নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট গল্প ও কবিতা

তাইফুর সরোয়ার

আমি তাইফুর সরোয়র।ছোট গল্প লিখতে বেশ ভালোবাসি।একটু্ আধটু কবিতা ও লিখি।আমি স্বপ্ন দেখি দেশের বড় একজন কথা সাহিত্যিক হওয়ার ।

তাইফুর সরোয়ার › বিস্তারিত পোস্টঃ

ঈদ শেষ হয়েছে কয়েক দিন হলো

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৭

ঈদ শেষ হয়েছে কয়েক দিন হলো।পূজাও শেষ হয়েছে ঈদের কয়েক দিন আগে।নাড়ির টানে শত ঝক্কি ঝামেলা সত্ত্বেও আপন জনদের সাথে উৎসবে অংশগ্রহন করে শহরবাসী আবার ছুটছে প্রনহীন যান্ত্রিক শহর জীবনে ।দেহ তাদের শহরে থাকল্ওে মন পরে থাকেবে- মেঠো পথ, শান বধানো পুকুর, দিগন্ত জোড়া খোলা মাঠ,বকের সারি, সর্বপরি মায়ের স্নেহ শীতল আচল তলে ।

এবার ঈদে শহর ও গ্রাম সেজেছে ভিন্ন সাজে ।বড় রাস্তার পাশে, চার রাস্তার চত্ত্বরে, তিন রাস্তার মোড়ে, চায়ের দোকানে শোভা পেয়েছে বড় বড় বিল বোর্ড, ব্যানার পোস্টার।সবার ভিতরের লেখা অনেকটা একই- যার যার নিজ দলের গুনকিত্তন করে তারপর লেখা

‘অমুক ভাই যোগ্য লোক, অমুক আসন থেকে তাকে নির্বাচন করার মনোনয়ন দেয়া হোক ।’

‘অমুক ভাইয়ের জন্য দোয়া চাই ।’

সবার শেষে ছোট করে লেখা থাকে-

‘প্রচারে অত্র আসনের জনগন।’

জনগন ই যদি তাকে নির্বাচিত করতে চায় তাহলে এত ঘটা করে ঢাক ঢোল পিটানোর কী দরকার।এত বছর যারা দোয়া ছাড়া চলতে পেরেছে শুধু ভোট আসলে ই কি তাদের দোয়ার দরকার পরে?

কোরবানিতেও তাদের দানশীলতা দেখা গেছে বড় আকারে। ইয়া বড় বড় গরু কোরবানি দিয়ে সামান্য কিছু নিজেদের জন্য রেখে বাকি সবটাই বিলিয়ে দিয়েছে গরীব দুখিদের।

ঈদে কোলাকুলির জন্য তাদের কাঁধ ছিল সবার জন্য উন্মুক্ত । ধনী গরীব, ছোট বড় এবার সবাই ঠাই পেয়েছে তাদের বুকে ।



আমাদের সবার একান্ত প্রত্যাশা মানুষের প্রতি তাদের এই ভালোবাসা ,উদারতা ,দানশীলতা যেন শুধু ভোটের বছরের জন্য না হয় ।বরং তারা যেন দেশটাকে, দেশের মানুষগুলোকে আজীবনের জন্য আপন করে নেয় ।যে গরীব বৃদ্ধ এবার বুক ভরা আশা নিয়ে তাদের বুকে বুক মিলিয়েছে , সে বৃদ্ধের বুক যেন আগামীতে তদের জন্য ঘৃনায় ভরে না ওঠে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.