নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবধর্ম

অ‌প্রিয় সত্য

ধর্ষনের রাজ্যে পৃথিবী পশুময়, তনু, মনু, সাবিত্রী, পূর্ণিমারা যেন রক্তাক্ত মানচিত্র..ধর্ম ও পশু মুক্ত সমাজ চাই । নারী বান্ধব রাষ্ট্র্র চাই।

অ‌প্রিয় সত্য › বিস্তারিত পোস্টঃ

মানুষ না হয়ে

১৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১০

মাঝে মাঝে মনে হয় যদি
মানুষ না হয়ে হতাম মাটি
ঘাসে ঘাসে ফুলে ফলে আমি
ভরে দিতাম সুন্দর পৃথিবী ।
মাঝে মাঝে মনে হয় যদি
মানুষ না হয়ে হতাম পাখি
গাছে গাছে ডালে ডালে আমি
ঊড়তাম মেলে ডানা সাপটি ।
মাঝে মাঝে মনে হয় যদি
মানুষ না হয়ে হতাম নদী
ঢেউয়ে ঢেউয়ে নাচি নাচি
ঘুরে ঘুরে বেড়াতাম তটিনী ।
মাঝে মাঝে মনে হয় যদি
মানুষ না হয়ে হতাম শশী
জ্যোৎস্না আলোয় ভরে পৃথিবী
নবরুপে সাজাতাম প্রকৃতি ।
মাঝে মাঝে মনে হয় যদি
মানুষ না হয়ে হতাম প্র'তি
মোর নানা রূপ দেখে কবি
ভুলে যেত ভাই নারী নদী ।
মাঝে মাঝে মনে হয় যদি
মানুষ না হয়ে হতাম কফি
তেতো তেতো স্বাদে ভুলে সবি
সাদা কালো সবাই পেত শান্তি ।
মাঝে মাঝে মনে হয় যদি
মানুষ না হয়ে হতাম আমি
কোনো ভোগ পণ্য তবে বুঝি
স্বার্থক হতো জীবন খানি ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

বর্ণিল হিমু বলেছেন: মাঝে মাঝে মনে হয় যদি মানুষ না হয়ে পশু হতাম, তবে সেটাই ভালো হতো।

২| ১৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২০

কবি হাফেজ আহমেদ বলেছেন: এতো অভিমান কেন কবি?


মানুষ না হয়ে অন্য কিছু হওয়া খুব-ই তুচ্ছ।

মানুষ মানুষ মানুষ_ই সেরা
তারন উধ্বে আর সৃষ্টি নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.