নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দারুচিনি দ্বীপে যেতে চাই।

এলাচি ও লবঙ্গের আত্মকাহিনী

গরম মশলা

আমি গরম মশলা খাব গরম গরম!!!!

গরম মশলা › বিস্তারিত পোস্টঃ

আরেকটা আজব বিজ্ঞাপন! এত আইডিয়া মাথায় আসে কি করে!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬

গ্রামীনফোন এর নতুন বিজ্ঞাপন

বোধহয় এদের সব থেকে হাস্যকর

বিজ্ঞাপন গুলার মধ্যে একটা।

প্রথমেই দেখায় নতুন বউ কবুল

বলতেছে না , তখন

অনেকে বলতে থাকে মেয়ে কি বোবা নাকি... এই দৃশ্য দেখে প্রথম দিন

আমি ভাবলাম এইটা বোধহয়

টুথপেস্ট এর বিজ্ঞাপন,মেয়ের

মুখে গন্ধ তাই কবুল বলতেছে না :P



একটু পরেই দেখা যায় আকাশ

থেকে ট্রাক নামছে,এতদিন

দেখতাম আকাশ থেকে স্পেসশিপ

নিয়ে এলিয়েন নামে এখন

দেখতেছি আকাশ থেকে ট্রাক

নামে। ট্রাকের ভিতর থেকে আবার

এলিয়েন এর

বদলে সুন্দরী মেয়ে বাইর হইল

হাতে মাইক্রফোন নিয়া।

(ট্রাক ড্রাইভার যে এত

সুন্দরী হইতে পারে ধারনা আছিল না :P)



ট্রাক থেকে বাইর

হইয়া সুন্দরী বলতেছে,"কথা বলবেনা কেন?

অবশ্যই কথা বলবে কারন

গ্রামীণফোনে এখন প্রতি ১০

সেকেন্ডে ১১ পয়সায়

কথা বলা যায়"



ওরে খাইছে...তারমানে

কি কলরেট বেশী আছিল

বইলা মেয়ে এতক্ষণ কবুল

বলে নাই।:P

কোনদিন আবার

কইব,গর্ভবতী মহিলার বাচ্চা হইতেছে না কলরেট

বেশী হওয়ার কারনে।:P তবে যাই হোক,নতুন জামাই, নতুন

বউরে ফালাইয়া যে ট্রাক

ড্রাইভার মেয়ের পিছনে,"কল

রেট কম,কল রেট কম"



কইয়া দৌড়

দেয় নাই এইটাই বেশী :P *ট্রাক ড্রাইভার যদি এত

সুন্দরী হয়,তাইলে ট্রাক

ড্রাইভারই বিবাহ করিতে চাই :P

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৮

তন্দ্রা বিলাস বলেছেন: *ট্রাক ড্রাইভার যদি এত
সুন্দরী হয়,তাইলে ট্রাক
ড্রাইভারই বিবাহ করিতে চাই :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.