![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন হিন্দু ফেসবুকারের ষ্ট্যাটাসঃ সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারাক ঐ ষ্ট্যাটাসে একজন মুসলিম ধর্মান্ধের লাইক ও কমেন্টে "ঈদ মুবারাক"
একজন মুসলিম ফেসবুকারের ষ্ট্যাটাসঃ শারদীয় শুভেচ্ছা সবাইকে ঐ ষ্ট্যাটাসে একই মুসলিম ধর্মান্ধের কমেন্টঃ তুমি নাস্তিক, তুমি মুরতাদ
সেই ধর্মান্ধকে যদি বলা হয়ঃ ভাই সেইদিন তো তুমি ঐ হিন্দুর ঈদ মুবারকে যেয়ে লাইক কমেন্ট করেছিলে তখন তো এইটা তোমার মাথায় ছিল না যে সে হিন্দু???
উত্তরে আসেঃ ঈদ মুবারাক বলা জায়েজ, তাই, হিন্দু হলেও তখন সেইটা সঠিক, আর আমরা হিন্দুদের স্বাগতম জানানো কবিরা গুনাহ!!!
সেই ধর্মান্ধকে শুধাইঃ ভাই যেখানে আমার আল্লাহ বলে দিয়েছেন উনার মসজিদ ভেঙ্গে ফেলতে কিন্তু উনার সৃষ্টি মানুষের মন ভাঙ্গতে না, তুমি কে হিন্দুদের মালাউন-কাফের বলে গালি দেওয়ার জন সম্মুখে? তাদের সবার সামনে ছোট করার? তাদের মন ভেঙ্গে ফেলার? সে দোযখে যাবে না বেহেস্তে যাবে এইটাতো সিদ্ধান্ত নেওয়ার তুমি কে? আল্লাহ কি তোমাকে এই গুরু দায়িত্ব অর্পন করেছেন? না করেন নাই।
আমার নবীজী যেখানে মক্কা বিজয়ের পর ইহুদিদের ক্ষমা করে দিলেন, এমনকি তাদের কে তাদের ধর্ম মানতে দিলেন, যথেষ্ট সম্মান রেখেই, তাদেরকে তাদের ধর্ম পালনে বাধা দেন নাই, তাদের কে সবার সামনে কাফের বলেও গালি দেন নাই, সেখানে তুমি কে হিন্দুদের মালাউল বলে গালি দেবার??? এই তোমার ধর্ম শিক্ষা দিয়েছে??? এই আমাদের ইসলাম তোমাদের শিক্ষা দিয়েছে??? আমাদের ধর্ম ঠিকই আছে, কিন্তু তোমাদের মত ধর্মান্ধদের জন্য আমাদের ইসলাম নষ্ট হয়ে যাচ্ছে, পুরাই লুল করে রেখে দিয়েছে আমাদের ধর্ম কে!!!
আমি একজন কে চিনি, ওরা দুইজনই ফ্রেন্ড, একজন হিন্দু আরেকজন এরকমই ধর্মান্ধ মুসলিম, ঐ হিন্দু ফ্রেন্ড সব সময়েই ঈদ হোক, রমজান হোক সব সময়েই উইশ করে, কিন্তু আরেকজন কে জীবনেও দেখিনি মুখ ফুটে বলতে উনার পুজায় একটা উইশ করতে!!! আরে একটা উইশ করে ফেললে তুমি জীবনেও হিন্দু হয় যাবানা, এইটাকি মাথায় ঢুকে না, আর নিজেকে খাঁটি মুসলিম বল??? নিজের ইমানের উপর এই আস্থা নাই??? ছিঃ কিন্তু হিন্দুটার এই আইডিয়া ভালো করেই আছে যে, ঈদ মুবারাক বললে সে ছোট হবেনা, বা তার ধর্মও পরিবর্তন হবেনা!!!
আমার আল্লাহ ইসলামকে মহৎ করে দিয়েছেন, কিন্তু এইসব ফাউল ধর্মান্ধরা আমাদের ইসলামের মাহাত্য ধ্বংস করছে, একজন হিন্দু আমাদের ধর্ম কে সম্মান করছে, আর তার বদলা তাকে সম্মানের বদলে আমরা বঞ্চনা দিচ্ছি,
অনেক বড় একটা রঙ নাম্বার এইটা
***যাদের চুলকানি উঠবে, তাদের প্রতি অনুরোধঃ আমার চুলকানি বেশী দেখেই আমি চুলকানি মুলক পোষ্ট দেই, আমার ব্লগেই, আপনাদেরও যদি এইটা দেখে চুলকানি উঠে তো প্লিজ ইউজ এন্টি-চুলকানি মলম, বাট এইখানে এসে আমার চুলকানিতে যাতে চুলকানি না দেন
২২ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
তাহমিদ আজুওয়াদ বলেছেন: আমিন
২| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২২
সুমন কর বলেছেন: চমৎকার বলেছেন।
২য় লাইক।
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৩
আসোয়াদ লোদি বলেছেন: আরও লিখেন এ জাতিয় থেরাপির দরকার আছে ।
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২১
মহাকাল333 বলেছেন: চমৎকার. লেখাটি ভালো লাগলো
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: তোমাদের মত ধর্মান্ধদের জন্য আমাদের ইসলাম নষ্ট হয়ে যাচ্ছে, পুরাই লুল করে রেখে দিয়েছে আমাদের ধর্ম কে!!.

আল্লাহ ইসলামকে মহৎ করে দিয়েছেন, কিন্তু এইসব ফাউল ধর্মান্ধরা আমাদের ইসলামের মাহাত্য ধ্বংস করছে, একজন হিন্দু আমাদের ধর্ম কে সম্মান করছে, আর তার বদলা তাকে সম্মানের বদলে আমরা বঞ্চনা দিচ্ছি,
তাদের বোধোদয় হোক।
আল্লাহ যেখানে বলছেন- চাই সে ইহুদী হোক, নাসারা হোক বা অগ্নিউপাসক, যে সৎ কাজ করে আমি তার প্রতিপল দেই।
সেখানে আল্লাহর ঠিকাদাররা.. ব্যর্থতার পর ব্যর্থতার জন্ম দিয়ে নিয়তিকে গালি দিয়েই খালাস আরেক নতুন ব্যর্থতার পথে
তাদের জ্ঞানজাগ্রত হোক।