নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট গল্প ও কবিতা

তাইফুর সরোয়ার

আমি তাইফুর সরোয়র।ছোট গল্প লিখতে বেশ ভালোবাসি।একটু্ আধটু কবিতা ও লিখি।আমি স্বপ্ন দেখি দেশের বড় একজন কথা সাহিত্যিক হওয়ার ।

তাইফুর সরোয়ার › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাস করি রাজনৈতিক নেতারা অল্প কিছুদিনের মধ্যে একটি সমাধানের পথ খুজেঁ পেয়ে সংঘাতের পথ পরিহার করে দেশ প্রেমে উজ্জীবিত হয়ে দেশকে নিয়ে যাবে উন্নয়নের স্বর্ণ শিখরে ।।।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫

বিশ্বাস করি রাজনৈতিক নেতারা অল্প কিছুদিনের মধ্যে একটি সমাধানের পথ খুজেঁ পেয়ে সংঘাতের পথ পরিহার করে দেশ প্রেমে উজ্জীবিত হয়ে দেশকে নিয়ে যাবে উন্নয়নের স্বর্ণ শিখরে ।।।

বছর শেষে এল নতুন বছর্। বরাবরের মত আরএই নব বর্ষে আনন্দের প্রাচুর্যতা নেই, নেই উৎসবের উল্লাস। আছে জনমনে উৎকন্ঠা আর উদ্বেগ । আকাশে বাতাসে আতঙ্ক ছড়িয়ে রয়েছে।২০১৩ সাল বাংলাদেশের জন্য একটি ইতিহাস হয়ে থাকবে। আনেক দুঃস্বপ্নের ই বাস্তবায়ন হয়েছে এই বছরটাতে। অতি মুনাফা লোভীদের ফাঁদে পা দিয়ে রানা প্লাজার ধংশাস্তুপের নিচে চাপা পরেছে এক হাজারের ও বেশি পরিবারের স্বপ্ন।পৃথিবীবাসীর কাছে আজ স্পস্ট হয়ে গেছে তাদের গায়ে জরানো সুন্দর পোষাকে লেগে আছে বাংলাদেশী শ্রমিকদের রক্তেরঅদৃশ্য দাগ।

তারপরে ও আমরা স্বপ্ন দেখি একটি সুন্দর আগামীর। বিশ্বাস করি রাজনৈতিক নেতারা অল্প কিছুদিনের মধ্যে একটি সমাধানের পথ খুজেঁ পেয়ে সংঘাতের পথ পরিহার করে দেশ প্রেমে উজ্জীবিত হয়ে দেশকে নিয়ে যাবে উন্নয়নের স্বর্ণ শিখরে ।।।

সবাইকে আবার ও নতুন বছরের শুভেচ্ছা ।

Happy New Year 2014



মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫২

পাঠক১৯৭১ বলেছেন: লেখক, নীচের অংসগটুকু আপনার পোস্টের অংশ,


"বিশ্বাস করি রাজনৈতিক নেতারা অল্প কিছুদিনের মধ্যে একটি সমাধানের পথ খুজেঁ পেয়ে সংঘাতের পথ পরিহার করে দেশ প্রেমে উজ্জীবিত হয়ে দেশকে নিয়ে যাবে উন্নয়নের স্বর্ণ শিখরে "

প্রথমত: বলতে হয়, আপনার বিশ্বাস (ইমানের) জোর আছে, দেশকে স্বর্ণ শিখরে নিয়ে যাব 'আমাদের রাজনীতিবিদরা" ; ২৯৮ জন তারেক গত ৫ বছর এমপি ছিলেন; উনারা কি আপনার রাজনীতিবিদ?

২| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৯

গ্রাম্যবালক বলেছেন: দেশে এখন আর রাজনীতি বিদ নাই। সবাই রাজনীতি ব্যাবসায়ী। জনগন এদের ব্যাবসার পুজি বা মূলধন । তাই সকলের ব্যাবসা গরম। যত মানুষ মরবে ততই ব্যাবসা চাঙ্গা হবে।।

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৩

তাইফুর সরোয়ার বলেছেন:
এটা আমার বিশ্বাস যে রাজনৈতিক নেতারা অল্প কিছুদিনের মধ্যে একটি সমাধানের পথ খুজেঁ পেয়ে সংঘাতের পথ পরিহার করে দেশ প্রেমে উজ্জীবিত হয়ে দেশকে নিয়ে যাবে উন্নয়নের স্বর্ণ শিখরে "

এখানে রাজনৈতিক শব্দটা আদর্শিক অর্থে ব্যাবহৃত হয়েছে, প্রচলিত অর্থে নয়।
জনগনের স্বর্থ হননকারী , সে তারেক বা জয় হতে পারে কিন্তু রাজনীতিবিদ হতে পারে না ।
মানুষ আশায় বুক বাধে । আমিও আশা করি, স্বপ্ন দেখি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তাদের হীন রাজনৈতিক মতাদর্শ ত্যাগ করে জনগনের জন্য নিঃস্বার্খ ভাবে কাজ করবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.