![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"নাম পরিবর্তনের রাজনীতির সাথে আমরা অনে ক দিন থেকেই অভ্যস্ত। আমরা যেমন দেখেছি "বঙ্গবন্ধু সেতু" থেকে "যমুনা বহুমুখী সেতু" হতে,তেমনি দেখেছি "জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর" থেকে "হযরত শাহজালাল" হতে, "মাওলানা ভাসানি নভো থিয়েটার" থেকে " বঙ্গবন্ধু হতে। রাজনৈতিক উদ্দেশে যে দল যাই করুক না কেন প্রত্যেক ই বিশ্বাস করে যে এদের বাংলাদেশের পিছনে কোন না কোন অবদান রয়েছে।আমরা জানি ব্রিটিশরা আমাদের দেশ দীর্ঘদিন কিভাবে শাসন করে গেছে।কিন্তু আজ আমরা সে ব্রিটিশ শাসকদের নামগুলো সযত্নে আঁকড়ে ধরে তাদের সে কর্মগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছি। নাম যদি পরিবর্তন করতেই হয় তবে, লর্ড কার্জনের নামে কার্জনহল,লর্ড বামফিল্ড ফুলারের ফুলার রোড, লর্ড কারমাইকেল এর নামে "কারমাইকেল কলেজ" সহ বাংলাদেশের জন্য অভিশাপের মত যেসব নাম এখন ও বাংলাদেশের মাটিতে রয়েছে সেগুলো সবার আগে মুছে ফেলা বলে মনে করি"
©somewhere in net ltd.