| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাইফুর সরোয়ার
আমি তাইফুর সরোয়র।ছোট গল্প লিখতে বেশ ভালোবাসি।একটু্ আধটু কবিতা ও লিখি।আমি স্বপ্ন দেখি দেশের বড় একজন কথা সাহিত্যিক হওয়ার ।
আমি নাকি শুধু ধংশই করি
আম্মা বলে-ভাগ হতচ্ছারা
আব্বা বলে-মর,
যাদের জন্য সবই দিলাম
তারাই ভাবল পর।
সূর্যসেন,সে ও আমায়
বাঁকা চোখে দেখে,
শীত প্রভাতে উঠলে কভু
মুখ লুকায় মেঘ।
রাতর চাঁদ আমায় দেখে
ভেংচি কাটে মুখে,
আমার সুখে বুক মিলায়
দূরে থাকে দুখে।
নদীর জল, সে ও যেন
আমার দুখে হাসে,
চরতে গেলে তারই বুকে
নৌকা নাচায় বাতাসে।
সবাই বলে,
দুষ্ট আমি,পাজি আমি
কভু নাহি কিছু গড়ি,
আমি নাকি শুধু ধংশই করি।
ধংশ যদি নাহি করি
সৃষ্টি হবে কেবা?
আঁধার যদি নহি তড়াই
আসবে কি কভু দিবা?
©somewhere in net ltd.