নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখ হীন পৃথিবী

দুঃখ হীন পৃথিবী

একশত সিপাহী ঢাল-তলোয়ার লইয়া যে ক্ষমতা না রাখে, অনুতাপের হাত তাহার চেয়ে অধিক ক্ষমতা রাখে।

দুঃখ হীন পৃথিবী › বিস্তারিত পোস্টঃ

সিঙ্গাপুর মেরিনা বে সেন্ড - ছবির মত সজানো একটা শহর (ছবি ব্লগ)

০১ লা মে, ২০১৪ বিকাল ৩:৩৯

সিঙ্গাপুর আশা প্রতিটা পর্যটক এর জন্য মেরিনা শহর অত্যান্ত আকর্ষনীয়, যেন ছবির মত করে সাজানো এই ছোট্ট শহরটা বর্তমানে পৃথিবীর সবচেয়ে ব্যায়বহুল শহরে নাম করে নিয়েছে।







রাতের মেরিনা, প্রবেশ পথে নিউক্লিয়াসের আকৃতিতে তৈরী করা ব্রীজ।





মেরিনার পানিতে সময়ে সময়ে ডিমের মত কি যেন ফেলা হয়, আবার নির্দিষ্ট সময়ের পর তুলে নেয়া হয়।





মেরিনা স্কয়ারের বি-২ তে কৃত্তিম ভাবে তৈরী লেগ।





মেরিনা ষ্কয়ারের লেভেল - ১ থেকে উঠানো বি-২ লেগ এর ছবি।





রাতের মেরিনা শহর।





রাতের মেরিনা বে সেন্ড এর ছাদের সুইমিং পুল।







অসমাপ্ত মেরিনা সিটি







ছবির মত সাজানো মেরিনা সিটি







মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৪ বিকাল ৩:৫০

ঢাকাবাসী বলেছেন: বাংলাদেশিরা এখানে মানে ঢাকায় এটা পেলে ৭ দিনে সিগারেটের প‌্যাকেট, চিপসের ঠোংগা, পানের পিক কফ থুতু বাচ্চার ডায়াপার পুরান চিরুনী পানির খালি বোতল সব রাস্তায় ফেলে এটাকেই ঢাকার মত একটা নরক বানিয়ে ফেলত। এসবে আমরাই চ্যাম্প! সিঙ্গাপুরে করেনা কারন করলে পাছার....

০১ লা মে, ২০১৪ বিকাল ৪:২৫

দুঃখ হীন পৃথিবী বলেছেন: শুধু রাস্তায় থুথু ফেল্লে ১ম বার ১৫০ ডলার জরিমানা ২য় বার ৩০০ আর ৩য় বার শুনার প্রয়োজন নাই।

আসলেই ছবির মত করে সাজিয়েছে এই দেশটাকে।

২| ০১ লা মে, ২০১৪ বিকাল ৪:০৪

মামুন রশিদ বলেছেন: সুন্দর ।

০১ লা মে, ২০১৪ বিকাল ৪:২৫

দুঃখ হীন পৃথিবী বলেছেন: আসলেই সুন্দর সময় পেলে একবার ঘুরে আসতে পারেন।

৩| ০১ লা মে, ২০১৪ বিকাল ৪:৫৭

লিরিকস বলেছেন: সুন্দর।

+++++

০২ রা মে, ২০১৪ বিকাল ৩:৫৬

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ধন্যবাদ

৪| ০১ লা মে, ২০১৪ বিকাল ৫:০৭

নিশাত তাসনিম বলেছেন: ভাই কি সিঙ্গাপুর থাকেন। আল্লাহ যদি চান তো সিঙ্গাপুরে আমার একটা জব হওয়ার পথে। ভিসার টাকা জমা দিবো সোমবার। যদি সিঙ্গাপুর থাকেন আমাকে কিছু তথ্য দিয়ে সাহায্য করলে উপকৃত হতাম।

০২ রা মে, ২০১৪ বিকাল ৩:৫৮

দুঃখ হীন পৃথিবী বলেছেন: জ্বী আমি সিঙ্গাপুর আছি, আপনার কোন বিষয়ে তথ্য প্রয়োজন বলোন আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করতে।

৫| ০২ রা মে, ২০১৪ বিকাল ৪:২৬

নিশাত তাসনিম বলেছেন: ধন্যবাদ ভাই।

১) সিঙ্গাপুরে জব এর ক্ষেত্রে একোমোডেশান এবং ট্রান্সপোর্টেশন কি কোম্পানির ?

২) এডমিনস্ট্রেটিভ অফিসার পোস্টের ভিসার জন্য কত টাকা লাগতে পারে?

৩) প্রতিমাসে খাওয়া ও অন্যান্য খরচ বাবদ কতো খরচ হতে পারে?

৪) উক্ত পোস্টের সেলারি কতো হতে পারে?

৫) বাংলাদেশে ফোন করার জন্য হ্যলো কার্ড বা নেট সুবিধা কি আছে? ইন্টারনেট খরচ কেমন ?

৬) মিনিমাম সেলারি কতো হলে সিঙ্গাপুর যাওয়া উচিৎ ?

০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:৪২

দুঃখ হীন পৃথিবী বলেছেন: দুঃখিত আপনার প্রশ্ন গুলির উত্তর দিতে দেরি হয়ে গেছে।


১) সিঙ্গাপুরে জব এর ক্ষেত্রে একোমোডেশান এবং ট্রান্সপোর্টেশন কোম্পানি বহন করে তার মধ্যে কোন কোন কোম্পানি আপনার সেলারির সাথে একটা (একোমোডেশান এবং ট্রান্সপোর্টেশন) এলাউন্স এড করে দিবে যা আপানর চুক্তির সময় উল্লেখ থাকবে।
পরবর্তিতে আপনাকে সমস্ত খরচ ভন করতে হবে।
যেমন আপনার মেইন সেলারি ১০০০ ডলার এবং আপনাকে কোম্পানি ৫০০ ডলার এলাউন্স দিচ্ছে একোমোডেশান এবং ট্রান্সপোর্টেশন এর জন্য অর্থাৎ প্রতিমাসে আপনি পাবেন ১৫০০ ডলার তার থেকে আপনাকে সকল খরচ বহন করতে হবে।
যত কম খরচ তত আপনার লাভ।

২) ভিসার জন্য কোন প্রকার টাকা নেওয়া নিশিদ্ধ, তবে বৈধ এজেন্ট আপনার নিকট থেকে সর্বোচ্চ ১ মাসে সেলারি নিতে পারে যা সরকারি ভাবে অনুমোদিত।

৩) থাকার জন্য সাধারনত ৬০০ টাকা রোম ভাড়া, কিন্তু আপনি যদি দুজনে শেয়ার করে থাকেন তাখলে ৩০০ টাকায় থাকতে পারবেন।
আর খাবার জন্য আপনি রান্না করে খেলে সর্বোচ্চ ১৫০ ডলার খরচ হবে, বাহিরে কত খরচ করে থাকতে পারেন তা আপনার উপর ডিপেন্ড করে।
কারো মাসে অতিরিক্ত ৫০০ খরচ হয় আরো আবার ৫০ ডলার খরচ হয়।

৪) সেলারি কোম্পানির উপর নির্ভর করে, কোন কোন কো্ম্পানি ২৫০০ ডলার দেই কোন কোম্পানি ১৫০০ ডলার দেই। সেলারির ব্যাপারটা আপনাকে নিশ্চিত হতে হবে।

৫) ফোন করার জন্য আপনি অনেক উন্নত সুবিধা পাবেন, কোন ধরনের হ্যালো কার্ড দরকার পরবেনা কারন সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফোন করার জন্য খরচ অনেক কম প্রতি মিনিট ৬ থেকে ৮ সেন্ট।
এর পরও যদি আপনি অনেক বেশি কথা বলার প্রয়োজন হয় তাখলে হ্যালো কার্ড ব্যাব হার করতে পারবেন।
নেট সুবিধা রর্তমানে সিঙ্গাপুরে ৪জি চলছে এবং আনলিমিটেড নেট নিতে পারবনে মাসে ২৮ থেকে ৩৫ ডলার এর মধ্যে।

৬) আমার কোম্পানিতে অনেক ইন্জিনিয়ার এসেছে মাত্র ১৫০০ ডলার মাসিক সেলারিতে, আস্তে আস্তে উপরে উঠছে।
সেলারি সম্পূর্ণ নির্ভর করে আপনার চাহিদার উপর।

আরো কিছু জানার থাকলে বলতে পারেন, আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে জানাতে।

৬| ০২ রা মে, ২০১৪ বিকাল ৪:২৮

েবনিটগ বলেছেন: nice

০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:৪৬

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ধন্যবাদ

৭| ০২ রা মে, ২০১৪ রাত ৯:৩৬

সিফাত সারা বলেছেন: ইশ এত সুন্দর !!!!! কবে যে যাবো :#>

ধন্যবাদ আপনাকে :)

০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:৫৩

দুঃখ হীন পৃথিবী বলেছেন: যে কোন সময় চলে আসেন, সিঙ্গাপুর সব সময় নতুন বউয়ের মত সেজে থাকে পর্যটকদের জন্য।
তবে আরো সাজানো দেখতে চাইলে ফেব্রুয়ারীতে আসতে পারেন এই সময় চাইনিজ দের নতুন বছর, সব কিছু নতুন করে সাজে।

তবে যখনি আসেন আমার জন্য একটা ভাল দেখে বই নিয়ে আসবেন।

৮| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:৫৯

নিশাত তাসনিম বলেছেন: ধন্যবাদ ভাই ।

আমাকে বলছে সেলারি ১০০০ ডলারের উপরে (১৩৫০ ডলার এর মত হতে পারে) এবং থাকা ও ট্রান্সপোর্টেশান কোম্পানির। আমি কি রাজি হয়ে যাবো?

আমি অন্য দুইটা দেশে ছিলাম। সেখানে বাঙালি হোটেলে খাইতাম। সিঙ্গাপুরে বাংলাদেশী খাওয়ার হোটেল কি আছে? বাঙালি হোটেলে খরচ কেমন পড়বে?

০৩ রা মে, ২০১৪ দুপুর ১:১৯

দুঃখ হীন পৃথিবী বলেছেন: আপনার সেলারি যদি ১৩৫০ ডলার হয় তাখলে মনে হয় এডমিনস্ট্রেটিভ অফিসার পথে নিচ্ছে না। তার পরও অনেক কোম্পানী কম বেতন দিয়ে ভাল পোষ্টে লোক নিয়োগ দেই।
আপনি একটু নিশ্চিত হোন আপনাকে কোন পাশে আনছে, সাধারনত তিন ক্যাটাগরিতে আশা যায়
১) ওয়ার্ক পারমিট - প্রাথমিক শ্রমিক পর্যায়ে (যেমনটা আমি আছি)
২) এস পাশ - এটাকে সিঙ্গাপুর পাশ বলা হয়, যাদের ইডুকেশন ব্যাগ্রাউন্ড ভাল তাদেরকে এই পাশে আনা যায়।
৩) ইম্প্লয়মেন্ট পাশ - এটা হলে সিঙ্গাপুরে স্থায়ী বসবাস করার জন্য সহজেই আবেদন করা যায়।

শুধু মাত্র সেরাংগন এরিয়াতে বাংলাদেশি হোটেল পাবেন অন্যথায় ইন্ডিয়াান অথবা মালেয় হোটেলে খেতে হবে।
তবে কোম্পানি যদি আপনাকে থাকার যায়গা দেই তাখলে ওয়ার্কার ডর্মিটরিতে রাখার সম্ভাবনা বেশি এবং সেখানে মাসিক ১৩০ ডলার চুক্তিতে খেতে পারবনে। প্যাকেট করে আপনার রুমে খাবার দিয়ে যাবে।
এই সব খাবারের মান খুব বেশি একটা ভাল না, কোন রকম জীবনটা বাচিয়ে রাখা আর কি।
তবে রান্না করে খেতে পারলে সব চেয়ে ভাল হয়।

দেখা হবে আশা করি।

৯| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১:২০

সিফাত সারা বলেছেন: ধন্যবাদ আপনার উপদেশের জন্য :)

বই? কোন ধরনের? কোন লেখকের ?

০৩ রা মে, ২০১৪ দুপুর ১:৪৫

দুঃখ হীন পৃথিবী বলেছেন: আপনাকেও ধন্যবাদ

হুমায়ুন স্যারের মিসির আলী কিংবা হিমু সিরিজ হলে ভাল হয়।
তবে বর্তমানে তাজউদ্দীন কন্যা শারমিন আহমদ এর লেখা ''তাজউদ্দীন আহমদ, নেতা ও পিতা'' এবং শেখ মজিবর এর আত্ন জীবনি এই দুইটা বই পড়ার খুব শখ।

ভাল থাকবেন, সিঙ্গাপুর আসলে এককাপ চায়ের নিমন্ত্রন রইল।

১০| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১:৫১

নিশাত তাসনিম বলেছেন: যাওয়া মাত্র সেলারি হবে ১৩৫০ থেকে ১৫০০ ডলার। Provision পিরিয়ড শেষ হলে আমার কাজ দেখে ফিক্সড সেরারি নির্ধারন করবে। এবং ২ থেকে ৩ হাজার এর মতো হতে পারে।

আমিও ওয়ার্ক পারমিট ভিসায়। আপনার ফেসবুক আই ডি টা দিন। ইনশাল্লাহ দেখা হবে ( যদি শেষ পর্যন্ত আমি আল্লাহ ওখেনে যাওয়ার সামর্থ্য দেন) :)

আল্লাহর হুকুম ও সাহায্য ছাড়া তো কিছুই হওয়া সম্ভব নয়।

০৩ রা মে, ২০১৪ দুপুর ২:২০

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ওয়ার্ক পারমিট ভিসা হলে কোন এক্সিকিওটিব পদে আনছেনা, আরো ভাল করে যেনে নিন।
ওয়ার্ক পারমিট কখনোই ২/৩ হাজার ডলার সেলারি হবেনা।

এটা আমার ফেইসবুক আইডি -

https://www.facebook.com/mdsharifulalambd

১১| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১:৫৩

নিশাত তাসনিম বলেছেন: সংশোধনীঃ

( যদি শেষ পর্যন্ত আল্লাহ আমাকে ওখানে যাওয়ার সামর্থ্য দেন)

১২| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৩:৫৭

নিশাত তাসনিম বলেছেন: ফেবুতে আমি আপনাকে রিকুয়েস্ট দিয়েছি। দেখুন । আমি ভালোভাবে আরো জেনে নিয়ে আপনাকে জানাচ্ছি। ধন্যবাদ। আমার এডুকেশান ব্যাকগ্রাউন্ড + এক্সপেরিয়েন্স ভালোই।

০৬ ই মে, ২০১৪ বিকাল ৪:১১

দুঃখ হীন পৃথিবী বলেছেন: আপনার সাথে মনে হয় কথা হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.