নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবধর্ম

অ‌প্রিয় সত্য

ধর্ষনের রাজ্যে পৃথিবী পশুময়, তনু, মনু, সাবিত্রী, পূর্ণিমারা যেন রক্তাক্ত মানচিত্র..ধর্ম ও পশু মুক্ত সমাজ চাই । নারী বান্ধব রাষ্ট্র্র চাই।

অ‌প্রিয় সত্য › বিস্তারিত পোস্টঃ

সুরৎহাল রিপোর্ট

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৯

আমিই বাংলাদেশ!
আমার ডাক নাম লজ্জ্বা !
আমি বিশ্বজিত,
আমি অভিজিত,
আমি তনু,
আমি রাজন,
আমি ব্যার্থ ছাত্র,
আমি প্রশ্নপত্র না পাওয়া হত দরিদ্র,
আমি অবিরাম বাংলার মুখ,
আমি লাল সবুজের কাফন,
আমি পিলখানার অসহায় সেনা
অফিসারের আঁধারে দাফন,
আমি বাসে ধর্ষিতা মাজেদা,
আমি ছেলের সামনে ধর্ষিতা মা,
আমি ভাইয়ের সামনে ধর্ষিতা বোন,
আমি এমপির গুলিতে গুলিবিদ্ধ সৌরভ,
আমি গুম হওয়া সন্তানের মায়ের নিরব
কান্না,
আমি রানা প্লাজার ধুলোয় উড়া লাশ,
আমি বন্ধু রাষ্ট্র ভারত থেকে প্রতিদিন
খাই বাঁশ,
আমি ধ্বসে পড়া ভবনের নিচে গলিত
লাশের গন্ধ,
আমি পদ্মার লঞ্চ ডুবি,
আমি তাজরীনের অগ্নিকান্ড,
আমি সাগর-রুনির মেঘ,
আমি জন্মের আগেই গুলিবিদ্ধ নবজাতক
শিশু,
আমি ভূগর্ভস্থ জিহাদ,
আমি চাপাতি হাতে সুযোগ পেলেই
আমি সাজি জল্লাদ,
আমি সাত খুণ শীতলক্ষ্যার পাড়ে,
আমি ফেলানী,
আমি ১৬ কোটি মানুষের ভাগ্য ঝুলে
আছি কাঁটাতারে,
আমি অন্ধ তাই বন্ধ আমার বিবেকের
দরজা ।। সুতরাং, আমিই বাংলাদেশ,
ডাক নাম আমার লজ্জ্বা!!

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৯

ডার্ক ম্যান বলেছেন: দাদা, ভালই বলেছেন

২| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৬

কাজী মেহেদী হাসান। বলেছেন: ভালো কবিতা। অন্তত লেখার চিন্তাকে সাধুবাদ।

তবে দুটো জায়গায় কবিতাটা দুর্দান্ত হতে হতে আবেদন কমে গেছে। শুরুটা দুর্দান্ত
আমিই বাংলাদেশ!
আমার ডাক নাম লজ্জ্বা !

শেষটাও এটা দিয়েই করতে পারতেন। 'সুতরাং' এবং শেষলাইনে বাক্য সম্পাদনা কবিতার শক্তি একটু কমিয়েছে। আর মাঝখানে
আমি বন্ধু রাষ্ট্র ভারত থেকে প্রতিদিন
খাই বাঁশ,

এখানে 'খাই বাঁশ' শব্দযুগল একটু হাস্যকর। আপনার কবিতার শক্তির সাথে মানানসই হয়নি। এই লাইনটা আরেকটু অন্যভাবে লিখতে পারতেন।

তবে সবমিলিয়ে বেশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.