![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারপাশের ঘটনা দেখি, বিশ্লেষণের চেষ্টা করি সেটি উচিত কি অনুচিত
২০০২সাল । তখন ক্লাস ফোর এ পড়ি । সেটি খুব সম্ভবত রোজার ঈদ এর সময় । ময়মনসিংহে তখন পাঁচটি সিনেমা হল । সেবার ঈদে মুক্তি পেল বোমা হামলা , ধ্বংস , ও প্রিয়া তুমি কোথায় , আরো দুটি ছবি । বাবার কাছে আব্দার করি যে হলে নিয়ে যেতে হবে । কিন্তু সময় করা হল না । সে রাতেই খবর পেলাম চারটি হলেই বোমা হামলা করা হয়েছে । আল্লাহর কাছে শোকর । ১৮ জনের মৃত্যু হয়েছিল সে নারকীয় ঘটনায় । আহত হয়েছিল শত শত মানুষ ।
এরপর কেটে গেল এগার বছর । হলে আর যাওয়া হয়নি । এখন ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ছি । বাংলা সিনেমা সম্প্রতি ভাল হচ্ছে । ভাবছি হলে গিয়ে বন্ধুর সাথে গিয়ে একটা ছবি দেখব এ সপ্তাহ শেষে । কিন্তু মনে একটা ভয় লেগে থাকে । যাব কি ?
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:১৪
ভিটামিন সি বলেছেন: আমার ফেন্ড হারুন (মাসকান্দা, আমিরাবাদ হাউজিং এর পিছনে বাসা) এখনও সেই বোমা হামলার বোমার দাগ বয়ে বেড়াচ্চে। ডান পায়ে অসংখ্য স্পি্লন্টারের দাগ। ছায়াবাণীতে গিয়ে এই অবস্থা হয়; ১৭ দিন হাসপাতালে ছিল।
তারপর (২০০২ টু ২০০৭) আমি কত সিনেমা দেখলাম পুরবি, অলকা, অজন্তায়। অলকা তো এখন নদী-বাংলা কমপ্লেক্স।