নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখ হীন পৃথিবী

দুঃখ হীন পৃথিবী

একশত সিপাহী ঢাল-তলোয়ার লইয়া যে ক্ষমতা না রাখে, অনুতাপের হাত তাহার চেয়ে অধিক ক্ষমতা রাখে।

দুঃখ হীন পৃথিবী › বিস্তারিত পোস্টঃ

হুন্ডি এবং ব্যাংক কোনটা বেছে নেব?

১৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১৩

হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠানো অবৈধ, যা অইনত দন্ডনীয় অপরাধ।

কিন্তু দেশের বাহিরে ব্যাংকিং চ্যানেল কতটা ভাল যে মানুষকে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাতে উৎসাহীত করবে?

আমি সিঙ্গাপুরের কথা বলি, বর্তমানে ইসলামী, অগ্রনী, প্রাইম এবং ন্যাশনাল এই চারটা ব্যাংক তাদের ব্যবসা পরিচালনা করছে।

আপনি যতটাকাই পাঠাবেন আপনাকে ৬ ডলার সার্ভিস চার্জ দিতে হবে, এবং টাকা পাঠানোর পর পরিজনের হাতে পৌছতে সময় লাগে প্রায় ১০ থেকে ১৫ দিন তবে রেডিক্যাশ এর মাধ্যমে পাঠালে একমাত্র ঐ ব্যাংক এর যে কোন শাখা থেকে উঠানো যায় ২/১ দিনের মধ্যেই।

আর টাকা পাঠানোর জন্য আপনাকে দীর্ঘ লাইনে দাড়াতে হবে সময় অনুযায়ী কখনো এই লাইন ৩/৪ ঘন্টা পর্যন্ত হয়ে থাকে।

আর ডলার এর দামের ক্ষেত্রে সব সময় হুন্ডি থেকে ব্যাংক ২/৩ টাকা তফাৎ হয়ে থাকে। আমার দেখা এক সময় ৫ টাকা পর্যন্ত ব্যাবধান হয়েছে।

আর ব্যাংক এর টাই পরা ভদ্রলোক গুলি আমার মত কামলাদের সাথে কিভাবে কথা বলবে এটা একটু অনুমান করে নিবেন, আমি এই ব্যাপারে কিছু বলতে চাইনা।

আর হুন্ডিতে টাকা পাঠালে, ব্যবসায়ি নিজে এসে বাসা থেকে টাকা নিয়ে যাবে।

দেশে পরিজনের নিকট বাসায় গিয়ে টাকা দিয়ে আসবে।

কোন প্রকার সার্ভিস চার্জ নাই।

বিশেষ প্রয়োজনে কখনো ফোন করলে অগ্রীম টাকা বাড়িতে পৌছে দিয়ে আসে মাস শেষে ডলার দিয়ে আসলেই চলে।

ডলারের দাম সবসময় ব্যাংক থেকে কিছু বেশি থাকে।

আর ব্যবহার কখনোই ঐ টাই পরা ভদ্রলোক গুলির মত না।



তাখলে বলুন প্রবাসীরা কেন ব্যাংকিং চ্যানেল এর মাধ্যমে টাকা পাঠাবে?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪১

নতুন বলেছেন: অবশ্যই বৈধ পথে....

আপনার একটু সুবিধার জন্য দেশের সমস্যা তৈরির সুযোগ দেবেন কেন?

আপনার হুন্ডীর টাকা অবৈধ ব্যবসার টাকা পরিশোধে কাজে লাগায় ওরা... ড্রাগস সহ অনেক চোরাচালানের টাকার লেনদেন হয় এই হুন্ডী চ্যনেলে...

ঐসব ব্যাংকের খারাপ ব্যবহারের জন্য সবাই মিলে প্রতিবাদ করুন...

১৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৬

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ভাই দেশের কথা চিন্তা করেই আজো পর্যন্ত সব টাকাই ব্যাংকে পাঠাইছি, তার পরও মাঝে মাঝে চিন্তা করি অনেক বন্ধু কত আরাম করে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাই।
দামও পাই বেশি আবার আমার মত ধমক খেতে হইনা।

তবু দেশকে ভালবাসি তাইত ব্যাংকিং চ্যানেল এ টাকা পাঠাতে নিকট জন সবাইকে উৎসাহ দেই, এই ব্যাপারে সরকার বা কোন ব্যাংক এগিয়ে আসলে মানুষ আস্তে আস্তে হুন্ডি পরিহার করতে পারত।

২| ১৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৯

আলম 1 বলেছেন: অবশ্যই বৈধ পথে....

১৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৮

দুঃখ হীন পৃথিবী বলেছেন: হ্যা আমিও এই কথাটা নিকট জন সবাইকে বলি, কিন্তু আমরা কতদিন ব্যাংক এর টাই পরা ভদ্রলোকদের ধমক খেয়ে চলব?
ব্যাংক ইচ্ছা করলে সার্ভিস চার্জটা বন্ধ করলে পারে, ইসলামী ব্যাংক তাদের কার্যক্রমের শুরুতে কিছুদিন চার্জ ফ্রী দিয়েছিল, এখন আবার চার্জ নেয়া শুরু করেছে।

৩| ১৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩০

ক্লান্ত দুচোখ বলেছেন: আপনার যুক্তি আছে! তবে ব্যাপারটা আরো বড় পরিসরে চিন্তা করেন,
হুন্ডী ব্যাবসায়ীরা যে অবৈধ কাজ কর এই ব্যাপারে তো কোন সন্দেহ নাই নাহ? তো তারা করলো কি আপনার কাছ থেকে অনুপ্রানিত(লাভ করে) হয়ে ওরা ধরেন হেরোইন আমদানী করলো সেটা খাইলো আপনার ছোট ভাই(কথার কথা বললাম, হতেও তো পারে!) অথবা পাড়ার সন্ত্রাসীরা খাইয়্যা-দাইয়্যা রাস্তায় ঠেক দিলো আপনার মা/বাবাকে। এর জন্য কিন্তু একটু হলেও আপনি দায়ী তাই না? আইচ্ছ্যা যান আপনের দোষ নাই! কিন্তু আল্লাহ না করুক ঐরকম কোন ঘটনা যদি ঘটে তাহলে আপনি আপনার মনকে শান্তনা দিতে পারলেই যথেষ্ট।
আসল কথা হচ্ছে কালোবাজারিদের কে আপনেই সাহায্য করলেন বড় হতে। অপর দিকে চিন্তা করেন টাকাটা বৈধ উপায়ে আনলে সরকার লাভবান হত, আপনার বাড়ির সামনের রাস্তাটা পাকা করে দেয়া, বা স্কুল কলেজ দেয়া, বা আপনার বাবা-মার সেবার জন্য হাসপাতাল করে দিতে পারতো তাই না?


এই ৬ ডলার(৪৫০টাকা) সার্ভিস চার্জের জন্য কত কিছু হয়ে যেতে পারেন কখনো চিন্তা করেছেন? বাংলাদেশে উন্নয়নের একটা প্রধান কারন বৈদেশিক আয়, যা আপনারা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য পাঠান। সামান্য একটা ব্যাপারের জন্য আপনার এই ঘামটাকে অবৈধ ঘোষনা কইরেন না। :)

১৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৬

দুঃখ হীন পৃথিবী বলেছেন: আমি শুধু মনের একটা ক্ষুভ প্রকাশ করলাম,
আমার প্রবাস জীবন ৭ বছরের সব টাকাই ব্যাংক এর মাধ্যমে পাঠাইছি, এখনও পাঠাই আগামিতেও পাঠাব।
কিন্তু কতদিন আমরা এই ভাবে ত্যাগ স্বীকার করব?
আপনি যদি কখনো সিঙ্গাপুরে আসেন, তাখলে ব্যাংকগুলিতে একটু নজর করতে দেখতে পারবে কি ব্যবহার করে আমাদের সাথে। আর সবচেয়ে বড় কথা শতকরা ৯০ভাগ লোক হুন্ডির সুভিদা না থাকাতে ব্যাংক এর কাছে যায়।
ব্যাংক গুলি যদি এদের মান ভাল করত (অন্তঃত একটু ভাল ব্যবহার করত) তাখলে অনেকেই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাত। নিজের টাকা খরচ করে দেশের স্বার্থে কতজন গাল মন্দ শুনতে চাইবে?

তবু স্বপ্ন দেখি একদিন ব্যাংকগুলি তাদের মান ভাল করবে, আমরা প্রবাসীরা সবাই অবৈধ হুন্ডি ত্যাগ করব।

৪| ১৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৮

ভিটামিন সি বলেছেন: আমি ব্যাংকেই পাঠাই। ন্যাশনাল ব্যাংকে পাঠাইলে ১০ মিনিটে রেডিক্যাশ পাওয়া যায় আর অগ্রনীতে হে হে হে .... কামলার টাকার কি আর এতো মুল্য আছে??

তবে টাকার জরুরী কোন প্রয়োজন হলে হুন্ডিওয়ালাদের কাছে যাই অগ্রীম টাকার জন্য এবং পরবর্তী ২ মাস তাদের ব্যবহার করি।

তবে সিংগাপুরের এই হুন্ডি চক্রটা বিশাল বড়। রবিবারে মোস্তফা সেন্টারের চারিদিকে থেকে একেবারে লিটল ইন্ডিয়া পর্যন্ত এই হুন্ডি ব্যবসায়ীদের দৌরাত্ম থাকে।

হুন্ডিওয়ালারা শুধু খারাপ কাজই করে না, কিছু ভালো কাজেও লাগে। যখন কোন ব্যাবসায়ী, রোগী বা টু্রিষ্ট এখানে আসে, তারা দেশ থেকে তেমন ডলার নিয়ে আসেন না, আনলে এয়ারপোর্টে ভেজাল বা কিছু নিয়মকানুনের ব্যাপার-স্যাপার আছে।
এছাড়া হুন্ডি ব্যবসায়ীরা সার্ভিস চার্জ ছাড়াই বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসে এবং যার রেট ব্যাংক রেট থেকে কমপক্ষে দুই টাকা / ডলার বেশি। ঘাম ঝরিয়ে টাকা কামাই করে কে চাইবে প্রতিমাস ১৫০০-২০০০ টাকা লস খেতে? কোন প্রযোজনীয় ডকুমেন্টস বা পন্য বাংলাদেশ থেকে আনতে বা পাঠাতে হলে হুন্ডিওয়ালাদের বললে তারা আনার ব্যবস্থা করে দেয়, কারণ তাদের চ্যানেল আছে। তাই হুন্ডিই বেটার।

১৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৩

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ভিটামিন সি ভাই আমি জানতাম আপনি সিঙ্গাপুরে আছেন, কিন্তু আপনার একটা পোষ্ট পড়ে জানতে পারলাম আপনি লাখ টাকার চাকরি ছেড়ে দেশে চলেগেছেন। কেমন আছেন বাংলাদেশে? কি করছেন?
আপনাকে নতুন করে কিছুই বলতে হবেনা, নিশ্চয় আপনি আমার চেয়ে ভাল দেখেছেন।
কামলাদের কোথাও একটু মুল্য দেইনা, অথচ সবাই চিল্লাই টাকা বৈধ পথে পাঠাও, দেশের সেবা কর। কিন্তু এই সেবা করা মানুষ গুলি একটু সহযোগিতা পেতে পারেনা।
আমার সাত বছর সিঙ্গাপুর জীবনে একটা টাকাও হুন্ডির মাধ্যমে পাঠাইনি, আশ করি আগামীদিনেও হুন্ডির কাছে যাবনা।

দেশে কি করছেন বিস্তারিত জানাবেন হইত একদিন চলে আসব সব কিছু ছেড়ে, প্রবাস আর ভাল লাগছেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.