![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"একটা কথা যদি আপনি বারবার শুনতে থাকেন,নিজের আত্মবিশ্বাস যত প্রবল ই হোক না কেন মনের অজান্তে কোন কোন সময় আপনার ভাবতে ইচ্ছে করবে আসলেই তাই নয়তো। বিশেষ করে তা যদি হয় নেগেটিভ কিছু। এটি মনে হয় মানুষের সহজাত প্রবৃত্তি।নিজের উপর যদি প্রবল আত্মবিশ্বাস না থাকে তবে এ স্রোতের বিপরীতে চলাটা অত্যন্ত কঠিন, এক কথায় প্রায় অসম্ভব।
এ বিষয়ে একটা পুরনো গল্প বলে নেই,
এক গ্রামে ছিল দুষ্টু ছেলেদের এক দল। তাদের নেতা ছিল অত্যন্ত ধূর্ত,মনোবিজ্ঞানের জনক "সিগমন ফ্রয়েড"(ওই অবস্থার প্রেক্ষিতে) বলা চলে।
তার নেতৃতে তারা মানুষের সাইকোলজি কে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের দুষ্টামি করত।একদিন এক লোক বাজার থেকে একটা ছাগল কিনে বাড়ি ফিরছিল, তা দেখে দুষ্টু ছেলের দলের মাথায় চাপল কিভাবে তার ছাগলটা নেওয়া যায়।যথারীতি বুদ্ধি করে তারা লোকটির বাড়ি যাবার রাস্তায় ৬ জন বিভিন্ন স্থানে দাঁড়াল।
১ম জনের কাছে লোকটি আসতেই ১ম জন বলল, ভাই কুকুর ঘাড়ে নিয়ে কই যান।প্রথমে দুষ্টামি মনে করে সে কিছু না বলে এড়িয়ে গেলো।
কিছু দূর না যেতেই যথারীতি ২য় জন, ভাই কালো রঙের কুকুর সত্যি বেশি দেখা যায় না।
আবার সে এগিয়ে গেলো, কিছু দূর গিয়ে মনে একটু খটকা লাগলো,যে সবাই কুকুর বলছে কেন?
৩য় জনের কাছে একই কথা শোনার পর সে মনে মনে সিদ্ধান্ত নিল কাউকে জিজ্ঞাসা করবে।
কিছুদূর এগিয়ে যেতেই পেলো ৪র্থ জনকে, তাকে জিজ্ঞাসা করতেই সে বলে উঠলো, ভাই দোকানদার মনে হয় আপনাকে বোকা পেয়ে ঠকিয়েছে, ছাগল বলে কুকুর দিয়ে দিছে। এবার বেচারা দমে গেলো। তবুও নিজের বিশ্বাস নিয়ে এগিয়ে গেলো।
৫ম জনের মুখে আবার একই কথা শুনে বেচারা পুরাই হতাশ, তবু এগিয়ে গেলো।
৬ষ্ঠ জন যখন একই কথা শুনল। বেচারা ছাগলকে কুকুর ভেবে ঘাড় থেকে নামিয়ে বাড়ির পথ ধরল।
আধুনিক যুগে এসেও প্রতিনিয়ত আমার বিভিন্নভাবে এই জিনিসগুলোর দ্বারা প্রভাবিত হচ্ছি।
ধরুন আপনাকে একজন পাগল বলতে শুরু করল বা কোন বিষয়ে বার বার অপরাধী বানাতে চাইল, বার বার যদি শুনতে থাকেন ,অবচেতন মনে আসবে আসলে সত্যি কি আমি পাগল, সত্যি কি আমি অপরাধী?
স্রোতের বিপরীতে চলা সত্যি কঠিন। যদি স্রোতের বিপরীতে চলতে না পারেন তবে যেনে রাখবেন স্রোত আপনাকে যেখানে নিয়ে যেতে চাইবে আপনাকে সেখানেই যেতে হবে, আপনি যেখানে যেতে চাইবেন সেখানে নয়।আত্মবিশ্বাস আর নিজের সম্পর্কে জানা আপনাকে দেখিয়ে দিতে পারে আপনার পথ" ....................................।।(চলবে)
©somewhere in net ltd.