![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্ষনের রাজ্যে পৃথিবী পশুময়, তনু, মনু, সাবিত্রী, পূর্ণিমারা যেন রক্তাক্ত মানচিত্র..ধর্ম ও পশু মুক্ত সমাজ চাই । নারী বান্ধব রাষ্ট্র্র চাই।
মেয়ে এবং বিয়ে সমাচার
(কবির নাম অজানা)
মেয়ের ১৮ হয়ে গেছে? বিয়ে দিয়ে দাও এটাই তো সময়!
মেয়ের মা নাই? বিয়ে দিয়ে দাও, মা হিসেবে শাশুড়ি পাবে।
মেয়ের বাবা অসুস্থ? বিয়ে দিয়ে দাও, বাবা বেঁচে থাকতে বিয়ে দেখে যাক।
মেয়ে সুন্দর? বিয়ে দিয়ে দাও, সুন্দরী মেয়ে ঘরে রাখা বিপদ।
মেয়ে সুন্দর না? বিয়ে দিয়ে দাও, একটা গতি তোহ হবে!
মেয়ে মোটা হয়ে যাচ্ছে? এখনই বিয়ে দাও, পরে বিয়ে হবে না কিন্ত!
মেয়ে শুকনা? বিয়ে দাও, স্বাস্থ্য ভালো হবে আর চেহারার লাবণ্যতা আসবে।
মেয়ে অনেক immature? বিয়ে দাও, responsible হয়ে যাবে।
মেয়ে matured? বিয়ে দাও, সময়টা উপযুক্ত।
মেয়ে কাজ পারে না? বিয়ে দাও না কেন, সব কাজ শিখে যাবে।
মেয়ে এতো কাজ পারে? বাহ্, বিয়ের জন্য একদম প্রস্তুত! দিয়ে দাও বিয়ে৷
মেয়ে অনেক জেদি? বিয়ে দিয়ে দাও, দেখবা সোজা হয়ে গেসে।
মেয়ের অনেক ছেলে বন্ধু? এখনই বিয়ে দিয়ে দাও, মনটা স্থির হবে এক জায়গায় ।
মেয়ে ঘুরতে পছন্দ করে? বিয়ে দাও, ঘুরুক যত ইচ্ছা জামাই এর সাথে!
মেয়ের অনেক বিয়ের প্রস্তাব আসছে? দিয়ে দাও বিয়ে, পরে কিন্তু এতো ভালো ছেলে পাবা না।
মেয়ের বয়স বেড়ে যাচ্ছে? বিয়ে দাও না কেন! একটা গতি হোক আর পরে বাচ্চা হবে না কিন্তু!
মেয়ে বাসায় আসতে দেরি করে? বিয়ে দাও, জামাই যেয়ে নিয়ে আসবে..চিন্তা থাকবে না আর।
মেয়ে fb তে অনেক ছবি দেয়? বিয়ে দাও তাড়াতাড়ি! নজর লাগবে তো মানুষ এর কখন কি হয়!
মেয়ের bf আছে? বিয়ে দিয়ে দাও, কেলেঙ্কারি ঘটার আগেই!
মেয়ের bf নাই? বাহ্, একদম বিয়ের জন্য পবিত্র মেয়ে, বিয়ে দাও৷
মেয়ের result খারাপ? বিয়ে দাও তো, বিয়ের পর এসব কেউ দেখে না।
মেয়ে অনেক ভালো student? বিয়ে দাও, পরে যোগ্য বর পাবে না!
মেয়ে তুমি বাঁচতে চাও? তাহলে করেই ফেলো বিয়ে, কারণ মেয়ে, তোমার যে শুধু বৌ হয়ে বাঁচার অধিকার আছে , মেয়ে হয়ে নয়৷
২| ০৬ ই মে, ২০১৭ সকাল ১১:১৭
মায়াবী মৌনতা বলেছেন: অনার্স ফাইনালটা দেওয়ার পর থেকে এই এক বিয়ে বিয়ে করে জীবন অর্ধেক এখানেই শেষ করে দিলো।ব্যাপারটা এমন যে মেয়ের জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে বিয়ে করা বাকি সব হচ্ছে ফেক
৩| ০৬ ই মে, ২০১৭ সকাল ১১:১৭
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: মেয়ে!
বিষয়টা অত্যন্ত আবেগের!
ভেবে কোন কুল কিনারা পাই না।
৪| ০৬ ই মে, ২০১৭ সকাল ১১:২০
বিজন রয় বলেছেন: কোন কিছু নিয়ে অতিরিক্ত ভাল নয়।
৫| ০৬ ই মে, ২০১৭ সকাল ১১:৩৬
আদি বিনতে শাতিল বলেছেন: বিয়ে? অসহ্য লাগে শুনতে শুনতে !!!!!!!!!
৬| ০৬ ই মে, ২০১৭ দুপুর ১২:১৬
নাগরিক কবি বলেছেন: সময় কিন্তু পরিবর্তন হয়েছে অনেক। আমরা আশাবাদী আরো পরিবর্তন হবে।
৭| ০৬ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৯
শরদিন্দু রূপক বলেছেন: hahaha দারুণ লিখেছেন
৮| ০৬ ই মে, ২০১৭ দুপুর ১:০৬
মানবী বলেছেন: মেয়ে চাকরি করছে? তাহলে আর কি চাই এখনই বিয়ে দিয়ে দাও।
মেয়েকে তো কাজের নেশা পেয়েছে, এখনই বিয়ে দাও তা নাহলে ও আর জীবনেও বিয়ে করবেনা!
মেয়েদের বিয়ের পরও নি্স্তার নেই। সন্তান কবে হবে করে ঠিক একই ভাবে উত্যক্ত করে যাবে।
মেয়েদের বিয়ের চিন্তা সকলের শুধু সেই মেয়েরা বিয়ের পর যদি বিপদে পরে, স্বামী বা শশুড়বাড়ির নির্যাতনের শ্বীকার হয় তখন এসব শুভাকাঙ্খীরা হাওয়ায় মিলিয়ে যায়। খুব বেশী হলে "মানিয়ে নাও, মেনে নিতে হয়" বলে দায়িত্ব শেষ করে। আজ পর্যন্ত কোন একটি সংবাদও পড়িনি যেখানে নারী নির্যাতোত হবার পর প্রতিবেশী আত্মীয়রা সাহায্যে এগিয়ে এসেছে।
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ অপ্রিয় সত্য।
৯| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৩:৪২
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: আর ছেলেদের বেলায় বিষয়টা উল্টা। ছেলে দুবছর ধরে চাকরি করছে, প্রতিষ্ঠিতই বলা যায়। কিন্তু এখন বিয়ে দেয়া যাবে না। বিয়ে দিলে বউয়ের জন্য টাকাপয়সা খরচ করবে। বাবা মা, ভাইবোনের ভাগে কম পড়ে যাবে।
১০| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৯
মানবী বলেছেন: BEELZEBUB স্যালুট!
এই অনাচার সহ্য করে অনেক ছেলে(সকলে নয়) তবে স্বীকার করার মতো সততা খুব কম জনেরই আছে!
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৭ সকাল ১১:০৭
সিনবাদ জাহাজি বলেছেন: সুন্দর লিখা। লিখায় বাস্তবতা উঠে এসেছে।
+++