![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দাঁতে দাঁত চেপে, প্রতিটি পুরুষালি আঘাত সহ্য করে,ভিড় ঠেলে লোকাল বাসে উঠে “অনন্যা”। বাসে তিল ধারনের জায়গা নেই।কষ্টে একটু জায়গা করে দাঁড়ায় ও।সেই সকাল বেলা বেরিয়েছে,বিশ্ববিদ্যালয়ের ক্লাস গুলো শেষ করে, গ্রীষ্মের তাপকে হারিয়ে বাসা ফেরার জন্য বাসে উঠার যুদ্ধে অবশেষে সে জয়ী হল ।এ যুগের মেয়ে হিসেবে সে জানে অল্প খরচে ঢাকা শহরে চলাফেরা করতে হলে লোকাল বাসের বিকল্প নেই। হবে।অনেকক্ষণ থেকে পাশের কিছু জানোয়ারের হাতের স্পর্শ পাচ্ছিল “অনন্যা ”ওর শরীরে । শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে প্রতিবাদ করে উঠল ও,সাথে সাথে পুরুষালি কণ্ঠের আওয়াজ “একটু ধাক্কা সহ্য করতে পারেন না,লোকাল বাসে উঠেন কেন? প্রাইভেট গাড়িতে চলাফেরা করতে পারেন না।
মুহূর্তেই দপ করে নিভে গেলো “অনন্যা” । হঠাৎ করেই বাবার মুখটা ভেসে উঠল চোখের সামনে।গ্রীষ্মের এই রোদের মধ্যেও মাঠে কাজ করছে বাবা,সারা মাস পরিশ্রম করে ৫০০০ টাকা পাঠায় ওকে। ৫০০০ টাকায় কিভাবে এ শহরে চলতে হয় তা সে জানে্। মনের মধ্যে চট করে একটা প্রশ্ন উঁকি দেয়,তবে কি এদের মা,বোন,বউয়েরা ট্যাক্সিতে চলাফেরা করে?পরক্ষনেই জীবনের বাস্তবতার নিরিখে সে সম্ভাবনা বাতিল করে দিল ওর বিচক্ষন মন। না,ওদের মা, বোন,বউয়েরাও এভাবেই আরেক জানোয়ারের হাতে লাঞ্ছিত হয়।তাহলে কি তথাকথিত পুরুষরুপী কিছু জানোয়ারের কাছে তার আত্ম সম্মানবোধ বিলিয়ে দিতেই হবে?
মনকে কোনভাবেই সান্তনা দিতে পারছেনা ও,এর জন্য দায়ী কে?ওর দরিদ্র বাবা,যে তার মেয়েকে অজস্র টাকা পাঠাতে পারছেনা,নাকি সে নিজে যে শত বাঁধাকে অতিক্রম করে একের পর এক পরীক্ষায় কৃতিত্ব দেখিয়ে আজ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে স্থান করে নিয়েছে শুধু একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে দরিদ্র বাবার মুখে হাসি ফোটানর জন্মে।
দায়ী হলাম আমরা ,তথাকথিত বুক ফুলিয়ে চলা পুরুষ সমাজ, যারা সব কিছু দেখেও মুখ বন্ধ করে থাকি,আর ঐ সব জানোয়ার,লম্পট এর দল যাদের লোলুপ দৃষ্টি ,স্পর্শ থেকে মা,বোনেরা রক্ষা পায়না। ধিক্কার জানাই তাদের। স্রদ্ধাভরে স্মরণ করি সেই সব অনন্যাদের। শত লাঞ্চনা সহ্য করেও,শত প্রতিকুলতা পেরিয়ে,কাজের মাধ্যমে যারা প্রতিনিয়ত জবাব দিয়ে যাচ্ছে।আজকের এই নারী দিবসে জীবন যুদ্ধে নামা প্রতিটি নারীকে অভিনন্দন। আর সবার প্রতি আহবান নারীদের শুধুমাত্র নারী হিসেবে না দেখে ওদের পাশে দাঁড়িয়ে সমাজ টাকে সুন্দর করে তুলি।
২| ০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩৫
রাতুলবিডি৪ বলেছেন: নারী দিবস, কর্পোরেট নারী আর আমাদের সমাজ জীবনের বাস্তবতা
Click This Link
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১৭
সুমন কর বলেছেন: এই নারী দিবসে জীবন যুদ্ধে নামা প্রতিটি নারীকে অভিনন্দন। আর সবার প্রতি আহবান নারীদের শুধুমাত্র নারী হিসেবে না দেখে ওদের পাশে দাঁড়িয়ে সমাজ টাকে সুন্দর করে তুলি।
ভালো বলেছেন।