নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট গল্প ও কবিতা

তাইফুর সরোয়ার

আমি তাইফুর সরোয়র।ছোট গল্প লিখতে বেশ ভালোবাসি।একটু্ আধটু কবিতা ও লিখি।আমি স্বপ্ন দেখি দেশের বড় একজন কথা সাহিত্যিক হওয়ার ।

তাইফুর সরোয়ার › বিস্তারিত পোস্টঃ

ঘুরে এলাম ঢাল চর(ভোলা) ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮

বঙ্গপসাগরের কোল ঘেসে জেগে ওঠা দ্বীপ এবং ভোলা জেলার শেষ সীমানা Ñ ঢাল চর । প্রকৃতি যেন উদার ভাবে তার সৌন্দর্যের ডানা মেলে রেখেছে এই সাগর মেহনায়।

কী নেই এখানে! দখিন দিকে যত দূর চোখ যায় শুধু সাগরের অথৈ জলরাশি। আছে বিশাল বিশাল বন।বনে হাজার হাজার গরু মহিষের মুক্ত চলাফেরা। এখান থেকে র্সূযাস্থ স্পস্ট দেখা যায়। ক্রমশ লাল বর্ন ধারন করে র্সূযটা বাংলাদেশকে বিদায় জানিয়ে সাগরের বুকে ঢলে পওে ।আগামী কাল জগে ওঠার নতুন প্রত্যাশায়। এ যেন কক্রবাজার আর সুন্দরবনের দৈত¦ মিশেলের রূপসী বাংলাদেশ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

আসাদ জামান ৪০ বলেছেন: আরো বি্স্তারিত বরননা চাই ।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৬

অাব্দুল মান্নান বলেছেন: এখানে রয়েছে সামাজিক এক চরম দৃশ্যপট যেখানে এমনও লোক রয়েছে যে কখনো পিচঢালা রাস্তা দেখিনি, দেখিনি গাড়ী, অট্টালিকা। প্রযুক্তির কল্যাণে হয়তো অালোকচিত্র দেখেছে। প্রাকৃতিক সৌন্দর্যের সর্গসরূপ তা বলারা অপেক্ষ রাখে না। কক্সবাজার সমূদ্রসৈকতে সূর্য অস্ত যাওয়া দেখা গেলেও কুয়াকাটাতে উদয়ও দেখা যায় আর ঢালচরের তারুয়া সৈকতে এ দু'টোর সাথে ম্যানগ্রোভ বনের দৃশ্যায়ন, হরিণের ও বন্য পশুর বিচরণও দেখা যায় প্রায় এক যায়গায় থেকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.