![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুসলমানদের ঈমান আজ বড়ই দুর্ব ল । তাই ঈমানি পরিক্ষায় আজ আমরা হেরে যাওইয়ার পথে। মসজিদে আযান হলে আমাদের গা জ্বালা করে। তবুও আমরা নবীজির প্রেমিক বলে দাবি করি। শহিদদের অধিকাংশ মুসলমান ছিল, তারা কি আল্লাহ রাসুল কে ভালবাসতো না? তবে কেন আজ একটা নাস্তিক কুলাঙ্গারকে বীর শহিদ উপাধি দেওয়া হল,শহিদরা কি নাস্তিক ছিল? এটা কি শহিদদের অপমান করা নয় কি? আমরা শহিদকে সম্মান করতে গিয়ে আরো অপমান করলাম। আমরা রাজাকার এর বিচার চাইতে গিয়ে এখন ইসলামের বিরুদ্ধে লেগে গেলাম। আজ সবাই বলছে মুসল্লিরা ভাংচুর করেছে। কিন্তু সুত্রপাত কীভাবে হল, সেটা কেউ লিখছেনা।পুলিশ প্রথম গুলি বর্ষন না করলে এমন হত না। মুসলমান কি শুধু আঘাত পেয়েই যাবে? আর প্রতিবাদ করলেই দোষ। ঈমানদার মানেই জামায়াত নয়। কিন্তু আজ দেখা গেছে পুলিশের গুলি জামায়াত নয় বরং ইসলামের দিকে। আর এটাই চেয়েছিল নাস্তিকরা। আর ঈমানদার গন নাস্তিকের হয়ে সাফাই গাচ্ছে। নাস্তিক কখনো ঈমানদারের নেতা হতে পারে না।তাই আসুন, নাস্তিকের গোলামি না করে মহান আল্লার কাছে ক্ষমা চাই।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪
তাজুল_ইসলাম বলেছেন: ধন্যবাদ স্বপ্নের মানুষ
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১
ধমাধম বলেছেন: দেশ আগে নাকি ধর্ম আগে?
মানুষ আগে নাকি ধর্ম আগে?
কথা হইতেছে দেশ নিয়া। এখানে হঠাত আস্তিক নাস্তিক আইলো কই থিকা?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
তাজুল_ইসলাম বলেছেন: লেখক বলেছেন: সঠিক ধর্ম যদি আজ মানুষ মানত। তবে সবাই আজ দেশপ্রেমিক হত।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪
ওমেগা পয়েন্ট বলেছেন: ঈমানদার মানেই জামায়াত নয়।
এই জিনিসটাই যদি কিছু ব্লগার বুঝত...........
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০
ধমাধম বলেছেন: নাস্তিক হলে দেশপ্রেমিক হওয়া যায় না?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮
তাজুল_ইসলাম বলেছেন: নাস্তিকদের দেশপ্রেম শুধু কথায় চিড়া ভেজানো। যারা নিজের প্রভুর সাথে বেঈমানি করতে পারে। তারা শুধু দেশে দাঙ্গাই সৃষ্টি করবে, শান্তি নয়।
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১০
ওমেগা পয়েন্ট বলেছেন: ধমাধম@ নাস্তিক হলে দেশপ্রেমিক হওয়া যায় না?
কে বলেছে যায়না। অবশ্যই যায়। তারা যুদ্ধাপরাধের বিচার চায় ঠিক আছে। কিন্তু যখন ইসলামী রাজনীতি নিষিদ্ধের কথা বলে তখনই সমস্যা বাধে। এই অধিকার তাদের কে দিয়েছে? যেসব ব্লগাররা ইসলামকে সারাজীবন গালাগালি করে এসেছে তারা যদি প্রকাশ্যেও ইসলাম নিয়ে কথা বলে, নাস্তিকদের শহীদ উপাধি দিয়ে জানাজা পড়ায়, রাসূলের ইসলামরে সিম্বল দাড়ি-টুপি কুকুরের মাথায় পরায়, আবার তাদের এই কাজকে সারা দেশের মানুষের আন্দোলন বলে তাহলেই সমস্যা তৈরী হয়।
একটু চিন্তা করেনতো শাহাবাগ সহ সারাদেশে কতমানুষ আন্দোলন করেছে আর আজকে লক্ষাধিক মসজিদ থেকে কতমানুষ বিক্ষোভ করেছে। অথচ মিডিয়ার চোখে এই আন্দোলন জামাত-শিবিরের, আর শাহবাগের আন্দোলন গণমানুষের।
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৪
সেয়ানা বলেছেন: নাস্তিকের গোলামি না করে মহান আল্লার কাছে ক্ষমা চাই।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৩
তাজুল_ইসলাম বলেছেন: আমিন
৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬
রিনকু১৯৭৭ বলেছেন: আমার অন্যকরম অনুরোধ। পাকিস্তান আমলে যেসব মাল্টিন্যাশনাল কোম্পানী পাকিদের সাথে কাজ করেছিল এবং ৭১ এর যুদ্ধে পাকিদের সমর্থন যুগিয়েছিল তাদেরকেও বর্জন করা হউক। তাদের পন্য ব্যবহার করা থেকে দূরে থাকি আমরা বাঙ্গালীরা
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৩
ফজলে রাব্বি চৌধুরী বলেছেন:
আসলেই আমাদের ঈমান আজ খুবই দূর্বল । আমরা আমাদের চোখের সামনে দেখে চলেছি আমাদের ধরমকে পুজিঁ করে কেউ রাজত্ব চায় । আবার আমাদের ধর্মকে গালি-গালাজ করার দুঃসাহস দেখায় ? তবুও আমরা কিছুই বলি না !!!আল্লাহ আমাদের ক্ষমা করো !!
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
স্বপ্নের মানুষ বলেছেন: জি ভাই ঠিক বলেছেন
আশা করি এইখানে লিখবেন চ্যাঁট ব্লগ ফোরাম