![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্ষনের রাজ্যে পৃথিবী পশুময়, তনু, মনু, সাবিত্রী, পূর্ণিমারা যেন রক্তাক্ত মানচিত্র..ধর্ম ও পশু মুক্ত সমাজ চাই । নারী বান্ধব রাষ্ট্র্র চাই।
একটা মানুষ খুন হয়ে গেলে, ধর্ষিত হলে আমরা কি করতে পারি? বড়জোর কয়দিন চিল্লাচিল্লি করে খুন ধর্ষণের বিচার চাইতে পারি। এর বেশি কিছু না। বিচারও হয়তো পেতে পারি। কিন্তু যে মানুষটি মরে গেলো, ধর্ষিত হলো তাকে আমরা কি করে ফিরে পাবো? ভিকটিম মানুষটার পরিবারে যে শূন্যতার সৃষ্টি হলো, মানসিকতায় যে ক্ষতের সৃষ্টি হলো তা কিভাবে পূরণ হবে? আমরা কী পারবো সেই মানুষটার শূন্যতা পূরণ করে, মানসিক ক্ষত দূর করতে? আমাদের দেশটি কবে নরওয়ে, ফিলিপাইন, আইসল্যান্ড হবে? কবে অপরাধ মুক্ত হবে? কবে মানুষের বিবেক জাগ্রত হবে? কবে প্রাণের প্রতি মানুষের মায়া হবে?
২| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৯
অপ্রিয় সত্য বলেছেন: সেটাই অাশা
৩| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩৫
অপ্রিয় সত্য বলেছেন: সেটাই অাশা
৪| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৩
রাজীব নুর বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আগে মানুষ হোক সবাই।