![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্ষনের রাজ্যে পৃথিবী পশুময়, তনু, মনু, সাবিত্রী, পূর্ণিমারা যেন রক্তাক্ত মানচিত্র..ধর্ম ও পশু মুক্ত সমাজ চাই । নারী বান্ধব রাষ্ট্র্র চাই।
একটি জাতিগোষ্ঠীকে নিজ ভূমিতে থাকতে দিবে না, বাঁচতে দিবে না। কয়েক লাখ রোহিঙ্গাকে দেশ ছাড়া করার পর এখন দেশ ছাড়তেও দিবে না। সীমান্তে ল্যান্ডমাইন পুঁতে রেখেছে। ১৮ দিনে ৯১ জন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয়েছেন, যারা সবাই হয় গুলিবিদ্ধ না হয় মাইনে দগ্ধ।
যারা দেশ ছেড়েছে, তাদেরকে ফিরিয়েও নিবে না। নিজ দেশের নাগরিকদের অস্বীকার করার যতরকমের উপায় আছে, সবকিছুর প্রয়োগ করছে মায়ানমার সরকার।
যেন কোনভাবেই এসব অনাচার বন্ধ হবার নয়। মায়ানমার সরকারের পাশে থাকার প্রতিযোগিতা লেগেছে জাতিরাষ্ট্রসমূহের মাঝে।
বিশ্বে এত মোড়ল, এত পরাশক্তি, এত মোর্চা, এত ধর্মদেশ, যার সবকিছুই কেবল দুর্বলদের চুষে খাওয়ার জন্য, মারার জন্য। আবার এই দুর্বলরাই ধর্ম ধর্ম, যুদ্ধ যুদ্ধ বলে চিৎকার করে চেয়াল ব্যথা করে ফেলে। সবলদের শোষনের কাঁচামাল হিসেবে নিজেকে প্রস্তুত রাখে।
এখনো মনে আছে আফগান যুদ্ধে তালিবানদের হাতে হাফডজন আম্রিকান সৈন্য মারা যাওয়ার খবর শুনে ভরপেট না খাওয়া দরিদ্র মুসলমানদের সে কী আনন্দ! অথচ তালিবান কিংবা আম্রিকা কেউই দরিদ্র মানুষটির জন্য 'কেউ' না।
©somewhere in net ltd.