![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্প্রতি সরকার একটি জাতীয় শিশু নীতি উল্লেখ করে সেটা বিভিন্ন মিডিয়াতে প্রচারও করেছে। তাতে এমন একটি জাহেলী কথা বলা হয়েছে যার ফলে সারা বিশ্বের শিশুরা খিল খিল করে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি দিয়ে একাকার। কোন মতেই নাকি তাদের হাসিকে থামানো যাচ্ছে না।
খবরটি হলো- সরকার তার বিদেশী প্রভুদের পরামর্শে সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে দেশের ১৮ বছর বয়সী পর্যন্ত সকলে শিশু বলে গণ্য হবে। হতে পারে ১৮ বছরের শিশুটি দাড়ি-মোচ গজানো, হতে পারে শিশুটি ইভটিজিং-এর দায়ে বার বার হাজতবাসী হওয়া, হতে পারে শিশুটি জ্বালাও পোড়াও আন্দোলনের টোকাই বা পিকেটার, হতে পারে ১৮ বছরের শিশুটি কলেজ-ভার্সিটির ছাত্র, হতে পারে শিশুটি চোরাচালানী, মাদক বহনকারী, কিংবা ছিচকে চোর, ছিনতাইকারী।
১৮ বছরের শিশুদের এতসব গুণাগুণ চিন্তা করেই ৫-৭ বয়সী শিশুরা পড়েছে মহা টেনশনে, না জানি তাদের শিশু জাতির শিশুসুলভ ঐতিহ্যগুলো সমূলে বিনষ্ট হয়। তারা মনে করেছিলো ৫-৭ কিংবা দশ বৎসর বয়স পার হলেই বুঝি তাদের শিশু তকমা থেকে কৈশোর বা যুব তকমায় উঠবে। কারণ তারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের একটি বইতে পড়েছে- সাধারণভাবে ১০ বৎসর বয়স পর্যন্ত সময়কে শিশুকাল এবং ১০-১৯ বৎসর পর্যন্ত সময়কে কৈশোরকাল বলে। এখন আবার ১৮ বছর পর্যন্ত যখন শিশুকাল ঘোষণা হলে তখন কৈশোরকাল কবে থেকে শুরু বা শেষ হবে এমন ঘোষণা শুনার জন্য ৫-১০ বছর বয়সী শিশুগণ এমনকি ১৮ বছর বয়সী শিশুগণ পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষমাণ। আশা করি ইহুদী সংঘ কর্তৃক প্রভাবিত গণ্ডমূর্খ বিশেষ-অজ্ঞরা বিষয়টি দ্রুত বলবেন।
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৫:৪৫
কিবর বলেছেন: আশা করি ইহুদী সংঘ কর্তৃক প্রভাবিত গণ্ডমূর্খ বিশেষ-অজ্ঞরা বিষয়টি দ্রুত বলবেন।
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৬:২৪
কাকপাখি ২ বলেছেন: when ignorance is wide spread, justice is no where to be found, wait for natural disasters and nightmares, these will come one after another with increased frequency.
২১ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১১
তাইয়িব বলেছেন: absolutely right
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৮:১৮
রংধনূ বলেছেন: এখন আমরা সবাই শিশু
২১ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৩৫
তাইয়িব বলেছেন: বুড়ো শিশু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৪
এক্স বলেছেন: লেস দ্যান আঠারোর সাথে প্রেম করার সময় সাবধান. আগে কন্যার বাপ খেপলে নারী বা শিশু নির্যাতন আইনে একটা মামলা দিত এইবার একসাথে দুইটা মামলা দিবে.
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৫:২৪
আধাঁর রাত বলেছেন: ভাই ভালো লাগছে তাই প্লাস।
আমিও চিন্তিত কারন আমি তো ২২/২৩এ বাপ হইছি।