নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখ হীন পৃথিবী

দুঃখ হীন পৃথিবী

একশত সিপাহী ঢাল-তলোয়ার লইয়া যে ক্ষমতা না রাখে, অনুতাপের হাত তাহার চেয়ে অধিক ক্ষমতা রাখে।

দুঃখ হীন পৃথিবী › বিস্তারিত পোস্টঃ

তাঁত শিল্প! বাংলাদেশের এক ঐতিহ্য

১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৭

ব্লগে অনেক লিখা দেখাযায় হাসিনা, খালেদা, এরশাদ অথবা নিজামীকে নিয়ে তুমুল তর্ক................................

কিন্তু আমাদের দেশে এমন কিছু আছে যা সারা পৃথিবীর মানুষের মন জয় করেছে। যেমন আমাদের তাঁত শিল্প।

এই ঐতিহ্য বাহী শিল্পটি আজ হারিয়ে যেতে বসেছে, আমাদের চোখের সামনে। আমাদের এলাকায় তাতশিল্প নেই বল্লেই চলে। তবু যদি কারো তাত মিল দেখার ইচ্ছা যাগে যেতে হবে কমপক্ষে ২০ কিঃ মিঃ পশ্চিমে। সেখানেও তেমন ভাল মানের তাত শিল্প গড়ে উঠেনি। মাঝে মাঝে আমি যেতাম সিরাজগন্জ, এক দিন আমার সেই সুভাগ্য হয়েছিল তাত মিল দেখার। তাতীরা কি করে হাতে ভুনে এত সুন্দর কাপড়। প্রথম আমি দেখে অবাক হয়ে গিয়েছিলাম, কি করে তা সম্ভব?

আসলে তাতীদের হাতে আছে এক যাদু যা দিয়ে সব-ই সম্ভব।

ছোট্ট ছোট্ট তাতমিল ২/৪/৫ জন তাঁতী ছক ছক শব্দ যেন এক অপূর্ব সুন্দর্য।



এই সুন্দর শিল্পটাকে হারিয়ে যেতে দেওয়া যায়না, আমরা সকলে এগিয়ে আসলে সবই সম্ভব। মৃত প্রায় এই শিল্পটাকে জাগিয়ে তুলা সম্ভব।

যাদের আসেপাশে তাঁত আছে অনূগ্রহ করে আপনারা একটু ছবি সহ একটা বিস্তারিত ব্লগ লিখুন

১)কিভাবে শুরু করা যায় তাঁত মিল?

২) মেশিন পত্র কোথায় পাওয়া যায় ?

৩) কেমন দাম পরে?

৪) কাঁচামাল ইত্যাদি ইত্যাদি.........................................

তাঁত শিল্প নিয়ে একটি বিস্তারিত পোষ্ট এর আশায়

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২২

মূর্খ বলেছেন: Do you have any knowledge about knit and crochet workers in our country? if so plz plz give me details. Like these pic...

২০ শে জুলাই, ২০১৪ সকাল ১০:১২

দুঃখ হীন পৃথিবী বলেছেন: স্যারি ভাইয়া আমার এই ব্যাপারে তেমন ভাল ধারনা নাই, তবে আমার পরিচিত একজন এই ব্যবসার সাথে জড়িত।
যদি উনার কোন মোবাইল নাম্বার পাই আপনাকে দেব।

ধন্যবাদ আপনাকে

২| ২১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১১

মূর্খ বলেছেন: Onek onek dhonnobad Apnake. Apni jodi amakey akto kosto kore Phone number ta jogar kore den amr vison upokar hoy. asa hoto korben na plz

৩| ২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১৩

ট্রোল বলেছেন: ভাল কথা বলেছেন

৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২৫

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.