![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিঞ্চিত কাব্য রচনা করি
টক-শোতে যে সব রাজনীতিবিদ গলা ফাটায় , নিজেদেরকে মক্কার খেজুর বলে দাবি করে তাদের মুখোশের আড়ালের ভয়াল রূপ টুপ করেই সামনে এসে পড়েছে সাংসদ গোলাম মাওলা রনির কল্যাণে।টক-শোতে তার কাটা কাটা বচন শুনে অনেকে বলত “নাহ্ এইটা ভবিষ্যতে কল্যাণের জোয়ারে ভাসায় দিবে দেশকে”। কিন্তু তালাশের উপস্থাপক ও ক্যামেরা ম্যানকে রড দিয়ে পিটিয়ে আওয়ামী লীগের কাছে তিনি এখন পুরোদোস্তর হিরো। তার সাংবাদিক পেটানোর দৃশ্য দেখে কেউ বলবেনা যে তিনি সাংসদ। সেই সাথে তার গালি অমৃতও তো রয়েছে। এ থেকেই বুঝা যায় বর্তমান আমলে সাংবাদিকেরা কতটুকু স্বাধীন।ঘটনা প্রকাশের পরও তার অবলীলায় অস্বীকার রাজনীতিকদের লজ্জাহীন মিথ্যাচারকে তুলে ধরে।
আমাদের রনি “ভাইয়া” নিজ এলাকায় ভাইয়া নামে সম্বোধিত হন। তার নাম কে স্মরণীয় করে রাখতে তিনি নিজ নামে মাস্তান বাহিনী গড়ে তুলেছেন। গলাচিপার আওয়ামী লীগ পরিষদকেও “ভাইয়া বাহিনী”-র মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। তার এলাকায় নদী ভরাট করা, চাঁদাবাজি, মাস্তানী, ভূমি হতে উচ্ছেদ, ভূমি দখল ইত্যাদি সব রকমের পাইকারী-খুচরা অপকর্ম করতে তাদের কাছ তেকে মাসোহারার বিনিময়ে পেটেন্ট করলেই চলে। তার অনলাইন পত্রিকায় তিনি দাবি করেন তাকে অভাবের মধ্যে থাকতে হয় যদিও তার ৫টা বা তদোর্ধ বাড়ি রয়েছে।
তিনি ফরিদপুরে জন্মেছেন এবং গত নির্বাচনের প্লাবনে তিনি পটুয়াখালীর গলাচিপায় জয়ী হন।
তিনি নাকি সব সময় জামাতের রগ কাটা বাহিনীর ভয়ে থাকেন , তবে আমি এখন থেকে তার “ভাইয়া বাহিনী”-র ভয়ে থাকব।
০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৭
তাহমিদুর রহমান বলেছেন: আন্দালিব পার্থর বিষয়ে আমি বাজি ধরতে পারি। কিন্তু মাহী, আসিফদের বিষয়ে আমি বেশী জানি না। তবে কারও চেহারাই রনির মত কদর্য হবে না বলে আশা করি। আর রনির চেয়ে তাদের প্রত্যেকের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড সমৃদ্ধ।
২| ০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৩
ভোরের সূর্য বলেছেন: গোলাম মাওলা রনিকে আমি ধোয়া তুলশি পাতা বলছিনা।রনি যা করেছেন সেটা অপরাধ হয়েছে,ভুল হয়েছে কিন্তু এটাও আমাদের দেখতে হবে কেন রনি এই কাজটা করলেন? কেন নিজেকে শান্ত রাখতে পারলেন না।কিছুদিন থেকেই রনি সালমান এফ রহমান কে দরবেশ বলছেন এবং শেয়ার কেলেংকারি হিসাবে অভিযুক্ত করেছেন এবং আমরা এও জানি যে এমনকি অর্থমন্ত্রী পর্যন্ত বলেছেন যে শেয়ার মার্কেট কেলেংকারির হোতাদের হাত এত লম্বা যে তাদের বিচার করা তার পক্ষেও সমভব নয়। তাই সাংবাদিক ভাইদের উচিত ভিতরের খবর বের করা কারন সালমান এফ রহমান,সাংসদ গোলাম মাওলা রনিকে যেকোনভাবে বিপদে ফেলতেই পারেন।তাকে বিপদের ফেলতে তার টিভি চ্যানেলকে রনির পিছনে লেলিয়ে দেয়াটাই সাভাবিক।আর একজন সাংসদ হিসাবে রনি এই কাজটি ঠিক করেননি।এর জবাবদিহি তাকে করতেই হবে।
০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৯
তাহমিদুর রহমান বলেছেন: মারামারি কেন তার দুর্নীতির লিস্টও অনেক লম্বা।
০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৫
তাহমিদুর রহমান বলেছেন: পার্থতো কবে থেকেই সালমানের বিরুদ্ধে কথা বলছে কই তাকে তো সাংবাদিক পেটাতে হচ্ছে না
৩| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১০
রাজীব নুর বলেছেন: ব
৪| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৭
ফুরব বলেছেন: আন্দালিব পার্থের বাবা এরশাদের প্রভাবশালী মন্ত্রি ছিল। পার্থের আজকের এত ফ্যাশনের উৎস তার বাবার অগনিত টাকা। অবৈধ বিত্তের উপর দাড়িয়ে লম্বা লম্বা ডায়লগ দেয়া খুব সহজ।।
০৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
তাহমিদুর রহমান বলেছেন: আপনার বক্তব্য হল এমন যে, বাপ খুন করেছে বলে ছেলের ফাসি হওয়া উচিত। পার্থর বাবা যাই করুক (আমি এ বিষয়ে জানি না) ,পার্থ নিজে কি করেছে সেটা বলুন।
৫| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৫
ভোরের সূর্য বলেছেন: আন্দালিব পার্থ আর গোলাম মাওলা রনি এক নয়।যদি পার্থকে ধরা হ্য় বা পিছনে লাগা হয় তাহলে সেটা হবে বিরোধিদল কে উসকানো,আবার শুরু হবে জালাও পোড়াও হরতাল।তাই অহেতুক ঝামেলায় জড়াবেনা সালমান বা আওয়ামিলীগ।
০৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
তাহমিদুর রহমান বলেছেন: আওয়ামী লীগ সরকার কি তাহলে বিএনপির পেছনে লাগে না বলতে চান? বিনা দোষে জেলে পাঠায় নি বিএনপির নেতাদের?
৬| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৩
ভোরের সূর্য বলেছেন: না ভাই আমি সেটা বলতে চাচ্ছিনা।আপাতত এই শেষ সময়ে আওয়ামী লীগ ঘাটাতে চাচ্ছেনা।কারন তাহলে বিএনপিও সালমান এফ রহমানের বিরুদ্ধে লাগবে।কেচো খুরতে সাপ বের হয়ে আসবে।আসলে ভাই সবকিছু রাজনৈতিক ক্যালকুলেশন।
০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩১
তাহমিদুর রহমান বলেছেন: hmmmm thik
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আর আমি ভয়ে আছি রনি ভাইয়ের মত না আবার পার্থ, মাহী , আসিফ নজরুলদের কোন বাজে চেহারা চলে আসে!!