নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একশত সিপাহী ঢাল-তলোয়ার লইয়া যে ক্ষমতা না রাখে, অনুতাপের হাত তাহার চেয়ে অধিক ক্ষমতা রাখে।
প্রায় ২ বছর আগের কথা, আমার কোম্পানির সাথে একটু ঝামেলা হওয়াতে গোপনে নতুন কাজ খুজছি।
প্রায় ২/৩ হাজার ইমেল করার পর কয়েকটা কোম্পানির ইনটারভিওর জন্য কল করল, আমি নিজেকে ভালভাবেই তৈরী করে গেলাম। বলতে গেলে এটাই আমার চাকরির প্রথম ইনটারভিও, আগের দুইটা চাকরি পেয়েছিলাম এজেন্টের মাধ্যমে।
আমি আবেদন করেছিলাম ৪ টি পদের জন্য, এর মধ্যে যে কোন একটা হলেই হবে।
১) সেফটি কো-অর্ডিনেটর
২) এডমিন এন্ড একাউন্ট এসিসটেন্ট
৩) প্রজেক্ট কো-অর্ডিনেটর
৪) ড্রাফটসম্যান
সিঙ্গাপুরের প্রথম সারির একটা কোম্পানির এইচআর ম্যানেজার আমাকে প্রশ্ন করল, তুমি কোন পদের জন্য ইচ্ছুক?
আমি বিনয়ের সাথে জানতে চাইলাম। ম্যাডাম কোন পদটা আমার জন্য ভাল হবে?
উনি আমাকে বল্ল "তুমি চাকরি করবে তাখলে তোমাকেই পছন্দ করতে হবে কোন পদে তোমার আগ্রহ"
আসলে আমার কোম্পানি খুব একটা বড়না, তাই এই সব কাজই আমি একা ঠিকভাবেই করতে পারি। কিন্তু বড় কোম্পানিতে নিজেকে কোন পদে ঠিক মানাবে তা ঠিক বুঝতে পারছিনা।
ম্যাডাম তখন আমার সব কথা শুনে বল্ল চল নিচে গিয়ে কফি খেয়ে আসি।
ইন্টারভিও বোর্ড থেকে বাহিরে এসে উনি খুব প্রিয় কোন মানুষের মত করে বল্ল "দেখ নিজেকে চার দিকে ছিটিয়ে না দিয়ে কোন একটা কাজে শক্ত ভাবে তৈরী কর, দেখবে যে কোন যায়গায় তোমার চাকরি হয়ে যাবে। তুমি আগে চিন্তা কর কোন সেক্টরটা তোমার প্রিয়, কোথায় তুমি নিজেকে দেখতে চাও। তাখলে নিজের উত্তর নিজেই পেয়ে যাবে"
এই কথা সেই কথা আরো কত কথা, সব শেষে উনার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা দিয়ে বল্ল যেদিন নিজেকে তোমার পছন্দের স্থানেক নিয়ে যেতে পারবে সেই দিন আমাকে জানিও, চাকরি তোমার জন্য আমি ঠিক করে দেব। যে কোন পদের জন্য হোক।
সেইদিন থেকেই নিজেকে একটা প্রশ্ন করছি - "আমি কি হতে চাই, নিজেকে কোথায় দেখতে চাই"
আমার নিজের কাছে নিজের প্রশ্ন গুলির এক একটা উত্তর আস্তে আস্তে পেয়ে যাচ্ছি, সবজান্তা ভাবটা ছেড়ে নিজেকে তৈরী করতে লাগলাম একেবারে নিচ থেকে। নতুন এক শরিফের তৈরীতে খুব একটা ব্যস্ত হয়ে উঠলাম।
গত কিছুদিন পূর্বে ম্যাডামের সাথে আমার দেখা হল, অনেকটা চলার পথে। আমার বর্তমান প্লান, ষ্ট্যাডি এবং কাজের দিকে এগিয়ে যাওয়া কথা শুনে ম্যাডাম বল্ল "আমার অফিসে তোমার জন্য একটা এক্সিকিউটিভ পদ খালি করে রাহব, ২০১৬ তে এসে জয়েন করবে। তবে নিশ্চয় এই কাজটা সঠিক ভাবে শেষ করবে, তারপর অন্য চিন্তা"
অনেকদিন পরে মনে হল, আসলেই অল্প অল্প করে অনেক কিছু জানার চেয়ে সঠিক এবং সম্পূর্ণ ভাবে একটা কাজ জানা অনেকভাল।
ধন্যবাদ ম্যাডাম, সেইদিনের একটা কথা আজ আমাকে নিজের পথ খুজে নিতে সাহায্য করল।
১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৫
দুঃখ হীন পৃথিবী বলেছেন: এই মেরে দেওয়া থেকেই শিখে নিলাম অনেক কিছু, সেইদিন যদি এইভাবে মেরে না দিতাম তাখলে আজকের এই অবস্থাটা কিছুতেই তৈরী হতনা।
অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
২| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৭
রহমান জর্জ বলেছেন: কিচ্ছুই বুঝলাম না। ঘটনার বিস্তারিত দরকার। প্রেক্ষাপট কোথায়? নিতান্তই লাকি বলতে হবে আপনাকে তা না হলে অন্য কোথাও হলে মুখে উত্তম দিয়ে বের করে দিত।
১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৮
দুঃখ হীন পৃথিবী বলেছেন: সিঙ্গাপুর একটা কোম্পানিতে ইন্টারভিওর সময়ের ছোট্ট একটা ঘটনা বর্ননা করলাম......................
৩| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১১
ঢাকাবাসী বলেছেন: আপনার প্রশ্নোত্তর পর্বটা মোটেই আপনাকে বুদ্ধিদিপ্ত বলছে না।
১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩০
দুঃখ হীন পৃথিবী বলেছেন: আমিতো এই কথাটাই বলতে চাচ্ছি, সেইদিন নিজের কাজে নিজেরই আত্ন বিশ্বাস ছিলনা।
কোন কাজযে করতে পারবো তারও কোন হিসাব মিতাতে পারছিলাম না, এই জন্যই হুট করে এমন আজগুবি উত্তর দিয়ে বসেছিলাম।
তবে ম্যাডামের সেইদিনের ভালবাসা আমাকে নিজের উপর আস্থা আনতে সহয়তা করেছে.....................
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৪
শ্রাবণধারা বলেছেন: "আমি বিনয়ের সাথে জানতে চাইলাম। ম্যাডাম কোন পদটা আমার জন্য ভাল হবে?"
ভাই এটা কি বললেন ? আপনি তো এখানেই মেরে দিলেন !