![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্ষনের রাজ্যে পৃথিবী পশুময়, তনু, মনু, সাবিত্রী, পূর্ণিমারা যেন রক্তাক্ত মানচিত্র..ধর্ম ও পশু মুক্ত সমাজ চাই । নারী বান্ধব রাষ্ট্র্র চাই।
আমি নারী! চলনে বলনে কথায় কাজে
সর্বত্রই আমি নারী ।
আমার রুপ, আমার সৌন্দর্য
বার বার মনে করিয়ে দেয় , আমি নারী!
পুরুষের দৃষ্টি যখন অন্য রকম দেখি
তখন মনে পরে যায়, আমি নারী!
আমি সেই নারী, যার গর্ভ থেকে বেড়িয়ে আসে নিত্য নতুন প্রান
সেই প্রান, যাকে তিলে তিলে রসদ যোগাই বেঁচে থাকার, বেড়ে ওঠার ।
আমার সততা,আমার অহংবোধ , বিশ্বাস - ভালবাসা
প্রবল অনুভুতি আর অফুরন্ত প্রান শক্তি
আমাকে চালিত করে ,তাড়িত করে ,
ধাবিত করে সুন্দরের পথে ।
সেই সুন্দর পুস্প রথে
কাঁটা বিছিয়ে দেয় কারা?
পৈশাচিক উন্মাদনায় কি বীভৎস রুপে
লণ্ডভণ্ড করে করে দেয় আমার স্বাধীন অস্তিত্ব ।
আমি নুরজাহান,আমি ফেলানি,আমি তনু
অন্তরীক্ষের বিশাল জমিনে ম্লান ইন্দ্রধনু!
আমার নারীত্ব কখনো অসহায় , কখনো বধির
আবার কখনো মুখ থুবড়ে পড়ে
নেই আজ কোন বিচারের দন্ড
নারীর সরল মন ধীরে ধীরে হয়ে যায় প্রস্তর খণ্ড !
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৪
ক্যাটালিয়া বলেছেন: আমি নারী! চলনে বলনে কথায় কাজে
সর্বত্রই আমি নারী ।
আমার রুপ, আমার সৌন্দর্য
বার বার মনে করিয়ে দেয় , আমি নারী!
পুরুষের দৃষ্টি যখন অন্য রকম দেখি
তখন মনে পরে যায়, আমি নারী!
++