নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবধর্ম

অ‌প্রিয় সত্য

ধর্ষনের রাজ্যে পৃথিবী পশুময়, তনু, মনু, সাবিত্রী, পূর্ণিমারা যেন রক্তাক্ত মানচিত্র..ধর্ম ও পশু মুক্ত সমাজ চাই । নারী বান্ধব রাষ্ট্র্র চাই।

অ‌প্রিয় সত্য › বিস্তারিত পোস্টঃ

অাত্মহত্যা সি‌রিজ ১,২,৩

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৩

১. চোখ
একশো বছর পর চোখ খুলে তাকালাম ।
একটাই চোখ ।
আর কিছু নেই ।
হাত,
পা,
বুক,
পেট,
কিচ্ছু নেই আমার!
শুধু এই একটি চোখ!
এবং আছি সম্ভবত একটি বেডরুমে ।

গতজন্মে ভালোবেসেছিলাম তাকে, পাইনি ।
কেউ জানালো- পরের সাত জন্মেও পাবেন না ।
আমাকে বলা হলো- কী হতে চাও?
আমি জানালাম- বাল্ব ।

২.শব্দ
আমি একটি শব্দ- 'ভালোবাসি' ।
যে ফুসফুসে আমি একযুগ ঘুমিয়ে ছিলাম,
একদিন ওখান থেকে জিভে এবং
জিভ থেকে ঠোঁটে দাঁড়াতেই,
অন্য আরেকটি ঠোঁট আমাকে টেনে নিয়ে গ্যালো,
আরেকটি ফুসফুসে ।

গত এক বছর,
আমি দুটি ফুসফুসের মধ্যেই ঘোরাফেরা করছি,
স্বচ্ছন্দে ।

কিছুদিন আগে 'দুঃখিত' নামের একটা শব্দ
ওইদিকের ঠোঁটে এসে দাঁড়িয়ে গ্যালো ।
আমি আর ওদিকে যাই নি, ভয়ে ।

আমার এখানে দম বন্ধ হয়ে আসছে,
ভাবছি- খুব শিঘ্রি আবার বের হবো ।

৩. নির্ভরতা
এই গ্রহটির নাম 'দৃষ্টি' ।
গ্রহবাসী আপনি একা ।
মূলত আপনি বর্ণান্ধ ।
আপনার একটিই চশমা, যা দিয়ে আপনি বর্ণভেদ করেন ।
এই গ্রহে লাল ও নীল বর্ণের দুটি ভোজ্যবস্তু আছে-
লাল রঙেরটি সুখাদ্য,
নীল রঙেরটি বিষাক্ত ।

একদিন আপনি চশমাটি হারিয়ে ফেললেন।
আপনি এখনো বেঁচে আছেন?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.