নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবধর্ম

অ‌প্রিয় সত্য

ধর্ষনের রাজ্যে পৃথিবী পশুময়, তনু, মনু, সাবিত্রী, পূর্ণিমারা যেন রক্তাক্ত মানচিত্র..ধর্ম ও পশু মুক্ত সমাজ চাই । নারী বান্ধব রাষ্ট্র্র চাই।

অ‌প্রিয় সত্য › বিস্তারিত পোস্টঃ

"এই দেশে জন্ম নেয়া অন্যায়!

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৪৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী পুলক স্যারের হত্যার দায় স্বীকার করেছে আইএস। তাহলে আইএস রেজাউল স্যারকে হত্যা করেছে? কিন্তু প্রশাসন ও সরকার যে জোর গলায় বলছে দেশে আইএস নেই!
তাহলে নিশ্চই মৌলবাদীদের কাজ! স্যার সংস্কৃতিমনা ছিলেন। সেতার বাজাতেন, গানের স্কুল করেছেন। প্রগতিশীল! তাই হয়ত তাঁকে মৌলবাদীরা হত্যা করেছে!
তাহলে তো মিটে গেল! কি দরকার এত প্রতিবাদ, সমাবেশ, তদন্তের! মৌলবাদীরা হত্যা করলে তো ধরা যায় না, বিচার হয় না!
.
চলেন, এক কাজ করি। আমরা সরকার আর প্রশাসনের গলাবাজি শুনি। করার কিচ্ছু নাই তো! চলেন আঙুল চুষি। দেশে নিরাপত্তা যেহেতু নাই, চলেন চাপাতির কোপ খাই। তারপর লীগ, দল, শিবির-জামাত, ব্লগার, নাস্তিক, আস্তিক, মৌলবাদী, সংখ্যালঘু, জঙ্গি কিংবা ট্যাগবিহীন আম আদমি যেই হইনা কেন, পত্রপত্রিকা, টিভি, ফেবুতে হত্যার ধরণ ও বাহ্যিক কার্যালাপের ক্যাটাগরি অনুযায়ী একটা ট্যাগ নিয়ে দুনিয়া থেকে বিদায় নেই! ব্যস, ঝামেলা চুকে গেল।
.
"এই দেশে জন্ম নেয়া অন্যায়!
অবুঝ তুই বুঝিস না কেন হায়!!!"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.