আলোর পথ দেখে। ইসরাইলীরা সুচতুর ও সুবিধাবাদী জাতী। যুক্তরাষ্ট্রের সেই দুঃসময়কে কাজে লাগিয়েই তারা যুক্তরাষ্ট্রে বাসা বাঁধে। আশাকরি আপনারা সকলেই জানেন যে, ইসরাইলীরা সুদের ব্যবসা করে নিজেদের অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করেছে। বর্তমানে সমগ্র বিশ্বব্যাপী ইসরাইলের অর্থনৈতিক কর্মকান্ড জড়িত। এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। ইসরাইল যুক্তরাষ্ট্রকে এমনভাবে ঘাড়চেপে ধরেছে যে, যুক্তরাষ্ট্র তার ঘাড় ঘোরাবার সাহস তো পাচ্ছেই না; বরং ইসরাইলের চাপে পড়ে তাদের কথামতো চলতে বাধ্য হচ্ছে। এখানে অর্থনৈতিক শক্তির কাছে পারমানবিক শক্তি পরাজিত হচ্ছে। আবার যুক্তরাষ্ট্র সেটা কাউকে বুঝতেও দিচ্ছে না। তো যাই হোক, সর্বকালে বিশ্বব্যাপী যে সকল ন্যাক্কার জনক যুদ্ধ সংঘটিত হয়েছে, তাতে ইসরাইলীরা কোন না কোন ভাবে জড়িত ছিল। বর্তমানে তারা ফিলিস্তিন দখল করার জন্য নিজেরা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। অপরদিকে, অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রকে করায়ত্ব করে তাদেরকে দিয়ে ইরাক, আফগানিস্তানে যুদ্ধ করাচেছ এবং হাস্যকর সব অযুহাতে অন্যান্য দেশে আক্রমন চালানোর সুযোগ খুঁজছে। কিন্তু কেন ইসরাইলীরা যুক্তরাষ্ট্রকে দিয়ে এতসব দেশে যুদ্ধ করাচ্ছে ? এর উত্তর আমাদেরকে খুঁজে দেখা দরকার।

ইসরাইল তাদের পরিকল্পিত বৃহত্তর ইসরাইল রাষ্ট্রের আয়তন উল্লেখ করেছে। নীল থেকে ফোরাত পর্যন্ত। তারা যেই মানচিত্র তৈরী করেছে, তাতে ইরাক, সিরিয়া, লেবানন, জর্দান, ফিলিস্তিন, আরব উপদ্বীপ ও মিশর অন্তর্ভূক্ত রয়েছে। তারা ঐ বৃহত্তর ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ১০০ বছর সময় নির্ধারণ করেছিল। ইসরাইল এমন একটি রাষ্ট্র যে, ইসরাইলী পার্লামেন্ট ভবনের প্রবেশ পথে ভবনের দেয়ালের গায়ে খোদাই করে লিখে রেখেছে, “ হে ইসরাইল, তোমার সীমানা নীল নদ হইতে ফোরাত পর্যন্ত ”। এমন আরেকটি দেশকি দুনিয়ার বুকে আছে যে পার্লামেন্ট ভবনের গায়ে প্রকাশ্যে খোদাই করে অপর দেশকে আগ্রাসন হুমকী ব্যক্ত করার সাহস পায় ?

জারজ রাষ্ট্র ইসরাইল বর্তমানে ইতিহাসের সচচেয়ে ন্যাক্কারজনক সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে মধ্যপ্রাচ্যের অন্যতম মুসলিম রাষ্ট্র ফিলিস্তিন কে ধ্বংস করার মহাযজ্ঞে মেতে উঠেছে। সার্বভৌমত্ব লংঘন করে ইসরাইল আধুনিক সব মারনাস্ত্র ব্যবহার করে মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনকে ধ্বংস স্তুপে পরিণত করে দিচ্ছে। ইসরায়েলী হায়েনাদের হিংস্র আক্রমনে প্রতিদিন খুন হচ্ছে অগণিত মুসলিম নারী-পুরুষ-শিশু। সন্ত্রাসী ইসরাইলী বাহিনীর হিংস্র থাবায় এখন ঝাঁঝরা হয়ে যাচ্ছে গোটা ফিলিস্তিন।

তাহলে কি এটাই হতে চলেছে যে, " তৃতীয় বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্ব থেকেই শুরু হবে ?????????????!!!!!!!!!!!.................

রি-পোস্ট


মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: পড়লাম।

২| ০৯ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
একদিন ওরা এই অহেতুক হত্যা যজ্ঞের হিসাব দিবে।

৩| ০৯ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৭

আলমগীর সরকার লিটন বলেছেন: আল্লাহ বিচার নেই চোখ দেখে না
বিচার করলে তো আমরা দেখবো না
আল্লাহ্ বিশ্বকে শান্তি দাও শান্ত্রি দাও

৪| ০৯ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১৩

কামাল১৮ বলেছেন: কবে যে শেষ হবে এই হত্যাযজ্ঞ।শিশু হত্যা বন্ধে কার্যকরী পদক্ষেপ নেয়া সকলের দায়িত্ব।

৫| ১০ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:১৪

জটিল ভাই বলেছেন:
ইসরাঈল শাসিত মিডিয়ার বুকে এই যুক্তি কি টিকবে??? :(

৬| ১০ ই এপ্রিল, ২০২৩ সকাল ৮:৫১

বিটপি বলেছেন: এগুলা কোন কথা না। কুরআনে আছে, "ইহুদী নাসারাগণ কখনোই তোমাদের বন্ধু নয়, তারা নিজেরা নিজেদের বন্ধু"। তাই ইহুদী ইসরাইল তার অর্থনৈতিক শক্তি এবং নাসারা ইঙ্গ-মার্কিন তাদের সামরিক-রাজনৈতিক শক্তির পুরোটাই মুসলিম বিশ্বের মোকাবেলায় লাগিয়ে দিয়েছে।

সেখানে যদিও কাফের মুশরিকদের কথা লেখা নেই, তারপরেও দেখা যাচ্ছে ভারতও সেই দলেই যোগ দিয়েছে। কেবল নাস্তিক-বৌদ্ধদের চীন-রাশিয়া এখনও কিছুটা নিরপেক্ষ অবস্থানে আছে। মুসলিম বিশ্ব এখন একা। তদের কোন উল্লেখ করার মত সামরিক, অর্থনৈতিক শক্তি বাঁ রাজনৈতিক প্রভাব - কিছুই নেই। কেবলমাত্র আল্লাহ্‌র উপর যদি ভরসা করা যায়, তবে এসব প্রবল পরাক্রান্ত শক্তিসমূহের মোকাবিলা করা কোন কোন বিষয় নয়। প্রশ্ন হচ্ছে কবে মুসলিম বিশ্ব মাথা তুলে দাঁড়াবে?

৭| ১০ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:০৫

শোভন শামস বলেছেন: একটা শান্তিপূর্ণ বিশ্ব চাই, চাইতে কোন দোষ নাই। পৃথিবীর মানুষরা মানবিক হোক।

৮| ১০ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২৬

ইফতেখার ভূইয়া বলেছেন: মহান সৃষ্টিকর্তা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্ব শান্তি আর অত্যাচারীর হাত থেকে নিপীড়িত মানুষের পরিত্রান কামনা করি। যুদ্ধ-বিগ্রহ বন্ধ হোক, ভাতৃত্ব আর মানবিক মূল্যবোধের উন্মেষ হোক। রক্তাক্ত এই দৃশ্য দেখতে দেখতে আমি ক্লান্ত। পরম করুণাময় এই ধরায় শান্তির সুবাতাস বইয়ে দিন এটাই চাওয়া।

৯| ১০ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: পুরো বিশ্বকেই একটা দেশ বলে ভাবতে হবে। তাহলে দেশে দেশে অরাজকতা হবে না।

১০| ১০ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:০৬

নীল আকাশ বলেছেন: এটার জন্য পুরোপুরি দায়ী হচ্ছে আরব উপদ্বীপের সবগুলো মুলিম রাষ্ট্র।৷ এরা প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে আর ভেতরে ভেতরে এদের সাথে আঁতাত করে। এদের দুইমুখো নীতির জন্যই আজে প্যালেস্টাইনের এই নিদারুণ অবস্থা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.