নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজী তাহমিনা

ব্রতচারী মেয়ে

কাজী তাহমিনা ভালোবাসেন পড়তে, পড়াতে, ঘুরতে, খেতে ও আড্ডা দিতে। জন্ম সিলেটে, বেড়ে ওঠা বাবার বদলির চাকরির সুবাদে বিভিন্ন জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইংরেজি সাহিত্যের এককালের ছাত্রী; এখন পড়াচ্ছেন ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে।

ব্রতচারী মেয়ে › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন- ১৫

১২ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০২


দু’একটি দুপুর আসে, একা একা,
সব মুখরতা, কলরোল শেষে
খুব গোপনে মুখোমুখি হবার-


নিজেই নিজের কাছে
ঘুরে ঘুরে দেখি, দরকারি মুখোশ,
দর্পণে মুখ,একা একা একা...


অবশেষে জেনেছি সত্যের স্বাদ
মানুষ মূলত বিরহপ্রিয়;
সে তার তীব্র মুখের
অদৃশ্য রেখার মতই, অস্পষ্ট।
ভালবেসে দিনশেষে ভুলে যাবে অনায়াসে,
মরে গেলে- শোকে ও সন্তাপে
বড় জোর -দুই দিন, দুই মাস ...


সেই সব উন্মোচনের দুপুরে, জেনেছি,
বেঁচে থাকাই মানুষের একমাত্র গন্তব্য
আর জেনেছি, পৃথিবী নির্লিপ্ত
কারো থাকা না থাকায়
থামবেনা উৎসব..



-কাজী তাহমিনা

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

বাংলার জমিদার রিফাত বলেছেন: কথা গুলো চিরন্তন সত্য

২| ১২ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২২

হাসান মাহবুব বলেছেন: সেই সব উন্মোচনের দুপুরে, জেনেছি,
বেঁচে থাকাই মানুষের একমাত্র গন্তব্য


অসাধারণ উপলদ্ধি।

৩| ১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৪

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

৪| ১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার কবিতা।+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.