![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্ষনের রাজ্যে পৃথিবী পশুময়, তনু, মনু, সাবিত্রী, পূর্ণিমারা যেন রক্তাক্ত মানচিত্র..ধর্ম ও পশু মুক্ত সমাজ চাই । নারী বান্ধব রাষ্ট্র্র চাই।
আমি বেশ্যা,আমি রোজ রাতে হই ন্যাংটা-
নাচিনা আমি ঘোমটার তলায় খ্যামটা।
হাত পেতে টাকা নি বিলিয়ে দিয়ে শরীর-
মিথ্যা করিনা আজও কোন ফন্দি ফিকির।
ভদ্র লোকের মেয়ে বউ,মুখটা যাদের মিষ্টি-
অফিসে বসের সামনে করে ফষ্টিনষ্টি।
কলেজের পুরুষ স্যারের সামনে দেখায় খাঁজ-
পরীক্ষায় নম্বর তুলে দেখায় পড়ার ঝাঁজ।
সিরিয়ালে নামতেই হবে নইলে কিসের রূপ-
প্রযোজক ভাবেই তো শরীর একটা ধুপ।
পাড়ায় খোঁজে দেবর ভাসুর,হাতে পরায় রাখী-
দুপুর বেলা ফাঁকা ঘরে তাকেই আনে ডাকি।
তাও তারা ভদ্র আর আমরা হলাম ইতর-
বিয়ে সংসার করে তারা নিয়ে ছেলে বর।
দূর্গা পূজার বিসর্জনের সিঁদুর বরণ তাদের-
মূর্তি গড়ার মাটিটুকু থাক শুধু আমাদের।
২| ২০ শে জুন, ২০১৬ সকাল ৯:২৫
আহলান বলেছেন: বাস্তবতা এমনই ...
৩| ২০ শে জুন, ২০১৬ সকাল ৯:৫৯
ইঞ্জিনিয়ার ইমরান হোসেন বলেছেন: তারপর ও সমাজ বলে একটা কথা থেকে ই যায়....এই সমাজ কে সবার মানতে হবে
৪| ২০ শে জুন, ২০১৬ দুপুর ১:১৯
অতৃপ্তচোখ বলেছেন: মনুষ্যত্ব থাকলেই সমাজ, এই সমাজের মনুষ্যত্ব কোথায়?
দারুণ লিখেছেন, সত্য চিরকাল অপ্রিয়ই থেকে গেল-
ধন্যবাদ ও শুভেচ্ছা লেখককে সত্যকে তুলেধরার জন্য
৫| ২১ শে জুন, ২০১৬ দুপুর ১:৩৫
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: রোট ভেরি নাইচ, আই ওয়াজ ভেরি ইমপ্রেসড।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৬ সকাল ৯:১০
বিজন রয় বলেছেন: বহুরূপীদের চেহারা উন্মোচন করেছেন।
++++