![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একসময় ব্লগ দিয়ে দুনিয়া বদলানোর স্বপ্ন দেখতাম। এখন সাংবাদিকতায় সেই স্বপ্ন দেখি। ফেসবুক প্রোফাইলঃ https://www.facebook.com/ItsTajul
এইমাত্র ঢাকায় ভুমিকম্প অনুভুত হয়েছে। চেয়ারে বসে ছিলাম। হঠাৎ করে সবকিছু কাপতে শুরু করলো। ভুমিকম্প
কি যে হবে বুঝছি না। এখন আবার থেমে গেছে। ভুমিকম্পটি হালকা এবং প্রায় ২-৫সেকেন্ড স্থায়ী ছিল।
২| ২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২৩
মানস চৌধুরী বলেছেন: আমি টের পেয়েছি। যে বাড়িতে থাকি সেটা, মাশাল্লাহ, জোড়াতালির কনস্ট্রাকশন। স্বীকার করি যে ২ সেকেন্ড ভয়ও পেয়েছিলাম। সাধের ব্লগার জীবন এখানেই বুঝি শেষ হয়। জাপানে আড়াই বছর থেকেও ভূমিকম্পের ভয় গেল না। :-(
৩| ২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: জীবনে প্রথম ভুমিকম্প অনুভুত করলাম। মাথাটা এখনও ঘুরতাছে।
সকল প্রশংসা আল্লাহর.....
৪| ২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২৮
মেন্টাল বলেছেন: আমি ডরাইছি। বেশ বড় ধাক্কা মারছে।
২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: অনেকে পেরই পায়নাই। আর নতুন বিল্ডিং এ থাইকা জানটা উইড়া যাইতে চাইছে
৫| ২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫
আমিই স্রোত বলেছেন:
খোদার গযব
২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮
তাজুল ইসলাম মুন্না বলেছেন: কি জানি? আমার ভয় এখনও যায়নাই
৬| ২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭
তাজুল ইসলাম মুন্না বলেছেন: এইমাত্র আব্বু ফোন করলো। সিরাজগঞ্জেও হইছে।
৭| ২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯
নেমেসিস বলেছেন: হালকা না মনে হয় এইটারেই মাঝারি ভুমিকম্প কয় ।আমার ছাদের প্লাস্টারে ফাটল দেখতেছি
২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪২
তাজুল ইসলাম মুন্না বলেছেন: তাড়াতাড়ি বিল্ডিং থিকা বাইর হন। দরকার হইলে ২০-৩০মিনিট বাইরে কোন মাঠে হাইটা আসেন। আমাগো চিন্তাতো একটু কম। আপনার বিল্ডংএ দেখি ফাটল ধরছে।
৮| ২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪০
শেখ জলিল বলেছেন: আমিও টের পেয়েছি। পুরনো বাড়ি! বেশ ভয় করছিলো।
২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪২
তাজুল ইসলাম মুন্না বলেছেন: বুঝতাছি। নতুন বিল্ডিংএএই যা হইলো
৯| ২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪২
মানস চৌধুরী বলেছেন: প্রশংসা যাঁকে ইচ্ছা দেন। কিন্তু কন্স্ট্রাকশন কোম্পানির ইচ্ছার উপর বাড়ি হয়। সেইটা মনে রাখা ভাল। চলেন এখনই টিনের ঘর খুঁজি স্বপক্ষ-বিপক্ষ একত্রে মিলা নয়া টিনের আবাস গড়ে তুলি। অন্ততঃ ব্লগবাজি করার জন্য বেঁচে থাকা যাবে।
২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: হ। টিনের ঘরের বিকল্প নাই। কিন্তু তাতেতো রিস্ক আরোও বেশি। কখন কোন বিল্ডিং ভাইঙ্গা পড়ে। শেষে ইন্তেকালটা আরোও আগে হইবো।
১০| ২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯
তাজুল ইসলাম মুন্না বলেছেন: চট্টগ্রামে হয়নাই।
১১| ২০ শে মার্চ, ২০০৮ রাত ৮:০১
রায়হান আবির বলেছেন: হুম টের পেলাম। মাত্র ১ সেকেন্ডের জন্য অবশ্য...
২০ শে মার্চ, ২০০৮ রাত ৮:০৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আপনি ১সেকেন্ডের জন্য টের পাইছেন। আমি ২+সেকেন্ডের জন্য অনুভব করছি।
১২| ২০ শে মার্চ, ২০০৮ রাত ৮:৩৩
জাহিদ সোহাগ বলেছেন: ওফ! যা ভয় না পেয়েছি তার চে বেশি হয়েছি অপমানিত। কারণ লাশ ১০/১২ পচতো এখানে। বাবা-মাকে সরকার সান্তনা সরূপ দিত ছাগলের দড়ি ধরিয়ে। আমার মাথ এখনও ঘুড়ছে।
২০ শে মার্চ, ২০০৮ রাত ১১:৪৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: বুজলাম না
১৩| ২০ শে মার্চ, ২০০৮ রাত ১০:৩৩
অমিত বলেছেন: সাবধানে থাইকেন সবাই। ভূমিকম্পের জন্য ঢাকা খুব একটা সুবিধার জায়গা না। মনে হয় আসাম প্লেটের কারণে একটা বড়সড় ভূমিকম্প হবেই। যেহেতু ঢাকার সব স্ট্রাকচারই ইট সিমেন্টের তৈরি, বড়সড় কিছু হলে টেবিলের নিচে পলায় খুব একটা লাভ নাই, তাও মাথার উপর ইট পরা থেকে টেবিলের উপর পরা ভাল। তাই ভূমিকম্প হলে বাসার ভিতরে দুটো সেফ জায়গা হচ্ছে টেবিলের নিচে আর দরজার ঠিক নিচে। দরজার ফ্রেমের জায়গাটা স্ট্রাকচারালি বেশ স্ট্রং হয়।
২০ শে মার্চ, ২০০৮ রাত ১১:৪৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
ভয় খানিকটা গেছে.....
১৪| ২০ শে মার্চ, ২০০৮ রাত ১১:৫৭
মদন বলেছেন: ঢাকায় ৪.৪
টাঙ্গাইলে ৬
২১ শে মার্চ, ২০০৮ রাত ১:০০
তাজুল ইসলাম মুন্না বলেছেন: এইটা কি বেশি?
১৫| ২১ শে মার্চ, ২০০৮ সকাল ১১:০৪
দুরন্ত পিথক বলেছেন: চিটাগাং এ হয় নাই মাগার রিস্ক সবচেয়ে বেশী চিটাগাং এই। সবার কাছে মাফ চেয়ে রাখি।কখন কি ঘটে কোন ঠিক নাই।
ভাই ভুল ভাল অনেক কিছু করসি। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেইখেন।
২১ শে মার্চ, ২০০৮ সকাল ১১:১৬
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ঠিকাছে....
১৬| ২১ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:০০
ময়ুরবাহন বলেছেন: পরীক্ষার পড়াশোনা না করে আজকাল এই কর্ম হচ্ছে। ভাই এইসব জিনিস আবহাওয়া দপ্তরকে ছেড়ে দিয়ে ভালো করে পরীক্ষার প্রস্তুতি নাও। দোল পুর্ণিমার ও পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল।
২১ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:০১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আমি এইবার এসএসসি দিতাছি না.....
আমার এসএসসি পরীক্ষা হবে ২০১০ সালে
১৭| ২১ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩১
প্রবাস কন্ঠ বলেছেন: বিপদে পরলে সবাই সৃষ্টিকর্তার নাম নেয়
ভাবতে ভালই লাগে . . .
২১ শে মার্চ, ২০০৮ রাত ৯:৩৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: একমত
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২০
তাজুল ইসলাম মুন্না বলেছেন: পুরো বিল্ডিং কাপতে শুরু করেছিল। শুকুরআলহামদুলিল্লাহ। এখন থেমে গেছে
হে আল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা.....