নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একশত সিপাহী ঢাল-তলোয়ার লইয়া যে ক্ষমতা না রাখে, অনুতাপের হাত তাহার চেয়ে অধিক ক্ষমতা রাখে।
বাংলাদেশে নিম্নবিত্ত মানুষ গুলির জন্য ঢাকায় মাথাগুজার জন্য কিছু একটা করা প্রয়োজন। বর্তমান প্রতিটা হাওজিং কোম্পানী শুধু উচু তলার মানুষ গুলির জন্য ভবন নির্মান করছে, আর নিম্নভিত্তরা সেই দালানে মাথা ঠুকে মরছে।
আজ স্বপ্ন দেখি আমাদের মত কিছু সাধারন মানুষকেই এই ব্যাপারে এগিয়ে আসতে হবে, যারা আজ ভাড়া বাড়িতে থাকছে তাদের জন্য ছোট্ট করে হলেও একটা বাড়ির ব্যাবস্থা করতে হবে।
আলিশান বাড়ির কি দরকার, অন্তত্য মাথাগোজার একটু ঠাই হোক। তবে অল্পটাকায় এই রকম একটা প্রজেক্ট করতে গিয়ে আবার যেন রানা প্লাজার মত না হয়।
আমাদের কোম্পানি থেকে এই ব্যাপারে ছোট্ট একটা উদ্যোগ নেয়া হয়েছে, যেখানে ১২০০ ফ্ল্যাট থাকবে। ৬শত বিক্রী করা হবে নিম্নভিত্ত মানুষ গুলির জন্য অতি সামান্য একটা মূল্যে, এই ৬ শতে হয়ত আমাদের কিছুটা লস থাকবে। বাকী ৬শত বিক্রী হবে বর্তমান বাজার অনুসারে, যেখান থেকে আমরা কিছু মুনাফা অর্জন করতে পারব। অর্থাৎ ধনীদের নিকট থেকে লাভ করে গরিব মানুষ গুলির জন্য ভুতর্কি দেব।
আশা করি এই ভাবে এগিয়ে যেতে পারলে, ব্যাংক ব্যালেন্স শুন্য থালেও মনের তৃপ্তিটা অনেক বেশি হবে।
[email protected]
০২ রা মে, ২০১৩ দুপুর ১:০৫
দুঃখ হীন পৃথিবী বলেছেন: ব্রাইট ষ্টার গ্রুপ প্রাঃ লিঃ
২| ০৩ রা মে, ২০১৩ বিকাল ৫:৩৬
মশিকুর বলেছেন:
“নিম্নবিত্ত মানুষের” সংজ্ঞা পোস্টে দেন, যাতে আসলে নিম্নবিত্ত মানুষই পায়।
“অতি সামান্য একটা মূল্যে” এই সংজ্ঞাটাও দেন, কারন কার কার কাছে ৪০০০ হাজার কোটি টাকা কিছুই না।
এই দুইটা তথ্য দিয়া পোস্ট সম্পন্ন করলে আপনার সদিচ্ছা, আশল মানুষগুলার কাজে লাগবে আশা করি।
ধন্যবাদ।
০৩ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
দুঃখ হীন পৃথিবী বলেছেন: অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য আসলে আমাদের প্রকল্পটা নিয়ে বিস্তারিত সকলের সাথে শেয়ার করার ইচ্ছা আছে, আশা করি তখন আপনাদের ভাল সাড়া পাব।
শুধু এত টুকু কথাই বলে রাখছি, নিম্নবিত্ত মানুষ গুলি পাবে তাদের মাথা গোজার ঠাই এমন একটা চিন্তা নিয়ে এগিয়ে আসা।
আচ্ছা বর্তমান বাজারে যদি ৭৫০ বর্গফুটের একটা ফ্ল্যাট আপনি ৭ লক্ষ আশি হাজার টাকার মধ্যে পান আবার সেই টাকাটা আপনি পরিশোধ করেন ১০ বছরে অর্থাৎ ১২০ টি কিস্তিতে, যেখানে কিন্তির পরিমান ৬ হাজার ৫ শত টাকা প্রতি মাসে তাখলে কি ভাড়া থাকা মানুষগুলি ঢাকা একটা বাড়ি কিনার সপ্ন দেখতে পারবেনা।
ছোট্ট একটা আইডিয়া শেয়ার করলাম পর্বর্তিতে বিস্তারিত লিখার ইচ্ছা আছে।
ভাল থাকবেন অনেক ভাল
©somewhere in net ltd.
১| ০২ রা মে, ২০১৩ সকাল ১১:৫৪
কাজী দিদার বলেছেন: ভাই আপনার কম্পানীর নাম কি ?